Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

অডিও গান ডাউনলোড করার উপায় ও জনপ্রিয় ৭ ওয়েবসাইট

গান বা মিউজিক হলো আমাদের মনের আনন্দের খোরাক। তাই প্রতিনিয়ত আমরা কমবেশি গান শুনে থাকি। তাই গান শোনার জন্য আমরা আমাদের মেমোরিতে কিছু অডিও গান ডাউনলোড করে সেভ করে রাখি। এছাড়াও বিভিন্ন অনলাইন মিউজিক স্ট্রিমিং সাইটের মাধ্যমে গান শুনে থাকি।

অডিও গান ডাউনলোড করার উপায়

গান শোনার জন্য আমরা সাধারণত অডিও এবং ভিডিও ব্যবহার করে থাকি। তবে ভিডিওর চেয়েও বেশি আমরা অডিও গান শুনে থাকি। তাই আমাদের কিছু গান ডাউনলোড করার প্রয়োজন হয়। গান শোনার পাশাপাশি আমরা যে যার পছন্দ অনুযায়ী অডিও গান ডাউনলোড করে থাকি। তবে অডিও গান ডাউনলোড করতে গেলে বেশ কিছু ঝামেলা পোহাতে হয়। এছাড়াও আমরা অনেক সময় ভালো কোন সাইট পাইনা অডিও গান ডাউনলোড করার জন্য। কোন mp3 download করার জন্য আমরা যদি গুগলে ওই গানের নাম লিখে সার্চ করি তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যায়। তবে প্রত্যেকটা সাইট থেকে সহজে এই অডিও গান ডাউনলোড করা যায় না।

অডিও গান ডাউনলোড করার সেরা ওয়েবসাইট

অডিও গান ডাউনলোড করার উপায় হিসেবে আমরা কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারি। আমরা চাইলে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করে নিতে পারি। আবার চাইলে কিছু অডিও গান ডাউনলোড করার সফটওয়্যার এর মাধ্যমেও এ কাজটি করতে পারি। আরেকটি অন্যতম উপায় হল অডিও গান ডাউনলোড করার ওয়েবসাইট।

আরো পড়ুন: অডিও গান ডাউনলোড করার সেরা একটি অ্যাপস

আমরা যদি আমাদের কালেকশনে কিছু অডিও গান ডাউনলোড করার ভালো সাইট রাখি তাহলে তা মন্দ হবে না। এই পোস্টে আমি আপনাদের সাথে বিশ্বস্ত কয়েকটি অডিও গান mp3 ডাউনলোড করার ওয়েবসাইট শেয়ার করব। এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা যে কোন বাংলা গান, হিন্দি গান, পুরনো দিনের গান এবং জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের গান অনলাইনে শুনতে ও ডাউনলোড করতে পারবেন। নিচে তাহলে ধাপে ধাপে বলে দিচ্ছি এই ওয়েবসাইটগুলোর সম্পর্কে।

FusionBD: ফিউশনবিডি

ফিউশন বিডি তথা FusionBD অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই সাইটে রয়েছে অসংখ্য গান । এছাড়াও এই সাইটে অডিও গান অনলাইনে শোনা যায় এবং ডাউনলোড করা যায়। এই সাইটে প্রত্যেকটি গান ক্যাটাগরি অনুযায়ী সাজানো রয়েছে। তাই খুব সহজে এই ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করা যায়। আপনি যদি এই ওয়েবসাইটে যেতে চান তাহলে আপনার মোবাইলের কোন একটি ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটির নাম অর্থাৎ FusionBD লিখে সার্চ করলে এই ওয়েবসাইট টি পেয়ে যাবেন।

MusicBD: মিউজিক বিডি

এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মিউজিক বা অডিও গান mp3 ডাউনলোড করার সাইট। এই সাইটে প্রত্যেকটি গান শিল্পী ও ব্যান্ডের নাম অনুযায়ী সাজানো রয়েছে। এই ওয়েবসাইটে আসার পর আপনি চাইলে যে কোন গান চার্জ করে নিয়ে তা ডাউনলোড করতে পারবেন। শুধু ডাউনলোডিং নয়। আপনি চাইলে এখানে অডিও গান অনলাইনে শুনতেও পারবেন। তাই আপনি যদি এই ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করতে চান তাহলে এই ওয়েবসাইট https://music.com.bd চলে যাবেন।

Gaana: গানা

এই ওয়েবসাইটটি হল সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ওয়েবসাইট। যেখানে রয়েছে অসংখ্য গান। এদের নিজস্ব অ্যাপস রয়েছে। আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা তাদের এপস ব্যবহার করার মাধ্যমে এখানে যে কোন গান শুনতে ও ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইট থেকে কোন গান ডাউনলোড করতে চান বা শুনতে চান তাহলে গুগলে গিয়ে গানা লিখে সার্চ করলে এই ওয়েবসাইট টি পেয়ে যাবেন।

আরো পড়ুন: ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার উপায়

Hangama: হাঙ্গামা

যেকোনো অডিও গান ডাউনলোড বা শোনার জন্য অন্যতম জনপ্রিয় আরেকটি ওয়েবসাইট হলো Hangama তথা হাঙ্গামা। এই ওয়েবসাইটেও রয়েছে অসংখ্য গান। তাই আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে খুব সহজে যেকোনো গান অনলাইনে শুনতে বা ডাউনলোড করে নিতে পারবেন।

Saregama: সারেগামা

সারেগামা হল অডিও গানের জন্য অন্যতম আরেকটি জনপ্রিয় সাইট। এখানে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান সহ অন্যান্য বাংলা গান। শুধু বাংলা গানে নয় এখানে রয়েছে হিন্দি কেরালা সহ আরো অন্যান্য গান। আপনি যে কোন গান শোনার জন্য বা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

Raaga: রাগা

যেকোনো অডিও গান ডাউনলোড করার জন্য রাগা হল অন্যরকম জনপ্রিয় আরেকটি ওয়েবসাইট। এই সাইটও রয়েছে অন্যান্য সাইটের মতো অসংখ্য অডিও গান। যা আপনি অনলাইনে শুনতে ও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যদি google এ রাগালিতে চার্জ করেন তাহলে এই ওয়েবসাইট টি পেয়ে যাবেন।

Mp3juice: এমপিথ্রি জুসি

যেকোনো গান অডিও বা ভিডিও ডাউনলোড করার জন্য এটি অন্যতম একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আপনার পছন্দের গানের নাম লিখে সার্চ করলেই উক্ত গান পেয়ে যাবেন। এবার ওই গানের নামের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে ভিডিও গান দেখাবে। এখান থেকে আপনি এই গানটি প্লে করে দেখতে পারেন। ডাউনলোড করার জন্য রয়েছে ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি mp3 বা এমপি ফোর ডাউনলোড করার অপশন পাবেন। এক কথায় অসাধারণ একটি ওয়েবসাইট। যা আপনাকে অডিও গান ডাউনলোড করতে সাহায্য করবে। তাই ভিজিট করুন https://ssj.mp3juice.blog 

অডিও গান ডাউনলোড করার জন্য ইউটিউব বা বিভিন্ন অ্যাপস ছাড়াও আপনি চাইলে এসব ওয়েবসাইট আপনার কালেকশনে রাখতে পারেন। কেননা এসব সাইটে রয়েছে অসংখ্য গান যা আপনার ভালো লাগতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ