Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

জেনে নিন কিভাবে ফোনের সকল অ্যাপ আপডেট করে মোবাইলের স্পীড বাড়াবেন | Play Store App Update

পোস্ট টাইটেল দেখে আপনি হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তাই আপনার এই বিষয়টি যদি জানা থাকে তাহলে ভালো। অনেকে হয়তো ভাববেন এটা কি আর টিপস হলো? হ্যাঁ, আপনার জন্য এটা কিছু না। কিন্তু অনেকে এই বিষয়টি জানে না। তাদের জন্য এই পোস্টটি অনেক হেল্পফুল হবে। তাই পোস্টটি করলাম।

playstore-app-update-settings

বর্তমান Smart Phone এর যুগে আমরা বেশির ভাগই কোন না কোন স্মার্ট মোবাইল ব্যবহার করি। আর আমাদের এই মোবাইল গুলোতে অনেক Apps ব্যবহার করি। কারন আমাদের মোবাইলের সকল কাজই অ্যাপ ভিত্তিক। মোবাইলের সকল কাজই বিভিন্ন অ্যাপ দিয়ে করতে হয়।

অ্যাপ আপডেট কি

এখন কথা হলো mobile app update কি এবং কেনইবা আপনি আপনার মোবাইলের অ্যাপ আপডেট করবেন? তাহলে বলে নিই আসল কাহিনী। প্রত্যেক অ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাপগুলো প্রতিনিয়ত app update বা উন্নত করতে চাই এবং করেও থাকে। সাধারনত প্রত্যেকে চাই তার অ্যাপটি মোবাইল ব্যবহারকারির কাছে সহজ ও আকর্ষনীয় হোক। তাই তারা প্রতিনিয়ত চেষ্টা করে নতুন নতুন ফিচার বা সুবিধা তাদের অ্যাপে যুক্ত করতে। আর যখনি তারা কোন না কোন ফিচার তথা new app feature বা সুবিধা যুক্ত করবে তা আপডেট হিসেবে পরিচিত হয়।

আপনি ভাবছেন তারা যে অ্যাপটি আপডেট করেছে তা আপনি কিভাবে জানবেন। চিন্তার কারন নেই। কোন অ্যাপ কর্তৃপক্ষ যদি কোন আপডেট নিয়ে আসে তাহলে তা আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর বা Google play store সাহায্যে জানতে পারবেন। তার জন্য আপনার কাজ হবে প্রতি নিয়ত আপনার ফোনে থাকা প্লেস্টোর বা app store ঢুকে দেখা।

App Update এর সুবিধা

এবার আপনাকে বলব মোবাইলের অ্যাপগুলো আপডেট করে নিলে আপনার কি লাভ হবে। হ্যাঁ, আপনার অবশ্যই লাভ হবে। কারর আপনি যখন অ্যাপটি আপডেট করে নিবেন তখন থেকে আপনি ওই অ্যাপটিতে যুক্ত হওয়া নতুন ফিচার বা সুবিধাটি ভোগ করতে পারবেন। আবার আরেকটি বড় সুবিধা হলে আপনি যদি অ্যাপগুলো প্রতিনিয়ত আপডেট করে নেন তাহলে আপনার মেবাইলের গতি অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়া আরো কিছু সুবিধাতো আছেই। তাই প্রত্যেক মোবাইল ব্যবহারকারির উচিত তার এন্ড্রয়েড বা আইফোনে (android or iphone app) থাকা সকল অ্যাপ প্রতিনিয়ত আপডেট করে নেওয়া।

কিভাবে App Update করতে হয়

এখন আপনাদের বলব কিভাবে আপনি অ্যাপ গুলো আপডেট করবেন। সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু করুন। কারন অ্যাপ আপডেট করার জন্য আপনার মোবাইলে এমবি খরচ হবে। ডাটা চালু করার পর আপনার ফোনে গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন। এটি ওপেন করার পর উপরে বাম পাশে তিনটি দাগে ক্লিক করুন। এখানে আপনাকে অনেক সেটিংস দেখাবে। এই সেটিংসগুলো থেকে সবার উপরে My Apps & Games অপশনটিতে ক্লিক করুন। 

app-update-settings

তাহলে ফোনের যে App update আসবে তা দেখতে পাবেন। এখানে আপনি Update All এ ক্লিক করলে সব অ্যাপ অটো আপডেট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে একটি একটি করে প্রত্যেকটি অ্যাপ আপডেট করতে পারবেন। প্রতিটি অ্যাপ এর নামের পাশে Update লেখা থাকবে। তবে Update All এ ক্লিক করলে আপনাকে বার বার একটা একটা আপডেট করতে হবে না। 



যদি আপনার ফোনের অ্যাপসের কোন আপডেট এই মহূর্তে না থাকে তাহলে ওইখানে বলে দিবে যে কোন আপডেট নাই। তাহলে আপনি পুনরায় ১দিন বা ২ দিন পর আবার চেক করুন। এভাবে চেক করে আপডেট করে নিবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি google play store app বা গুগলের কোন কিছু ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি গুগল একাউন্ট বা জিমেইল আইডি দিয়ে লগ ইন করা থাকতে হবে। নয়তো অ্যাপ আপডেট সহ গুগলের দরকারি কাজ গুলো করতে পাবেন না।

এভাবেই আপনি পারবেন খুব সহজেই আপনার অ্যাপগুলো আপডেট করে নিয়ে নতুন নতুন সব ফিচার বা সুবিধা ভোগ করতে এবং ফোনের স্পীড বাড়িয়ে নিতে।

প্রতিনিয়ত এমন আরো দরকারি সব মোবাইল টিপস পেতে আমাদের সাথে থাকুন এবং পোস্ট গুলে ফেসবুক সহ আপনার অন্যান্য সোসাল সাইটে শেয়ার করে রাখুন। যাতে পরবর্তীতে প্রয়োজনে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ