Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

আপনার মেসেন্জারের স্টোরি কে বা কারা দেখবে সিলেক্ট করে দিন | Facebook Messenger Story Customisation

আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে মেসেঞ্জারের দারুন একটি টিপস দেখাব। এই টিপসটি দেখে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করা স্টোরির দর্শক সিলেক্ট করে দিতে পারবেন।

facebook-messenger-story-customisation

বর্তমানে আমরা সবাই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি। ফেসবুক মেসেঞ্জার এর চমৎকার ফিচারগুলো আমাদের অনেক আকর্ষণ করেন। এমন একটি ফিচার হল মেসেন্জার স্টোরি কাস্টমাইজেশন। আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন স্টোরি শেয়ার করে থাকি।

আমরা যখন আমাদের ফেসবুক মেসেঞ্জারে কোন স্টোরি শেয়ার করে থাকি তখন এটি সাধারণত আমাদের ফেসবুকে থাকা সকল ফ্রেন্ডরাই দেখতে পাই। কিন্তু আপনি চাইলে স্টোরি কাস্টোমাইজেশনের মাধ্যমে আপনার স্টোরির দর্শকদের সিলেক্ট করে দিতে পারেন।

আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি যদি আপনার মেসেঞ্জারে স্টোরি কাস্টমাইজ করতে চান তাহলে প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করে নিন। তারপর উপরে বাম পাশে আপনার যে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এটাতে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে নামুন। এখানে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এখান থেকে স্টোরি অপশন এ ঢুকুন। এই স্টোরি অপশনে ঢুকলে আপনি কিছু সেটিংস দেখতে পাবেন। এগুলোর মাধ্যমেই আপনি আপনার ম্যাসেঞ্জারের স্টোরি কাস্টমাইজ করতে পারবেন।

প্রথমে যে অপশনটি আছে এটি হলো পাবলিক। এটি যদি পাবলিক করা থাকে তাহলে আপনার স্টোরিটি সবাই দেখতে পাবে। এমনকি আপনার ফেসবুক ফ্রেন্ড না এমন ব্যক্তিও দেখতে পারবে। তারপরের সেটিংস হলো Friends Only। এই অপশনটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার মেসেঞ্জারে স্টোরিটি শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডরাই দেখবে। আপনার ফেসবুক ফ্রেন্ড না এমন কেউ দেখতে পাবে না।

এর পরের অপশনটি হল কাস্টম। এই অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার স্টোরিটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারবেন। ধরুন আপনি আপনার কোনো ফেসবুকের স্টোরি কোন একজন ফ্রেন্ড বা কয়েকজন ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চান। এবং আপনি চান যে অন্যরা যাতে এই স্টোরিটি না দেখে। তাহলে আপনি এ কাস্টম অপশনটি বাছাই করুন। এ কাস্টম অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক ফ্রেন্ডদের একটি তালিকা পাবেন। এখান থেকে আপনার কোন ফ্রেন্ডের সাথে আপনি স্টোরি শেয়ার করতে চান তাকে সিলেক্ট করে দিন। তারপর উপরে Save বাটনে ক্লিক করে বের হয়ে যান। এবার আপনি যদি ফেসবুক মেসেন্জারে কোন স্টোরি শেয়ার করেন তাহলে ওই স্টোরিটি শুধুমাত্র আপনার সিলেক্ট করা ব্যক্তি বা ব্যক্তিরাই দেখতে পাবে।

আবার আপনি যদি ভেবে থাকেন আপনার সকল ফ্রেন্ড আপনার স্টোরি দেখবে শুধুমাত্র কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি কে আপনি আপনার এ স্টোরি দেখাতে চান না তাহলে আপনি Friends Only অপশনটি সিলেক্ট করুন। তারপর নিচে দেখুন একটি লেখা আছে Hide Story From। এবার এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখাবে। আপনি যার থেকে আপনার এ স্টোরি হাইড করতে চান তাকে সিলেক্ট করে দিন। এরপর উপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিন। ব্যাস আপনার কাজ শেষ। এবার যদি আপনি কোন স্টোরি আপলোড করেন তাহলে এটি আপনার সিলেক্ট করা ব্যক্তি বা ব্যক্তিরা ছাড়া বাকি সবাই দেখতে পাবে।

এভাবে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার স্টোরি কাস্টমাইজ করে আপনার স্টোরির দর্শক সিলেক্ট করে দিতে পারবেন। পোস্টটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ