Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

চমৎকার একটি অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নিন | Automatic Call Recorder App

আপনি কি ভালো কোন অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ (aotumatic call recorder) খুঁজছেন বা অটো কল রেকর্ডিং অ্যাপ পাচ্ছেন না? তাহলে আমার এই পোস্টটি দেখুন। এ পোস্টের মাধ্যমে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন।

অটোমেটিক-কল-রেকর্ডিং

আমরা প্রতিনিয়ত মোবাইলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে থাকি। বিভিন্ন প্রয়োজনে আমাদের এই কল গুলো রেকর্ড করার দরকার হয়। তখন আমাদের মাথায় কল রেকর্ডার অ্যাপ এর কথা মনে আসে। যদিও কিছু কিছু মোবাইলে অটো কল রেকর্ডিং অ্যাপ বা সিস্টেম দেওয়া থাকে। কিন্তু অনেকের ফোনে এমন কোন সুযোগ থাকেনা। তাই তারা ভাল একটি অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ খুঁজে থাকেন।

অনেকে সবার কাছে জানতে চান সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? যদিও অনেকে ভাল মানের কোন একটি কল রেকর্ডার অ্যাপ পেয়ে যান। কিন্তু অনেকেই ভালো এপস খুঁজে পান না। আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে বহুল জনপ্রিয় একটি কল রেকর্ডিং অ্যাপ সম্পর্কে আলোচনা করব।

অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ

আমি যে অ্যাপটির কথা বলবো এটির নাম হল অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ। এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ। প্লে স্টোরের হিসাব অনুযায়ী ১০০ মিলিয়ন এর বেশি এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে। তাহলে বুঝতেই তো পারছেন একটি কত জনপ্রিয় একটি অ্যাপস। আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে অটোমেটিক কল রেকর্ডার সফটওয়্যার লিখে সার্চ করলে অ্যাপটি সবার প্রথমে পেয়ে যাবেন। তারপর অ্যাপটি ইন্সটল করে নিন।

ইনস্টল করার পর আপনার ফোন থেকে একটি ওপেন করুন। প্রথমবার ওপেন করতে গেলে এই অ্যাপস এর মধ্যে অনেকগুলো অনুমতি চাইবে। তাই এগুলো তে সম্মতি মানে yes করে দিন। এবার এই অ্যাপটি ওপন হয়ে যাবে। তারপর নিচে ডান পাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগের উপর ক্লিক করে আপনি কিছু অপশন পাবেন। এখান থেকে সেটিংসে ঢুকুন। সেটিংসে ঢোকার পর আপনি আরো অনেকগুলো অপশন পাবেন।

প্রথম অপশনটি হল Record Calls। এই অপশনটি চালু করে দিন। এই অপশনটি যদি বন্ধ থাকে তাহলে আপনার কল রেকর্ডিং হবে না। দ্বিতীয় নাম্বারে দেখুন Recording Mode নামে একটি অপশন আছে। এবার এই অপশনে ঢুকুন। এখানে প্রথমে অটোমেটিক অপশনটি চালু করে দিন। তারপরে দেখুন Record Contacts নামে একটি অপশন আছে। এটা চালু করে দিলে আপনার ফোনের সকল কল রেকর্ড হবে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোন নাম্বার এর কল রেকর্ড করতে চান তাহলে এটি বন্ধ করে দিন। তাহলে নিচে একটি সেটিংস পাবেন। এটি হলো Contacts to record। তার মানে আপনি যে নাম্বারটির কল রেকর্ড করতে চান এটি এখানে সেট করে দিন। তাহলে শুধু সিলেক্ট করা নাম্বার এর কলগুলোই রেকর্ড হবে।

এরপরের সেটিং হলো। Contacts to ignore। অর্থাৎ আপনি চাইলে এই অপশনে গিয়ে আপনি যেসব কন্টাকটার নাম্বার এর কল রেকর্ড করতে চান না এগুলো সিলেক্ট করে দিতে পারেননি। এখানে আপনি যে নাম্বার গুলো সিলেক্ট করবেন এই নাম্বারগুলো থেকে কল আসলে কল রেকর্ডিং হবে না। এবার সবার নিচে দেখুন অটোমেটিক স্পিকের নামে একটি অপশন আছে। আপনাকে এই অপশনটি চালু করে দিতে হবে। এই অপশনটি যদি চালু করে দেন তাহলে আপনি যার সাথে কথা বলছেন তার কথাগুলো স্পষ্ট ভাবে রেকর্ড হয়ে যাবে।

এবার Record Calls সেটিং থেকে বের হয়ে আসুন। তাহলে আবার আগের মত সেটিংস অপশন গুলো পাবেন। এখানে Recording একটি অপশন পাবেন। এই রেকর্ডিং অপশনে ক্লিক করার পর আরো অনেকগুলো সেটিংস পাবেন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস গুলো করে নিতে পারেন। তবে লাউডস্পিকার যে সেটিংস টি আছে এটিতে ক্লিক করে ভলিউম ফুল করে দিন। তাহলে কল রেকর্ডিং স্পষ্ঠ হবে।

আপাতত এই অ্যাপসের সেটিংস শেষ। এবার আপনি কারো সাথে কথা বলার সময় তার কথাগুলো স্পষ্ট ভাবে আপনার ফোনে রেকর্ড হয়ে যাবে। আপনি যদি পরবর্তীতে এই রেকর্ডিং গুলো শুনতে চান তাহলে আপনার ইন্টারনাল মেমোরিতে কল রেকর্ডিং নামে একটি ফোল্ডার পাবেন। এই ফোল্ডারে গেলেই কল রেকর্ডিং গুলো আপনি তারিখ অনুযায়ী বিভিন্ন ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন।

এভাবে আপনি এই চমৎকার অটোমেটিক কল রেকর্ডার অ্যাপ বা সফটওয়্যার দিয়ে যে কারো কল রেকর্ডিং করে নিতে পারবেন খুব সহজেই। আমার এ পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ