অফিসিয়াল মোবাইল চেনার উপায় নিয়েই এই পোস্ট। আপনার বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোনটি বা নতুন কিনতে যাচ্ছেন এই মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল তা imei দ্বারা আপনি একটি এসএমএসের মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারবেন। বর্তমান সময়ে এটি আপনার জানা অত্যন্ত জরুরী। তাই আমার এই পোস্টে আসল মোবাইল চেনার উপায় নিয়ে আলোচনা করব।
অফিসিয়াল বা আনঅফিসিয়াল মোবাইল কি?
আপনি এখন হয়তো ভাবছেন অফিসিয়াল বা আনঅফিসিয়াল মোবাইল কি? সাধারনত আমাদের দেশে যে মোবাইল গুলো আমরা পাই তরা বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে আসে। আর মোবাইল গুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হলে BTRC থেকে অনুমোদন নিতে হয় এবং কর দিতে হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কর ফাঁকি দেয়ার জনায অবৈধ পথে এসব মোবাইল নিয়ে আসে। যার কারনে দেশ বড় একটি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এটি সমাধানের জন্য BTRC তে একটি তথ্য ভান্ডার তৈরি করা হয়। যেখানে শুধু মাত্র অনুমোদনকৃত ফোনের তথ্য সংগৃহীত থাকবে এবং এগুলো হবে বৈধ মোবাইল। যেগুলোর অনুমোদন থাকবে না ওইগুলোর কোন ডাটা সংরক্ষিত থাকবে না এবং এগুলো অবৈধ মোবাইল বলে বিবেচিত হবে।
আনঅফিসিয়াল মোবাইলের সমস্যা
যদি মোবাইলটি অফিসিয়াল না হয় অর্থাৎ মোবাইলটি অনুমোদন না নিয়ে আমদানি করা হয় তাহলে এটি বিটিআরসি'র ঘোষণা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। তাই ২০২১ সালে নতুন মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন এটি অফিসিয়াল কিনা। নাহলে বিপদে পার সম্ভাবনা বেশি। পরের ধাপে আপনাকে বলব কিভাবে imei চেক করবেন।
কিভাবে মোবাইলের বৈধতা যাচাই করবেন (IMEI Check BD)
এবার বলব কিভাবে আপনি মোবাইলের বৈধতা যাচাই করবেন বা imei চেক করার উপায়। আপনি যদি জানতে চান আপনার পছন্দের মোবাইলটি বৈধ কিনা তাহলে ওই মোবাইল থেকে *#06# ডায়াল করুন। তাহলে আপনি উপরের মত ২টি কোড দেখতে পাবেন। আর এগুলোই হলো ওই মোবাইলের IMEI কোড। imei check iphone মানে আইফোনও একইভাবে দেখা যাবে। একটা কথা বলে রাখি, সকল মোবাইলের আইএমইআই কোড চেক করার জন্য আপনাকে *#06# ডায়াল করতে হবে। তারপর ওইখান থেকে কোডটি কপি করে নিয়ে আপনার যেকোন ফোনের ম্যাসেজ বক্সে লিখবেন KYD <> IMEI Code (যেমন: KYD 1234567890)। তারপর এটি পাঠিয়ে দিন ১৬০০২ নাম্বারে। কিছুক্ষণের মধ্যে আপনি একটি রিটার্ন মেসেজ পাবেন যেখানে আপনাকে বলে দিবে এটি BTRC এর ডাটাবেসে আছে কিনা। যদি থাকে তাহলে এটি বৈধ মোবাইল হিসেবে বিবেচিত হবে। এভাবে imei চেক করার নিয়ম অনুসরণ করুন।
শেষ কথা
অবৈধ মোবাইল দিয়ে কোন সমস্যা হোক বা না হোক একজন সচেতন নাগরিক হিসেবে আপনার উচিত বৈধ ফোন কেনা। কারণ মোবাইল আমদানিকারক বৈধভাবে ফোন কিনলে যে কতটুকু আদায় হবে তা আমাদের দেশের কাজে লাগবে। তাই কেনার সময় মোবাইল imei চেক করে দেখে নিন। আর বেশি কথা না বলে আমার পোস্টটি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই পোস্টটি যদি কাজের মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।