Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

সকল সিমের মিনিট ও ইন্টারনেট অফার চেক করার উপায় জেনে নিন

আপনার  রবি, জিপি, এয়ারটেল, বাংলালিংক সিমে কি অফার আছে তা জানতে চান? তাহলে আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন। কারণ আমার এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার সিমের অফার কি আছে এটি জেনে নিতে পারবেন।

all-sim-offer-check

বর্তমান যুগে মোবাইলের ব্যবহার অনেকাংশে বেড়ে গেছে। আর একটি মোবাইল চালাতে গেলে অবশ্যই কোন না কোন একটি সিম ব্যবহার করতে হয়। এজন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সিমে কোন না কোন মিনিট বা ডাটা প্যাক কিনতে হয়। আবার অনেকে শুধু টাকা রিচার্জ করে। কিন্তু আমরা যদি আমাদের সিমের অফার গুলো জেনে নিই তাহলে আমাদের অনেকটা টাকার সাশ্রয় হয়।

তবে সমস্যা হলো অনেকে জানেনা কিভাবে সিমের অফার জানবেন। অনেকে তার নিজের সিমের অফার জানার জন্য অন্য কারো সাহায্য নিয়ে থাকেন। কিন্তু আমার এই পোস্টটি পড়লে আপনি কারো সাহায্য ছাড়াই নিজের সিমের অফার গুলো জানতে পারবেন। কারণ এটি অনেক সহজ একটি কাজ। শুধুমাত্র আপনাকে আপনার সিমের একটি অ্যাপ ব্যবহার করতে হবে।

যেমন- আপনি যদি রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে My Robi App ব্যবহার করতে হবে। আমি নিচে ধাপে ধাপে রবি, এয়ারটেল, বাংলালিংক এবং গ্রামীণফোনের Apps গুলো থেকে কিভাবে আপনি আপনার অফারটি চেক করবেন তা দেখিয়ে দিচ্ছি। আবার আপনাদের সাথে দরকারি একটি টিপস শেয়ার করি। টিপসটি হলো আপনি যদি এসব অফার আপনি তাদের অ্যাপের মাধ্যমে নেন তাহলে আপনি কিছু পয়েন্ট পাবেন। যে পয়েন্ট গুলো দিয়ে আপনি ডাটা প্যাকসহ অন্যান্য গিফট পেতে পারেন। তার জন্য আপনি অ্যাপগুলোতে ঢুকলে অফার বা প্যাকগুলোর সাথে পয়েন্ট দেখতে পাবেন। এই বিষয়ে আর বিস্তারিত বলছি না। যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করুন। তাহলে পরবর্তিতে এই বিষয়ে বিস্তারিত লিখব।

রবি মিনিট ও ইন্টারনেট অফার Robi Sim Offer

আপনার robi sim offer কি আছে তা জানতে হলে আপনাকে my robi app টি ইনস্টল করে নিতে হবে। আপনি গুগল প্লেস্টোর বা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন। আপনাকে আপনার রবি নাম্বার দিয়ে সাইন ইন করতে বলবে। এর জন্য আপনার রবি নাম্বারটি দিয়ে দিন। তারপর আপনার সিমে একটি পিন যাবে। এই পিন দিলে আপনার অ্যাপটিতে সাইনইন হয়ে যাবে।

লগইন করার পর আপনি হোম পেজে থাকবেন। এখানে আপনার বর্তমান মোবাইল ব্যালেন্স, ডাটা ব্যালেন্সসহ সব কিছু দেখতে পাবেন। এবার আপনি যদি আপনার রবি মিনিট অফার বা রবি ইন্টারনেট অফার(robi mb offer) জানতে চান তাহলে নিচের দিকে মাঝখানে অফার নামে একটি অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করুন। তাহলে আপনার সিমে থাকা সকল মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি সরাসরি বিকাশ, নগদ বা ভিসা কার্ড এর মাধ্যমে রিচার্জ করে এই অফার গুলো নিতে পারবেন। এছাড়া কত টাকা দিয়ে কত মিনিট বা কত মেগাবাইট ডাটা পবেন তাও এই অ্যাপ দিয়ে জানতে পারবেন। 

এয়ারটেল সিম অফার Airtel Recharge Offer BD

এয়ারটেল ব্যবহারকারিরা তাদের সিমে কি অফার আছে তা জানার জন্য মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করতে পারেন। রবি সিমের মতই এয়ারটেল অ্যাপে আপনি জানতে পারবেন আপনার এয়ারটেল সিমে কি অফার (airtel recharge offer bd) আছে। প্রথমে গুগল প্লেস্টোর থেকে অথবা এয়ার এয়ারটেল অফিসিয়াল সাইট থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।

তারপর এটি ওপেন করুন। ওপেন করার পর অ্যাপে লগইন করে নিন। আপনার মোবাইলে যদি এয়ারটেল সিমটি লাগানো থাকে তাহলে অনেক সময় অটোমেটিক লগইন হয়ে যাবে। যদি না হয় তাহলে নাম্বার দিয়ে লগইন করে নিবেন। লগইন করার পর আপনি আপনার ফোনে থাকা সকল ডাটা, ভয়েস, এসএমএস ও মেইন ব্যালেন্স দেখতে পাবেন। এবার অফার চেক করার জন্য সবার নিচে প্রথমে দেখুন অফার লেখা আছে। এটাতে ক্লিক করলে পরে থাকা অপশন গুলো থেকে আপনার এয়ারটেল এর সব অফার ধাপে ধাপে দেখতে পাবেন। এভাবে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার এয়ারটেল সিমে বর্তমানে কোন অফার রয়েছে। এখানে রিচার্জ অফার সম্পর্কেও জানতে পারবেন।

জিপি সিমের অফার চেক

জিপি ব্যবহারকারিরা মাই জিপি অ্যাপ ব্যবহার করে জেনে নিতে পারবেন আপনার জিপি মিনিট অফার ও বর্তমানে কি অফার রয়েছে। এর জন্য আপনাকে প্লেস্টোর বা তাদের সাইট থেকে জিপি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এরপর আপনার নাম্বার দিয়ে অ্যাপটিতে লগইন করে নিন।

আপনি যদি নাম্বার দিয়ে লগইন না করেন তাহলে আপনি গেস্ট ইউজার হিসেবে জিপি বর্তমান অফার গুলো দেখতে পাবেন। তবে আপনি যদি নাম্বার দিয়ে লগইন করে নেন তাহলে আপনি আরো কিছু সুবিধা পাবেন। যেমন আপনার সিমের বর্তমান ব্যালেন্সসহ আপনার জন্য কোন স্পেশাল অফার রয়েছে তা জানতে পারবেন যেটা আপনি গেস্ট ইউজার হিসেবে জানতে পারবেন। তাই আপনার জন্য নাম্বার দিয়ে লগইন করাটা ভালো হবে। এতে করে আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।

বাংলালিংক সিম অফার

অন্যান্য সিম অপারেটরের মত বাংলালিংক ব্যবহারকারিরাও my banglalink app এর মাধ্যমে আপনার বাংলালিংক সিম অফার জানতে পারবেন। তার জন্য আপনি প্লেস্টোর বা বাংলালিংক অফিসিয়াল সাইট থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।

তারপর আপনি চাইলে গেস্ট ইউজার হিসেবে লগইন করতে পারেন। এতে করে আপনার নাম্বার দিয়ে লগইন করতে হবে না। তবে আপনি যদি নাম্বার দিয়ে লগইন করে নেন তাহলে আপনি আপনার একাউন্ট সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। শুধু তাই নয়। আপনি আপনার বাংলালিংক মিনিট অফার এবং অন্যান্য অফারও জানতে পারবেন। সাধারনত একেক জনের সিমে একেক রকম স্পেশাল অফার থাকে। তাই আপনি যদি সিম দিয়ে লগইন করে নেন তাহলে আপনার জন্য কোন অফারটি সাশ্রয়ী তা জানতে পারবেন। এছাড়াও বাংলা লিংক Toffee অ্যাপ দিয়ে বিশ্বকাপ খেলা ও বিভিন্ন নাটক বা মুভি দেখার সুবিধাতো থাকছেই।

উপরের নিয়ম অনুসরন করে আপনি আপনার রবি, এয়ারটেল, জিপি ও বাংলালিংক সিমের মিনিট, ইন্টারনেট ও রিচার্জ অফার সম্পর্কে জানতে পারবেন। আমার এই পোস্টটি সবার জন্য জরুরি বলে মনে হলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ