Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হোয়াটসঅ্যাপ ও ইমু এবং মেসেন্জারে ডিলিট করা মেসেজ দেখার উপায়

হোয়াটসঅ্যাপ, ইমু ও মেসেন্জার ব্যবহারকারির জন্য আমার এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। কারন এখানে আমি দারুন একটি টিপস এন্ড ট্রিকস শেয়ার করতে যাচ্ছি। যা whatsapp বা imo বা মেসেন্জার user হিসেবে প্রত্যেকের জন্য জরুরী। তাই মনোযোগ দিয়ে পড়ে নিন।

read-whatsapp-deleted-message

আমার এই পোস্টে আপনাদের বলব কিভাবে হোয়াটসঅ্যাপ সহ ইমু বা মেসেন্জারে অন্যের ডিলিট করা মেসেজ পুনরায় পড়া যায়। বর্তমানে আমরা সবাই কম বেশি সোসাল অ্যাপ ব্যবহার করি। শুধু নির্দিষ্ট কোন দেশে নয় বরং সারা বিশ্বে এগুলোর জনপ্রিয়তা রয়েছে। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে আপনি হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে অনেকে মেসেজ দিয়ে আমরা Seen করা বা দেখার আগেই ডিলেট করে দেয়। তখন আমরা এটি পড়তে পারি না। কিন্তু আমাদের মনে কৌতুহল জাগে, সে আমাকে কি মেসেজ দিয়েছিল যা সে ডিলিট করে দিয়েছে। আপনার এই কৌতুহল আর থাকবে না। এখন থেকে আপনি জানতে পারবেন সে আপনাকে কি মেসেজ দিয়েছিল। হ্যাঁ, সে ডিলেট করে দিলেও জানতে পারবেন। আমার এই লেখনিতে আপনাকে তার সমাধান দেখাবো।

নতুন টিপস: হোয়াটসঅ্যাপের জন্য ইমোজি বানানোর উপায়

আপনি যদি হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখতে চান তাহলে আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। অ্যাপস টির নাম হল WAMR App। আপনি গুগল প্লে স্টোরে এই অ্যাপসটির নাম লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর play store থেকে অ্যাপসটি ইন্সটল করে নিন। অ্যাপসটি ইন্সটল হয়ে যাওয়ার পর অ্যাপস টি ওপেন করুন।

অ্যাপসটি যখন ওপেন করবেন তখন আপনি অ্যাপসটির ইন্টারফেস দেখতে পাবেন। তবে প্রথমবার এটি ওপেন করলে এখানে কতগুলো সেটিংস করে নিতে হবে। প্রথমে একটি Disclaimer দেওয়া থাকে। এটা আপনাকে এক্সেপ্ট করে নিতে হবে। এরপর ডান পাশের তীর আইকনে ক্লিক করুন। এবার আপনাকে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপস দেখাবে। এখান থেকে আপনি যে অ্যাপস এর ডিলিট করা মেসেজ দেখতে চান অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা ইমু বা ফেসবুক সিলেক্ট করে দিন। আপনি চাইলে তিনটি অ্যাপ একসাথে যুক্ত করতে পারেন।

আরো পড়ুন: Whatsapp Chat Lock করার উপায়

এই অ্যাপস গুলো সিলেক্ট করার পর পাশে যে তীর চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন। তারপর কিছু সেটিংস চালু করে দিতে হবে। সেটিংস গুলো চালু করে দেয়ার পর আপনার অ্যাপ টি সম্পূর্ণভাবে ব্যবহার করার উপযোগী হয়ে যাবে। এখন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে এবং তা আপনি দেখার আগেই ডিলিট করে দেয় তাহলেও এই মেসেজটি সরাসরি আপনার অ্যাপটিতে চলে আসবে। আপনি WAMR App টি ওপেন করলে সে কি মেসেজ পাঠিয়েছিল এটা এখান থেকে দেখা যাবে।

এককথায়, কেউ আপনাকে মেসেজ পাঠালেন মেসেজটি আপনার ফোনে আসার সাথে সাথেই ঐ অ্যাপস এর মধ্যে জমা হয়ে যাবে। তাই সে যদি মেসেজটা ডিলিট করেও দেয় তাও আপনার এখানে এটি থেকে যাবে।

এভাবেই আপনি মূলত মেসেঞ্জার ইমো বা হোয়াটসঅ্যাপ ডিলিট করা মেসেজ গুলো পড়তে পারবেন। আপনার কাছে যদি আমার এই পোস্টটি উপকারী বলে মনে হয় তাহলে আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে সবার সাথে শেয়ার করুন। এমন আরও টিপস নিয়মিত পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ