Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে পুরো ছবি আপলোড করার নিয়ম

হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। আমরা সবাই এটি ব্যবহার করি। কিছু টিপস আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরো সহজ করে তুলে। এই পোস্টে আমরা জেনে নিব কিভাবে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে পুরো ছবি আপলোড করব।

whatsapp dp full size

হোয়াটসঅ্যাপে পুরো ছবি আপলোড করার পদ্ধতি

সাধারনত আমরা যখন হোয়াটসঅ্যাপ প্রোফাইলে কোন ছবি আপলোড করি তা পুরো হয় না। দেখা যায়, ছবিটি এমনভাবে আপলোড হয় যেটা দেখতে ভালো লাগে না। কিন্তু আপনি চাইলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এর জন্য আমার দেখানো টিপস গুলো অনুসরন করুন। আমরা এই পোস্টের মাধ্যমে কয়েকটি টিপস জেনে নিব।

স্ক্রিনশট দিয়ে আপলোড

আমি প্রথমে জেনে নিব কিভাবে স্ক্রিনশট এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছবি আপলোড করবেন। বর্তমানে আমরা সবাই ছবি স্ক্রিনশট নিতে জানি। আপনি যে ছবিটি আপলোড করতে চান প্রথমে তা সিলেক্ট করে নিন। তারপর আপনার পছন্দানুযায়ী এটি zoom in বা zoom out করে বড় বা ছোট করে নিন। তারপর ক্রপ করে নিন। এবার এটি আপলোড করে দিন।

অ্যাপ দিয়ে আপলোড

বর্তমানে কিছু third party app আছে যা আপনাকে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে full photo আপলোড করতে সুযোগ দিবে। এমন অনেক অ্যাপ রযেছে। নিচে কয়েকটি অ্যাপ এর নাম বলে দিচ্ছি। এগুলো হলো-

SquareDroid

এই অ্যাপটির পুরো নাম হলো No Crop Square Pic SquareDroid। গুগল প্লে স্টোরে টি পাবেন। এটি ইনস্টল করার পর ওপেন করে আপনার ছবিটি দিন এবং প্রয়োজনীয় সকল ডিজাইন যেমন ইফেক্ট, কালার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ইত্যাদি করে নিন। তারপর এটি whatsapp dp তে আপলোড করুন।

MediaCorp

যেকোন সোসাল অ্যাপে পুরো ছবি আপলোড করার জন্য এটি অনেক জনপ্রিয় অ্যাপস। Google App store তথা প্লেস্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপটি পেযে যাবেন। তারপর এটি ইনস্টল করে নিন। এবার আপনার ছবিটি এই app দিয়ে সাইজ করে নিন। ব্যাস,  এবার ছবিটি ব্যবহার করুন।

Pic Collage Maker- GridPhoto

এটি আরেকটি বহুল ব্যবহৃত Photo Collage App। এটি দিয়ে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট সাইজের ছবি বানিয়ে ব্যবহার উপযোগি করে নিতে পারবেন।

Square Pic

এই অ্যাপটি গুগল playstore এ পাবেন। এটি দিয়ে খুব সহজেই যেকোন ছবি সাইজ করে নিতে পারবেন। তারপর উক্ত ছবি ব্যবহার করতে পারবেন। পনি যদি Whatsapp DP তে আপনার সম্পূর্ণ ছবি দিতে চান তাহলে এই অ্যাপটি পছন্দের তালিকায় রাখতে পারেন।

উপরের অ্যাপ গুলো ছাড়াও আরো অনেক অ্যাপ আছে। যা দিয়ে আপনি কাজটি করতে পারবেন। তবে উপরের যেকোন একটি অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই whatsapp profile photo সেট করে নিতে পারবেন। তাই আর কোন অ্যাপ না খুঁজলেও চলবে।

বিকল্প পদ্ধতি

আরেকটি কথা বলে রাখি। আপনি উপরের সিস্টেমগুলো  অনুসরণ করতে না চান বা আপনার কাছে ঝামেলা মনে হয় এবং আপনার ফোনে কোন photo editing apps থাকে তাহলে whatsapp profile photo size হিসেবে ৫০০ × ৫০০ বা বর্গাকার সাইজ সিলেক্ট করে তারপর পছন্দ মত এডিট করে হোয়াটসঅ্যাপে ব্যবহার করুন।

উপরের দেখানো নিয়ম অনুসরন করে আপনি খুব সহজেই আপনার পছন্দের ছবি সম্পূর্ণ আপলোড করতে পারবেন। টিপসটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ