Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হোয়াটসঅ্যাপে কিভাবে পার্সোনাল চ্যাট হাইড করবেন দেখে নিন | হোয়াটসঅ্যাপ ট্রিকস

এই পোষ্টের মাধ্যমে আমি একটি whatsapp tips and tricks আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পোস্টের টাইটেল দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কোন হোয়াটসঅ্যাপ টিপস এর কথা বলছি।

whatsapp-chat-hide

বর্তমানে হোয়াটসঅ্যাপ অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা বিভিন্ন মানুষের সাথে চ্যাট করে থাকি এবং বিভিন্ন ছবি বা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করে থাকি। অনেক সময় আমরা এই হোয়াটসঅ্যাপে আমাদের প্রিয় মানুষের সাথে চ্যাট করে থাকি।

আমরা যখন কারো সাথে চ্যাট করি তখন তা সাধারনত হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে থেকে যায়। যার কারণে কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ টি ওপেন করে তাহলে সে আমাদের প্রিয়জনের চ্যাট গুলো দেখে যেতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, এই চ্যাট যদি আপনি হাইড করে রাখেন তাহলে কেমন হয়?

এখন আপনি হয়তো ভাবছেন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট করব। চিন্তার কারণ নেই আমি আপনাকে বলে দিচ্ছি সমাধান। আমি এখন আপনাকে যেভাবে বলবো আপনি সেভাবে কাজ করলে আপনার চ্যাট হাইড হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই।

নতুন টিপস: হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখার উপায়

প্রথমে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ টি ওপেন করে নিন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর সাধারণত আপনি আপনার চ্যাট লিস্ট সম্পূর্ণ দেখতে পাবেন। এবার আপনি কোন চ্যাটটি হাইড করতে চান সেটি সিলেক্ট করে নিন। এর জন্য আপনি যার চ্যাট হাইড করতে চান তার নামের উপর ক্লিক করে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন। তাহলে আপনি উপরে কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর মধ্য থেকে উপরের ডান পাশের দ্বিতীয় অপশনটিতে খেয়াল করুন। এখানে বক্সের মত একটি আইকন আছে। এটি হলো আর্কাইভ আইকন। এখন এই বক্স এর উপর ক্লিক করে নিন। তাহলে দেখুন আপনার চ্যাট হাইট হয়ে গেল। মূলত এই হাইড করা বলতে বোঝায় চ্যাট আর্কাইভ করে রাখা। কারণ সরাসরি চ্যাট হাইড করা যায় না। এমন কোনো সুযোগ হোয়াটসঅ্যাপে নেই। তবে আর্কাইভ করে রাখলে চ্যাটটি আপনার চ্যাট লিস্টে থাকবে না। তাই অনেকেই আপনার চ্যাটটি খুঁজে পাবেনা। কারণ অনেকে হয়তো আর্কাইভ ফোল্ডারটি খেয়াল করবে না।

একটা কথা বলে নিই। আপনি যখন ওই চ্যাটটি আর্কাইভ করে দিবেন অর্থাৎ ঐ বক্স এর উপর ক্লিক করে দেবেন তখন দেখবেন চ্যাটলিস্ট এর উপরে আর্কাইভ নামে একটি অপশন চলে এসেছে। মূলত এটি একটি ফোল্ডারের মত হবে। এই আর্কাইভ ফোল্ডারে আপনার চ্যাটিটি রয়েছে। অর্থাৎ সরাসরি আপনার চ্যাট লিস্টে ওই চ্যাটটি থাকবে না কিন্তু আর্কাইভ ফোল্ডারে চলে যাবে। এবার আপনি যদি ওই চ্যাট আবার ফিরিয়ে আনতে চান তাহলে এই আর্কাইভ  ফোল্ডার এ ঢুকুন। এই আর্কাইভ ফোল্ডারে ঢোকার পর দেখবেন আপনি যে চ্যাটটি হাইড করেছেন এটি এখানে রয়েছে। এবার এই চ্যাটটি যদি আপনি আবার ফিরিয়ে আনতে চান তাহলে আবার এই চ্যাটের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন। তাহলে দেখুন উপরে আবার আর্কাইভ আইকন তথা বক্সটি দেখা যাচ্ছে। ওই বক্স আইকনের উপর ক্লিক করুন। তাহলে আপনার চ্যাট আবার আগের মত স্বাভাবিক হয়ে চ্যাট লিস্টে চলে যাবে।

এখানে আরেকটি কথা বলে রাখি। আপনি যদি কোন চ্যাট আর্কাইভ করে রাখেন এবং আর্কাইভ থাকা অবস্থায় সে যদি আপনাকে মেসেজ পাঠাই আপনি মেসেজটি সরাসরি আপনার চ্যাট লিস্টে পাবেন না। ওই আর্কাইভ বক্স এর মধ্যেই মেসেজটি আসবে। আপনি যদি মেসেজটি দেখতে চান তাহলে আর্কাইভ বক্স থেকে মেসেজটি দেখতে হবে। তবে আপনি যদি আবার আনহাইড করতে চান তাহলে ওইখান থেকে আনআর্কাইভ করে নিতে পারবেন।

এটাই ছিল আমার পোষ্টের মূল বিষয়। এই পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে কোনো গুরুত্বপূর্ণ চ্যাট সাময়িক হাইড করে রাখতে পারেন। নিয়মিত এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের নতুন নতুন টিপস খুব দ্রুত পেতে চাইলে আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোতে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ