অন্যের ফোন কল নিজের ফোনে আনতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে আমি আলোচনা করেছি কিভাবে আপনি অন্যের মোবাইলের কল বা এসএমএস নিজের মোবাইলে নিয়ে আসবেন খুব সহজেই। কোন কোড ছাড়াই। একটা ফোন কল করো আর দেখো মজা।
আমরা প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে থাকি বিশেষ করে কল করা অর্থাৎ কথা বলার জন্য। বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন কাজে অন্য একটি সিমের কল আরেক সিমে নিয়ে আসতে চাই। কিন্তু অনেকেই তা করতে পারর না। আপনি হয়তো কল ডাইভার্ট বা ফরওয়ার্ড (to divert calls) সম্পর্কে জানেন। তবুও বলছি এটা এমন একটি সেটিংস যার মাধ্যমে আপনি চাইলে খু্ব সহজেই কাজটি করতে পারবেন।
আপনি যদি মনে করেন আপনার পরিচিত কারো সিমের কল বা মোবাইলের এসএমএস আপনি নিজের ফোনে আনতে পারবেন। তা সহজেই করতে পারবেন। এই উপায়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন। তা হলো- ধরুন আপনার একটা সিম আছে যেটি আপনার খুব দরকার এবং বর্তমানে এটি বন্ধ আছে। আবার এটা ফোনে লাগানো সম্ভব না। কারন আপনার ফোনে যে সিমগুলো লাগানো আছে ওইগুলোও দরকারি। এখন আপনি চাইলে উক্ত কল সেটিংসটি (call settings bangla) অনুসরণ করে ওই বন্ধ সিমের কলগুলো আপনার সচল থাকা অর্থাৎ চালু থাকা সিমে নিয়ে আসতে পারবেন। কেউ যদি আপনাকে ওই সিমে কল করে আপনার সেই ইনকামিং কল আপনার চালু থাকা সিমে আসবে যদিও আপনার সিমটি বন্ধ থাকবে।
আপনি এটি করতে পারবেন শুধুমাত্র কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং (to forwarding calls settings) এর মাধ্যমে। এন্ড্রয়েড এবং বাটন মোবাইলে আপনি অন্যের ফোন কল নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে জেনে নিই কিভাবে কি করতে হবে। প্রথমে আপনার ফোন থেকে কল সেটিংস অপশনটি বের করে নিন। আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারি হয়ে থাকেন তাহলে আপনার ডায়াল প্যাডটি ওপেন করে সেখানে নিচের তিনটি বিন্দুতে ক্লিক করে কল সেটিংস পেয়ে যাবেন। আবার যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে আপনি সেটিংস অপশনে গেলে কল সেটিংস পেয়ে যাবেন। একটা কথা বলে রাখি বিভিন্ন ফোন অনুযায়ী এই সেটিংসগুলো ভিন্ন হতে পারে।
কল সেটিংস(call settings) খুঁজে নেয়ার পর আপনি কোন সিমে অন্যের কল নিজের ফোনে আনতে চান ওই সিমটির সেটিংসে ঢুকুন। এখানে অনেক সেটিংস পাবেন। এখান থেকে আপনি "কল ফরওয়ার্ডিং" বা "কল ডাইভার্ট" অপশনে যান। এবার এখানে আরো কিছু সেটিংস পাবেন। সেটিংস গুলে নিচে দেয়া হলো
Always Forward
এই অপশনটির মানে হলো আপনার ওই বন্ধ থাকা বা প্রিয় মানুষের সিমে যত কল আসবে সব আপনার সিমে অর্থাৎ আপনার মোবাইলে চলে আসবে। বন্ধ সিমে কোন কল আসবে না। এই সেটিংস করে একটা ফোন কল করো আর দেখে নিন কি হয়।
When Busy
এই অপশনটি চালু করলে ওই সিমটিতে ইনকামিং কল আসলে এবং কলটি কেটে দিলে তখন ওই কলটি আপনার মোবাইলে চলে আসবে।
When Unanswered
এই সেটিংসটির অর্থ হলো ওই সিমটিতে কল আসলে এবং যদি কলটি কেউ রিসিভ না করে তাহলে তা আপনার নাম্বারে চলে আসবে।
When Unreachable
এই সেটিংসটির কাজ হলো ওই সিমটিতে যদি কোন কারনে কল না আসে (যেমন- নেটওয়ার্ক সমস্যার কারনেও অনেক সময় মোবাইলে কল আসেনা) তখন কলটি আপনার মোবাইলে চলে আসবে।
এবার আপনি আপনার ইচ্ছানুযায়ী একটি কল সেটিংস (call settings) চালু করে নিন আর অন্যের কল নিজের মোবাইলে নিয়ে আসুন। আপনি যদি টিপসটি ভিডিওতে দেখতে চান তাহলে নিচের ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি অন্যের কল নিজের ফোনে আনবেন।
এই কল ডাইভার্ট (call divert) বা কল ফরওয়ার্ডিং (call forwarding) এর মাধ্যমে পারবেন আপনার প্রিয়জনের কল বা বন্ধ সিমের কল নিজের ফোনে নিয়ে আসতে। এই টিপসটি আপনার ভালো লাগলে এবং উপকারি বলে মনে হলে সবার সাথে শেয়ার করুন।
21 মন্তব্যসমূহ
এমন কি হতে পারে যে, অন্যের নাম্বারে কল আসার সাথে সাথে আমার নাম্বারে কল আসবে। এবং তারা যে কথা বলে আমি সেগুলো শুনতে পাবো?
উত্তরমুছুনআপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যেটি জানতে চাচ্ছেন এমন কোন উপায় এই মুহুর্তে আমার জানা নাই। পরে কখনো জানতে পারলে এই বিষয় নিয়ে পোস্ট করব।
মুছুনবেশ উপকারী
উত্তরমুছুনধন্যবাদ। এমন আরো টিপস পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।
মুছুনঠিক বুঝলাম না।এতে তো আমার ফোনে যত কল আসবে তা অন্য নম্বরে চলে!যাবে।
উত্তরমুছুননা ভাইয়া আপনার সিমটি যদি কারো নাম্বারে call divert করে রাখেন তাহলে ওই সিমের কল আপনার ফোনেই আসবে। আপনার গুলো অন্য নাম্বারে যাবে না। আপনি পোস্টটি সম্পূর্ণ আবার পড়ে নিন। তাহলে বুঝতে সমস্যা হবে না।
মুছুনপ্রিয়জনের কার সাথে কথা বলে এটার কল এবং ম্যাসেজ আমার ফোনে দেখার নিয়ম কি যাতে সেও টের না পাই এদিক থেকে আমার ও জানা হয়ে যাবে সারাদিন কল অথবা ম্যাসেজ অন্য মানুষের সাথে করে কিনা জানা থাকলে প্লিজ বলুন
উত্তরমুছুনহ্যাঁ, জানতে পারবেন। অন্যের কল লিস্ট দেখার নিয়ম বিষয়ে আমার একটি পোস্ট আছে। আপনি এটি দেখতে পারেন।
মুছুনঅন্য ফোনের পাসওয়ার্ড দেয়া থাকলে কি করে তা জানা যায়
মুছুনদুঃখিত ভাইয়া, আপনার কথা বুঝতে পারলাম না। দয়া করে আপনার সমস্যাটি ক্লিয়ারলি বলবেন?
মুছুনঅতীতের কল রেকর্ডিং বের করার কোন উপায় আছে কি
উত্তরমুছুনদুঃখিত, এমন কোন টিপস আমার জানা নেই। যদি জানতে পারি তাহলে পোস্ট করব। ধন্যবাদ।
মুছুনভাইয়া প্রিয়জন যাকে মেসেজ দেয় সে মেসেজগুলি যেন আমার ফোনেও আসে আমি যেন সেগুলো পড়তে পারি।প্রিয়জনের কাছে বাটন ফোন।এমন হবেকি
উত্তরমুছুনদুঃখিত ভাইয়া এমন কোন সিস্টেম নেই।
মুছুনআচ্ছা ভাই মনে করেন এমন কি কোন সিস্টেম আছে যে আমি একটি নাম্বারে ডাইভেট করলাম, যেই নাম্বারের সাথে ডাইভেট করলাম ওই নাম্বারে যা কল আসবে,তা আমার এইখানে আসবে আবার এই কল তার ফোনেও যাবে সে যেন বুঝতে না পারে যে আমি তাদের কথা শুনতেছি
উত্তরমুছুননা ভাইয়া এমন কোন সিস্টেম নাই। কল ডাইভার্ট করলে ওই নাম্বারের কল আপনার কাছেই আসবে। ওই নাম্বারে আসবে না।
মুছুনআমার ফোনে অন্য একজনের কল আসে।আমি এটার জন্য খুব ই চিন্তিত।আমি চাইনা অন্য এক সিমের কল আমার সিমে আসুক।সে জানিনা কি অপশন চালু করছে।তাই তার কাছে আসা কলগুলো আমার কাছে আসে।এতে আমি খুব বিরক্তিবোধ করছি।আমি এর থেকে রক্ষা পেতে চাই।আপনি দয়া করে আমাকে হেল্প করেন।কিভাবে আমি এই সমস্যার সমাধান করতে পারি?
উত্তরমুছুনআপনি ওই সিমের কল ডাইভার্ট অপশনটি বন্ধ করে দিন। তাহলে ওই সিমের কল আপনার ফোনে আসবে না।
মুছুনsms dekar kono system ace ki
উত্তরমুছুননা। sms দেখার কোন সুযোগ নাই।
মুছুনDownload latest or New MP3 songs from igmp3.xyz
উত্তরমুছুনআপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।