Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় জেনে নিন | Deleted Photo Recovery

ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় নিয়ে আজকের এই পোস্টটি। তাই আপনি যদি এমন একটা পোস্ট খুঁজে থাকেন তাহলে এটি মনোযোগ দিয়ে পড়ুন। এই পোষ্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সমাধান।

photo-recovery-apps-for-android

বর্তমানে আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি এবং কমবেশি সবাই ছবি তুলে থাকি। এসব ছবি আমাদের মেমোরিতে অর্থাৎ আমাদের ফোনে সেভ করা থাকে। কিন্তু অনেক সময় আমাদের মোবাইল থেকে দরকারী কিছু ছবি ডিলিট হয়ে যায়। হয়তো আমরা নিজেরাই কিছু ছবি ডিলিট করে দিই। আবার অনেক সময় কিছু ছবি আমাদের অজান্তেই ডিলিট হয়ে যায়।

অনেক সময় দেখা যায় ডিলেট হয়ে যাওয়া ছবি আমাদের খুবই দরকার হয় বা আমরা এগুলো পুনরায় ফিরে পেতে চায়। আবার দেখা যায় আপনাদের গুরুত্বপূর্ণ কোন ছবি ভুলবশত ডিলিট হয়ে গেছে। তখন আমরা এগুলো ফিরে পেতে চায়। কিন্তু অনেকেই মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনার নিয়ম জানে না। তাই তারা বুঝতে পারে না কি করতে হবে। অনেকে হয়তো ভাবেন ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া যায় কিনা। হ্যাঁ, চেষ্টা করলে সব সম্ভব।

আমার এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় দেখিয়ে দিব। মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন রিকভারি অ্যাপ দিয়ে। বর্তমানে অনেকগুলো রিকভারি অ্যাপস রয়েছে। আপনি প্লে স্টোরে বা গুগলে ফটো রিকভারি অ্যাপস লিখে সার্চ করলে অসংখ্য অ্যাপ পাবেন।

এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জনপ্রিয় একটি ফটো রিকভারি অ্যাপ এর সম্পর্কে বলব। এটির নাম হল ডিস্ক ডিগার (DiskDigger Apk)। আপনি গুগল প্লে স্টোরে এই নামটি ইংরেজিতে লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপের সাহায্যে আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া যাবে। তাহলে দেরি না করে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইন্সটল করে নিন।

অ্যাপটি ইন্সটল হয়ে যাওয়ার পর এটি ওপেন করুন। ওপেন করার পর নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার জন্য আপনাকে "স্টার্ট বেসিক ফটো স্ক্যান" বাটনে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। একটু পরে দেখবেন আপনার সবগুলো ছবি এখানে চলে এসেছে। আপনার ফোনে থাকা বর্তমান ছবিসহ আপনি আগে ডিলিট করেছেন এমন ছবিও এখানে চলে আসবে। এবার আপনি যে ছবি গুলো আবার ফিরে পেতে চান ওই ছবিগুলো সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর নিচে যে রিকভার বাটন আছে এই বাটনে ক্লিক করুন।

এবার আপনাকে ছবি রিস্টোর করার অপশন দেখাবে। এখান থেকে মাঝখানে যে মেমোরি কার্ডের আইকনের একটি অপশন আছে সেটাতে ক্লিক করুন। সাথে সাথে আপনার মেমোরি ফোল্ডার গুলো দেখা যাবে। এখান থেকে এমন একটি ফোল্ডার বাছাই করে নিন যেখানে আপনি আপনার ছবিগুলো আবার সেভ করতে চান। ব্যাস, আপনার কাজ শেষ। আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি গুলো আবার মেমোরিতে সিলেক্ট করা ফোল্ডারে পেয়ে যাবেন।

এখানে একটা কথা বলে রাখি অনেকগুলো অ্যাপসে আপনি যে ছবিটি খুঁজছেন এটি হয়তো নাও পেতে পারেন। এর জন্য আপনি আরও কয়েকটি অ্যাপস দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তবে আমি এখানে যে অ্যাপস (DiskDigger app) এর কথা বললাম এটি অনেক ভালো এবং জনপ্রিয় একটা অ্যাপস। 

এভাবেই আপনি খুব সহজে মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি বা ডকুমেন্টস ফিরিয়ে আনতে পারবেন। আমার এই পোস্টটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করুন। নিয়মিত এমন আরও পোস্ট পেতে আমাদের ব্লগে ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।