Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

Oppo Reno 8T 5G মোবাইলের দাম ও ফিচারসমূহ

Oppo এর নতুন মোবাইল হল Oppo Reno 8T 5G। সম্প্রতি তারা এই নতুন মডেলটি লঞ্চ করেছে। আমাদের আজকের এ পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে এই অপো রেনো ৮টি ৫জি মোবাইলের দাম ও বিভিন্ন ফিচার সম্পর্কে বলবো। আপনি যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে পোস্টটি পড়ে নিন।

Oppo Reno 8T 5G Price in BD & Features 


oppo reno 8t 5g price and specs

দাম ও লঞ্চ তারিখ

প্রথমে আমরা জেনে নিব Oppo Reno 8T 5G price in bangladesh ও কখন launch করা হয়েছে। এই মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার টাকা প্রায়। উক্ত কোম্পানি এটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করার ঘোষণা দিয়েছে। আশা করা যায় ফেব্রুয়ারি মাস থেকে এটি এভেলেবেল হবে। নিচে উক্ত মোবাইলের feature সমূহ দেয়া হলো।

অপারেটিং সিস্টেম

এবার আমরা জেনে নিব এই oppo reno 8 t 5g smartphone এর অপারেটিং সিস্টেম সম্পর্কে। এর এন্ড্রয়েড ভার্সন হল ১৩ এবং ইউজার ইন্টারফেস হলো কালারওএস ১৩। এর চিপসেট হলো কোয়ালকম এসএম৬৩৭৫ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি (৬ এনএম)। সিপিইউ ক্যাপাসিটিতে রয়েছে অক্টা-কোর (২x২.২ গিগাহার্জ কায়রো ৬৬০ গোল্ড & ৬x১.৭ গিগাহার্জ কায়রো ৬৬০ সিলভার) এবং জিপিইউ হল এডরেনো ৬১৯। এটি ডুয়াল ন্যানো সিম (ডুয়াল স্ট্যান্ডবাই) সাপোর্টেড।

নেটওয়ার্ক

এবার আমরা এই মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কে জেনে নিব। নেটওয়ার্ক টাইপ হলো জিএসএম / এইচএসপিএ / এলটিি / ৫জি। অর্থাৎ এই মোবাইলটি ২জি, ৩জি, ৪জি এবং ৫জি সাপোর্টেড। এছাড়াও ওয়াইফাই (ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ডুয়াল ব্যান্ড), জিপিআরএস ও এডজ সাপোর্টেড। এটির নেটওয়ার্কের স্পিড হলো এইচএসপিএ, এলটিই-এ, ৫জি।

বডি কনফিগারেশন

এবার আমরা oppo reno 8t 5g মোবাইলটির বডি কনফিগারেশন সম্পর্কে জেনে নিব। এটির বডি সাইজ হলো ১৬২.৩ x ৭৪.৩ x ৭.৭ mm (৬.৩৯ x ২.৯৩ x ০.৩৩ ইঞ্চি) এবং ওজন ১৭১ গ্রাম। এটি ফ্রন্ট গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি।

আরো: Vivo Y51 price and specifications

ডিসপ্লে কনফিগারেশন

এই মোবাইলের ডিসপ্লের ধরন হলো এমোলিয়েড, ১বি কালারস, ১২০ হার্জ, ৫০০ নিটস (typ), ৮০০ নিটস (এইচবিএম), ৯৫০ নিটস (পিক) এবং ডিসপ্লের সাইজ হলো ৬.৭ ইঞ্চি, ১০৮.০ বর্গসেমি (~৮৯.৬% স্ক্রিন-টু-বডি রেশিও)। এই ডিসপ্লে রেজুলেশন ১০৮০ x ২৪১২ পিক্সেলস, ২০:৯ রেশিও এবং ডিসপ্লে দেন্সিটি হলো ৩৯৪ পিপিআই। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে আশাহি গ্লাস এজিসি ডিটি স্টার ২। মোবাইলে মাল্টিটাস সাপোর্টিং ও রয়েছে।

মেমোরি

এই মোবাইলটিতে RAM থাকছে ৮ জিবি। এছাড়াও ইন্টারনাল মেমরি হিসেবে থাকছে ১২৮ জিবি বা ২৫৬ জিবি। এটি এক্সটার্নাল মেমোরি কার্ড হল মাইক্রোএসডি-এক্সসি ডেডিকেটেড স্লট।

ক্যামেরা কনফিগারেশন

এবার আমরা জেনে নিব এই Oppo Reno 8T 5G মোবাইলের ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে। এই ফিচারটি সম্পর্কে বেশি জানতে চাই। এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা এবং এগুলো ১০৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরাগুলোতে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা, এইচডিআর সহ বিভিন্ন ফিচার রয়েছে। এগুলোর ভিডিও কোয়ালিটি হলো ১০৮০ পিক্সেল@৩০এফপিএস।

সাউন্ড

এই মোবাইলে অডিও ফিচার রয়েছে। তবে ৩.৫এম অডিও জ্যাক নেই। তবে স্টিরোস্পিকারসহ লাউডস্পিকার এর ফিচার রয়েছে।

সেন্সর

Oppo Reno 8T 5G feature এর আরেকটি ফিচার হলো সেন্সর। এটিতে বিভিন্ন সেন্সর রয়েছে। এগুলো হলো ফিঙ্গারপ্রিন্ট  (আন্ডার ডিস্প্লে, অপটিক্যাল), এক্সিলারোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস।

কালার

এই মোবাইলটি দুটি কালারে এভেইলএবেল আছে। একটি হল ব্ল্যাক স্টারলাইট এবং অন্যটি হলো ডন গোল্ড তথা সানরাইজ গোল্ড।

ব্যাটারি

এই মোবাইলে অন্যান্য মোবাইলের মত নন রিমোভেবল (Li-Po) ব্যাটারি রয়েছে। এটির ব্যাটারি ক্যাপাসিটি হল ৪৮০০ এমএএইচ। এটাতে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ৪৪ মিনিটে 100% চার্জ হয়(বিজ্ঞপ্তি অনুযায়ী)।

অন্যান্য ফিচার সমূহ

এবার আমরা এই Oppo Reno 8T 5G মোবাইলের অন্যান্য specs সমূহ দেখে নিব। এটির ব্লুটুথ ভার্সন হল ৫.১, এ২ডিপি, এলই, এপিটিএক্স এইচডি। এছাড়াও এটি এনএফসি সাপোর্টেড। এটির ইউএসবি হল টাইপ সি-২.০। এটাতে ওটিসি এবং জিপিএস সাপোর্টিং আছে। তবে এফএম রেডিওর ফিচারটি নেই।

এগুলোই হল নতুন এই Oppo Reno 8T 5G price in bd & specifications। এই মোবাইলে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এর প্রাইমারি এবং সেলফি ক্যামরা অনেক ভালো রয়েছে। যা একজন ব্যবহারকারীর কাছে অনেক আকর্ষণীয়। এছাড়াও আরো বিভিন্ন চমৎকার ফিচার তো আছেই। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ