Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

যেকোন সিমের কল লিস্ট বের করার উপায় জেনে নিন | All Sim Call List Check

যেকোন সিমের কল লিস্ট বের করার উপায় জানতে চান? তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন। কারণ এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে নিজের বা অন্যের কল লিস্ট দেখতে হয়। কল লিস্ট চেক অনলাইন

কল-লিস্ট-বের-করা

আমরা অনেক সময় নিজের বা অন্যের কল লিস্ট দেখতে চাই। আবার অনেকে ফোন নাম্বার দিয়ে প্রেমিকার কল লিস্ট বের করতে চাই। কিন্তু সবাই জানে না কিভাবে এটি করতে হয়। আপনি চাইলে রবি, এয়ার্টেল, গ্রামীন বা বাংলালিংক সিমের কল লিস্ট দেখতে পারবেন খুব সহজেই। নিচে ধাপে ধাপে আমি প্রত্যেকটি সিমের কল লিস্ট বের করার উপায় বলে দিচ্ছি।

রবি সিমের কল লিস্ট বের করার নিয়ম

আপনি যদি রবি সিমের কল লিস্ট বের করতে চান তাহলে আপনাকে My Robi App ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর থেকে প্রথমে মাই রবি অ্যাপস টি ইন্সটল করে নিন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। এবার এখানে আপনাকে কোন রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে। তাই আপনি যার কল লিস্ট বের করতে চান তার মোবাইল দিয়ে লগইন করে নিন। এখানে আপনি যখন লগইন করতে যাবেন তখন ওই নাম্বারে একটি পিন কোড পাঠানো হবে। আপনাকে যেকোন ভাবে ওই পিন কোড টি সংগ্রহ করে নিতে হবে। পিন কোডটি নিয়ে এখানে যখন লগইন করে ফেলবেন এরপর থেকে আর ঐ সিমের কোন প্রয়োজন হবে না। আপনি যদি অন্য কারো কল লিস্ট বের করতে চান তাহলে শুধুমাত্র তার নাম্বার থেকে পিন কোড টি কালেক্ট করে নিন। এরপর থেকে ওই সিম দিয়ে আর কোন কাজ করতে হবে না। এবার আপনি এই অ্যাপের মধ্যেই ওই সিমের সবকিছু পেয়ে যাবেন।

লগইন করার পর আপনি সরাসরি ওই অ্যাপটির হোম এ চলে আসবেন। এখানে আপনি ওই সিমে কত টাকা ব্যালেন্স আছে, কত মিনিট আছে বা কত এমবি ইন্টারনেট আছে সব দেখতে পাবেন। এরপর একটু নিচে খেয়াল করুন quick links নামে একটি অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে। আপনি আঙ্গুল দিয়ে এগুলোকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যান। এখানে  call history নামে একটি অপশন পাবেন। এবার এই অপশনে ঢুকুন। এখানেই আপনি পেয়ে যাবেন নিজের বা অন্যের ফোনের কল লিস্ট। এখানে ধাপে ধাপে সব কিছু দেওয়া আছে। প্রথমে আপনাকে কল গুলো দেখাবে। অর্থাৎ এই সিমে কারা কল করেছিল বা কোন নাম্বারে ফোন করা হয়েছিল এগুলো সব দেখাবে। এর পাশের ধাপে দেখাবে কতটুকু ইন্টারনেট খরচ হয়েছে। তার পাশের ধাপে দেখাবে কাকে এসএমএস করা হয়েছিল বা কোন নাম্বার থেকে এসএমএস এসেছিল। এভাবে আপনি খুব সহজে রবি সিমের কল লিস্ট বের করতে পারবেন।

এয়ারটেল কল লিস্ট বের করার নিয়ম

এবার আপনাকে এয়ারটেল সিমের কল লিস্ট বের করার নিয়ম সম্পর্কে বলবো। এর জন্য আপনাকে প্রথমে মাই এয়ারটেল অ্যাপ টি ইন্সটল করে নিতে হবে। তারপর রবি সিমের মতো এয়ারটেল সিমেও যেকোন এয়ারটেলের সিমের কল লিস্ট বের করে নিতে পারবেন। শুধুমাত্র কললিস্ট নয় আপনি চাইলে এখান থেকে জানতে পারবেন কোন নাম্বারে মেসেজ করা হয়েছিল বা কোন নাম্বার থেকে মেসেজ এসেছিল। এছাড়াও এই সিমে ব্যবহার করা ইন্টারনেট ডাটা সম্পর্কেও তথ্যটি পাবেন। এখানে আরেকটি কথা বলে রাখি। এখানে আপনি চাইলে একের অধিক মোবাইল নাম্বার অ্যাড করে নিতে পারবেন। এর জন্য উপরে আপনার মোবাইল নাম্বারটি যেখানে দেখাবে ওই অপশনে ঢুকলে অ্যাড ইউজার একটি অপশন পাবেন। এখানে আপনি একের অধিক মোবাইল নাম্বার সেভ করে রাখতে পারবেন। প্রতিটি সিমে আপনি একইভাবে এ কাজগুলো করতে পারবেন। রবি আর এয়ারটেল সিমের কল লিস্ট বের করার নিয়ম একই। তাই বিস্তারিত বললাম না।

গ্রামীণফোন কল লিস্ট দেখার নিয়ম

আপনি যদি গ্রামীণফোন কল লিস্ট বের করতে চান তাহলে আপনাকে মাই জিপি এপস টি ব্যবহার করতে হবে। আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই my gp app টি ইন্সটল করে নিতে পারবেন। অ্যাপটি ইন্সটল হয়ে গেলে যে গ্রামীন সিমের কল লিস্ট বের করতে চান ওই নাম্বারটি দিয়ে লগইন করে নিন। লগইন করতে গেলে আপনাকে ওই নাম্বারে একটি পিন কোড পাঠানো হবে। আপনাকে যে কোনভাবে পিন কোড টি সংগ্রহ করে নিতে হবে। এবার পিন কোড দিয়ে লগইন করে নিন। লগইন করার সাথে সাথে আপনি ওই জিপি সিমের বিভিন্ন তথ্য দেখতে পাবেন। যেমন ঐ সিমের বর্তমান ব্যালেন্স এসএমএস এবং ইন্টারনেট ডাটা সহ আরো অনেক তথ্য। এরপর নিচে দেখুন আরও কিছু অপশন আছে। এখানে একটা অপশন পাবেন এটি হলো কল হিস্ট্রি। আপনি যদি এই কল হিস্ট্রি তে ঢুকেন তাহলে ওই সিম থেকে কাকে কল করা হয়েছিল বা কে ওই সিমে কল করেছিল বা কাকে ম্যাসেজ পাঠানো হয়েছিল বা কে মেসেজ পাঠিয়েছিল এখানে সব দেখা যাবে। অর্থাৎ আপনি চাইলে এখানে কল লিস্ট সহ এসএমএস লিস্টও চেক করে নিতে পারবেন।

বাংলালিংক কল লিস্ট দেখার নিয়ম

উপরের দেখানো নিয়মগুলো অনুসরণ করে একইভাবে আপনি বাংলালিংক সিমের কল লিস্ট দেখতে পারবেন। সবগুলোর নিয়ম একই। তাই আমি এটা সম্পর্কে আর কিছু বললাম না। অন্যান্য সিম এর মত বাংলালিংকে আপনি খুব সহজে মাই বাংলালিংক এপস ব্যবহার করে নিজের বা অন্যের ফোনের কল লিস্ট বের করে নেওয়া যায়।

যেহেতু প্রত্যেকটি সিমে এখনই নিয়মে কল লিস্ট বের করতে হয় তাই আমি এই পোস্টে রবি এবং গ্রামীণফোন দিয়ে সবগুলো সিমের সিস্টেম দেখিয়ে দিয়েছি। একজন সাধারণ গ্রাহক হিসেবে যেকোন সিমের কল লিস্ট বের করার এটি হলো একমাত্র উপায়। আমার এই পোস্টটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ