এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ফেসবুক মেসেন্জারে সিক্রেট চ্যাট কি ও কিভাবে সিক্রেট চ্যাট চালু করা যায়। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন।
বর্তমানে ফেসবুক মেসেন্জারর কে না ব্যবহার করে। আমরা সবাই কম বেশি ফেসবুক মেসেন্জার ব্যবহার করি। মেসেন্জারের ব্যবহার আরো গুরুত্বপূর্ন করার জন্য বিভিন্ন সময় নতুন নতুন ফিচার যুক্ত হয় মেসেন্জারে।
এমনি একটি গুরুত্বপূর্ন ফিচার বা বৈশিষ্ট হলো সিক্রেট চ্যাট। অনেকেই হয়তো এই ফিচার সম্পর্কে জানেন। কিন্তু অনেকেই জানেন না। আপনি যদি না জেনে থাকেন তাহলে এই পোস্ট আপনাকে অনেক সাহায্য করবে। আর দেরি না করে চলুন জেনে নিই বিস্তারিত।
মেসেন্জার সিক্রেট চ্যাট কি?
মেসেন্জার সিক্রেট চ্যাট হলো এমন একটি ফিচার যার সাহায্যে আপনি কোন ব্যক্তির সাথে গোপন চ্যাট করতে পারবেন। সিক্রেট মেসেজ চালু করার পর আপনি কাউকে কোন চ্যাট পাঠানোর সাথে সময় নির্ধারন করে দিতে পারবেন। এতে করে উক্ত ব্যক্তি মেসেজটি দেখার পর আপনি যে সময় সেট করেছেন তা ওই সময়ের মধ্যে অটোমেটিকেলি ডিলিট হযে যাবে। সিক্রেট চালু করলেও আপনার আগের চ্যাট সব ঠিক থাকবে।
অর্থাৎ আপনি উক্ত ব্যক্তির সাথে আগে যা চ্যাট করেছেন তা ঠিক থাকবে। তারমানে আপনি যখন সিক্রেট চ্যাট চালু করবেন তখন আপনার আরেকটি সিক্রেট চ্যাট চালু হবে। এখানে চ্যটলিস্টে আপনি ওই ব্যক্তির নামে দুটি চ্যাট পাবেন। একটি হলো সিক্রেট চ্যাট অন্যটি হলো স্বাভাবিক চ্যাট। সিক্রেট চ্যাটে ছবির পাশে একটি তালা চিহ্ন দেখতে পাবেন। এবার আপনি স্বাভাবিক চ্যাট করার জন্য স্বাভাবিক চ্যাট ওপেন করুন আর সিক্রেট চ্যাট করার জন্য সিক্রেট চ্যাট ওপেন করুন।
কিবাবে সিক্রেট চ্যাট চালু করবেন
এতক্ষণ আমরা জেনে নিলাম সিক্রেট চ্যাট কি। এবার জেনে নিব কিভাবে সিক্রেট চ্যাট চালু করব। প্রথমে আপনি যার সাথে সিক্রেট চ্যাট করতে চান মেসেন্জারে তার চ্যাটে ঢুকুন। তারপর উপরে ডানপাশের আই বাটনে ক্লিক করুন। তাহলে কিছু অপশন পাবেন। এখান থেকে Go to secret conversation অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি নতুন চ্যাট আসবে। এখানে প্রথমে নিচে (মেসেজ লেখার বক্সের পাশে) খেয়াল করুন ঘড়ির মত একটি আইকন আছে। এটাতে ক্লিক করুন। তাহলে আপনি কিছু সময় দেখতে পাবেন। এখান থেকে পছন্দের সময়টি সিলেক্ট করে দিন। আপনি সময়টি সিলেক্ট করবেন ওই সময় এর পরেই আপনার মেসেজটি অটোমেটিকেলি ডিলেট হয়ে যাবে। এবার আপনি যা মেসেজ পাঠাবেন তা ই নির্দিষ্ট সময় পর ডিলেট হযে যাবে। আবার আপনি চাইলে এই স্বাভাবিকভাবে চ্যাট করতে পারবেন।
এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। এছাড়াও নিয়মিত পোস্ট আপডেট পেতে আমাদের সোসাল প্রোফাইলে আমাদের ফলো করুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।