হোয়াটসঅ্যাপ চ্যাট লক এমন একটি ফিচার যা একজন ব্যবহারকারীকে অনেকটা সাচ্ছন্দ্য প্রদান করে। একজন whatsapp user এর জন্য এটি বস্তুতপক্ষে অনেক উপকারী একটি ফিচার। কারন আমরা হোয়াটসঅ্যাপে কাছের ও দূরের মানুষের সাথে যোগাযোগ করি। অনেকের সাথে অনেক ঘনিষ্ঠভাবে চ্যাট করি। তাই Whatsapp chat lock এর মত একটি ফিচার সত্ত্যিই দরকার।
Whatsapp এর এই বিশেষ সুবিধার কারনে আমরা particular chat lock তথা নির্দিষ্ট কোন এক বা একাধিক ব্যক্তির চ্যাট লক করে রাখতে পারি। সাম্প্রতিক সময়ে whatsapp new update টি এসেছে। আপনি যদি এই ফিচারটি সম্পর্কে অবগত না থাকেন তাহলে এই পোস্টে সব বিস্তারিত জানতে পারবেন। এতে করে আপনিও এমন দারুন ফিচার মিস করবেন না।
হোয়াটসঅ্যাপ চ্যাট লক করার নিয়ম: Whatsapp Chat Lock
হোয়াটসঅ্যাপ চ্যাট লক করার জন্য আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক বা পিন লক ব্যবহার করতে পারবেন। আপনি যখন কোন চ্যাট লক করবেন তখন চ্যাটটি আপনার চ্যাট লিস্ট থেকে চলে যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাট হাইড হয়ে যাবে। তবে সবার উপরে একটি লক ফোল্ডার তৈরি হবে। এই চ্যাট ফোল্ডারে গেলেই আপনার লক করা চ্যাটটি পেয়ে যাবেন। কিন্তু এই ফোল্ডারে ঢুকতে গেলেই লাগবে আপনার সেট করা ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড। চলুন জেনে নিই কিভাবে চ্যাট লক করবেন। Whatsapp chat lock করার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আরো টিপস: কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে রাখবেন
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি app update করে নিন। যদি আপডেট করা থাকে তাহলে আর আপডেট করতে হবে না।
২. এবার আপনার Whatsapp app টি ওপেন করুন।
৩. এবার আপনি যার চ্যাট লক করতে চান তা ওপেন করুন।
৪. তারপর উপরে ওই ব্যক্তির নামের উপর ক্লিক করুন।
৫. তাহলে আপনি কিছু অপশন দেখতে পাবেন।
৬. এই অপশন গুলো স্ক্রলডাউন করে নিচে আসুন। তাহলে চ্যাট লক নামে একটি সেটিংস দেখতে পাবেন এবং এর উপর ক্লিক করুন।
৭. এটি হলো শেষ ধাপ। Chat lock সেটিংসে ক্লিক করার পর Lock this chat with fingerprint অপশনটি চালু করে দিন। তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন। আপনার কাজ শেষ।
আরো পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি কে দেখবে আপনি নিজেই সেট করে নিন
চ্যাট আনলক করা: Whatsapp Chat Unlock
আপনি উক্ত চ্যাট আনলক করার জন্য উপর থেকে লক ফোল্ডারে ক্লিক করুন। তাহলে ফিঙ্গারপ্রিন্ট লক বা পিন লকের সাহায্যে ফোল্ডারে ঢুকুন। তাহলে উক্ত চ্যাট দেখতে পাবেন। এবার ওই চ্যাটটি ওপেন করুন। উপরে নামে ক্লিক করে আগের মত Chat Lock অপশনে আসুন। তারপর Lock this chat with fingerprint অপশনটি বন্ধ করে দিন।
উপরের দেখানো নিয়ম অনুসরণ করে iPhone user রা ও Whatsapp individual chat lock করতে পারবেন। আশা করি আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার উপভোগ করুন হোয়াটসঅ্যাপ এর চমৎকার এই ফিচার।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।