Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হোয়াটসঅ্যাপে শেয়ার করা স্ট্যাটাস শুধুমাত্র আপনার পছন্দের ব্যক্তিরাই দেখতে পাবে | Whatsapp Status Customisation

আজকের এই পোস্টের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ ট্রিকস (whatsapp tricks) শেয়ার করব। এটি হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (whatsapp status) কাস্টমাইজেশন। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টি কোন নির্দিষ্ট ব্যক্তির সাথে শেয়ার করবেন বা কোন নির্দিষ্ট ব্যক্তি থেকে আড়াল করবেন। বুঝতেইতো পারছেন হোয়াটসঅ্যাপ টিপসটি (whatsapp tips) কতটা গুরুত্বপূর্ণ।

whatsapp-story-customisation

বর্তমানে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম আমরা সকলেই কম বেশি জানি। বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে নতুন নতুন আপডেট যুক্ত হয়। তাই হোয়াটসঅ্যাপ আমাদের কাছে আরও আকর্ষনীয় হয়ে উঠে।

হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো আমরা অনেক সময়ই মিস করে থাকি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কাস্টমাইজেশন (whatsapp status customisation) এমন একটি সেটিংস। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কাস্টমাইজেশন মাধ্যমে আপনি চাইলে কোন ব্যক্তি থেকে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন। আবার আপনি চাইলে শুধুমাত্র কোন একজন বা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির জন্য আপনি কোন একটা স্ট্যাটাস দিতে পারেন। অর্থাৎ আপনি যার জন্য স্ট্যাটাসটি শেয়ার করবেন সে ছাড়া আর কেউ দেখতে পাবে না। মোটকথা আপনি স্ট্যাটাস কাস্টমাইজেশন মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর দর্শক সিলেক্ট করে দিতে পারবেন।

আর বেশি কথা না বাড়িয়ে এই হোয়াটসঅ্যাপ ট্রিকস (whatsapp tricks) টি শুরু করছি। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি (whatsapp app) ওপেন করুন। এবার উপরে স্ট্যাটাস অপশনে যান। স্ট্যাটাস অপশনে আসার পর উপরে দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দুতে ক্লিক করুন। তাহলে আপনি Status privacy নামে একটি অপশন দেখতে পাবেন। এই স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করলে আপনি স্ট্যাটাস কাস্টমাইজেশন করতে পারবেন।

প্রথমে দেওয়া আছে My Contacts। এটাতে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি যে স্ট্যাটাস আপলোড করবেন এটি আপনার ফোনে থাকা সকল কন্টাক্ট নাম্বার ব্যবহারকারিরা এই স্ট্যাটাসটি দেখতে পাবে।

বোনাস টিপস: হোয়াটসঅ্যাপে চ্যাট হাইড করার উপায়

দ্বিতীয় অপশনটি হলো My contacts except...। এর অর্থ হল আপনার ফোনে থাকা সকল কন্টাক্টের ব্যক্তিরা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে তবে আপনি চাইলে কাউকে হাইড করে রাখতে পারবেন। এর জন্য আপনি জাস্ট এই অপশনটি সিলেক্ট করুন। সাথে সাথে আপনি আপনার ফোনের সকল কন্টাক্ট নাম্বার দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটি যার কাছ থেকে হাইড করতে চান তাকে সিলেক্ট করে দিন। তারপর Done করে দিন। ব্যাস কাজ শেষ। এবার আপনি যদি হোয়াটসঅ্যাপে কোন স্ট্যাটাস দেন তাহলে এটি আপনি যাদেরকে হাইড করার জন্য সিলেক্ট করেছেন তারা ছাড়া বাকি সবাই দেখতে পাবে।

শেষের অপশনটি হলো Share Only। এর অর্থ হলো আপনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সাথে আপনার স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এর জন্য আপনি এটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার স্ট্যাটাসটি আপনি যাকে বা যাদেরকে দেখাতে চান তাদের সিলেক্ট করে দিন। এরপর Done দিয়ে বের হয়ে যান। এবার আপনি যে স্ট্যাটাস গুলো আপলোড করবেন এই স্ট্যাটাস গুলো শুধুমাত্র আপনার সিলেক্ট করা ব্যক্তিরাই দেখতে পাবে আর বাকিরা দেখতে পাবে না।

এভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কাস্টমাইজ করতে পারবেন। এমন আরও হোয়াটসঅ্যাপ টিপস এবং ট্রিকস (whatsapp tips and tricks) পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন। পোস্টটি দরকারী বলে মনে হলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ