Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হোয়াটসঅ্যাপে কিভাবে ভয়েস মেসেজের মত ভিডিও মেসেজ পাঠাবেন

Whatsapp এর আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে অন্যতম একটি হল ভিডিও মেসেজ। এটি হোয়াটসঅ্যাপের চমৎকার একটি ফিচার। যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবে।

whatsapp video chat

হোয়াটসঅ্যাপ যে ভয়েস মেসেজ পাঠানো যায় তা সবাই জানে। কিন্তু এখন থেকে আপনি ভিডিও মেসেজও পাঠাতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ভয়েস মেসেজ এর পরিবর্তে ভিডিও মেসেজও কাউকে পাঠাতে পারবেন। আপনি সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও দিয়ে whatsapp chat মেসেজ পাঠাতে পারবেন। আমরা যখন কারো সাথে চ্যাট করি তখন ডান পাশে একটি ভয়েস মেসেজ পাঠানোর অপশন দেখতে পাই। আপনি যদি একটি সেটিংস করে নেন তাহলে এক ক্লিকে ভয়েস মেসেজ ও ভিডিও মেসেজ আইকন পরিবর্তন করে নিতে পারবেন এবং মুহূর্তের মধ্যে পাঠাতে পারবেন ভিডিও মেসেজ। তবে whatsapp web english এ এটি করা যায় না।


হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ অপশন চালু করা: Whatsapp Video Chat

আপনি যদি whatsapp video chat পাঠাতে চান তাহলে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে একটি আপডেট করে নিতে হবে। তারপর এখানে একটি সেটিংস চালু করে নিতে হবে। সেটিংসটি চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখার নিয়ম

১. আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন।

২. এবার উপরে ডান পাশে যে তিনটি বিন্দু আছে এই বিন্দুগুলোতে ক্লিক করুন।

৩. এবার Chats অপশনে আসুন।

৪. এখানে আপনি Instant video messages নামে একটি অপশন দেখতে পাবেন। তার পাশের বাটনটিতে ক্লিক করে এই অপশনটি চালু করে নিন।

সেটিংস চালু করার কাজ শেষ। এবার হলো ভিডিও মেসেজ কিভাবে পাঠাবেন তা জানার পালা।


হোয়াটসঅ্যাপে ভিডিও ম্যাসেজ পাঠানো

আপনি যদি হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় কাউকে ভিডিও মেসেজ পাঠাতে চান তাহলে প্রথমে উক্ত ব্যক্তির চ্যাট ওপেন করুন। চ্যাট ওপেন করলে যেখানে মেসেজ লেখা হয় তার ডান পাশে দেখুন একটি ভয়েস আইকন আছে। ভয়েস আইকনে আলতো ভাবে একবার ক্লিক করুন। তাহলে আপনি ভিডিও এখন দেখতে পাবেন। এই ভিডিও আইকনে চেপে ধরে রাখলে আপনি ৬০ সেকেন্ড পর্যন্ত কোন ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর আপনি উক্ত ব্যক্তিকে সেন্ড করতে পারবেন। ঠিক যেমনটা ভয়েস মেসেজে করা হয়। তবে whatsapp web english এর জন্য এটি প্রযোজ্য নয়।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সম্পর্ণ ছবি দেয়ার উপায়

whatsapp এর নিত্যনতুন এই ফিচারগুলো আমাদের অনেক উপকার করে থাকে। এসব ফিচারগুলো whatsapp কে করে তুলেছে আরো আকর্ষণীয়। WhatsApp video chat বাস্তবিক দিক দিয়ে অন্যতম একটি চমৎকার ফিচার। এই পোষ্টের মাধ্যমে আপনি আশা করি এর সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ