Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

OnePlus 11 মোবাইলের দাম ও ফিচার সমূহ

বর্তমান সময়ের জন্য ওয়ানপ্লাস একটি জনপ্রিয় ব্র্যান্ড। আমরা অনেকেই ওয়ানপ্লাস মোবাইল ব্যবহার করি। এই মোবাইলে থাকা আকর্ষণীয় ফিচারগুলো আমাদেরকে অনেক আকর্ষণ করে। আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে ওয়ান প্লাসের নতুন একটি মডেল নিয়ে। আলোচনা করব। আর এটি হল OnePlus 11।

oneplus 11 price in bangladesh and specifications


বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতিনিয়ত বিভিন্ন নতুন মডেলের মোবাইল বাজারে নিয়ে আসে। সম্প্রতি ওয়ানপ্লাস তাদের একটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। এই পোষ্টের মাধ্যমে আমরা OnePlus 11 মোবাইলের বিস্তারিত তুলে দেয়ার চেষ্টা করব।

OnePlus 11 মোবাইলের দাম ও ফিচার সমূহ

প্রথমে আমরা ওয়ানপ্লাস ১১ মোবাইলের দাম সম্পর্কে জেনে নিব। 16GB+256GB মোবাইলটির  বর্তমান মূল্য হল ৯৯ হাজার ৯৯৯০ টাকা। এটি ২০০৩ সালের ৪ জানুয়ারি অ্যানাউন্স করা হলেও রিলিজ করা হয় নয় জানুয়ারি।

নেটওয়ার্ক

এবার আমরা জেনে নিব এই মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কে। বর্তমানের অন্যান্য মোবাইলের মত এই মোবাইলে টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভ জি সাপোর্ট রয়েছে। এই মোবাইলের নেটওয়ার্ক টেকনোলজি হল GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G।


টিপস: মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন জেনে নিন

পারফরমেন্স

এই মোবাইলের এন্ড্রয়েড ভার্সন হল 13, OxygenOS 13। এর চিপসেট হলো Qualcomm SM8550-AB Snapdragon 8 Gen 2 (4 nm)। এছাড়াও সিপিইউ হল Octa-core (1x3.2 GHz Cortex-X3 & 2x2.8 GHz Cortex-A715 & 2x2.8 GHz Cortex-A710 & 3x2.0 GHz Cortex-A510) এবং জিপিইউ হল Adreno 740।

বডি

OnePlus 11 মোবাইলটি এলুমিনিয়াম ফ্রেম এবং Glass front (Gorilla Glass Victus), glass back (Gorilla Glass 5) দিয়ে তৈরি। এই মোবাইলটির সাইজ হলো 163.1 x 74.1 x 8.5 mm (6.42 x 2.92 x 0.33 in)। এটাতে সিমের জন্য রয়েছে Single SIM (Nano-SIM) or Dual SIM (2x Nano-SIM, eSIM, dual stand-by)। এটি Titan Black, Eternal Green, Jupiter Rock এই তিনটি কালারে এভেলেবেল।

ডিসপ্লে

এই মোবাইলের ডিসপ্লের ধরন হলো LTPO3 Fluid AMOLED, 1B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 500 nits (typ), 800 nits (HBM), 1300 nits (peak)। এর ডিসপ্লের সাইজ হলো 6.7 inches বা 108.4 cm2 । এই মোবাইলের ডিসপ্লে রেজুলেশন হল 1440 x 3216 pixels, 20:9 ratio। এই ডিসপ্লেতে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।


আরেকটি নতুন মোবাইল: OnePlus Nord 2T 5G Price and Specification

মেমোরি

OnePlus 11 নতুন মোবাইলে কোন মেমোরি স্লট নেই। তবে এটি 128GB ROM/8GB RAM, 256GB ROM/12GB RAM, 256GB ROM/ 16GB RAM, 512GB ROM/ 16GB RAM সাপোর্টেড রয়েছে।

ক্যামেরা

এবার আমরা জেনে নিব এই মোবাইলের ক্যামেরার সম্পর্কে। প্রথমে বলেনি এই মোবাইলের পিছনের ক্যামেরা সম্পর্কে। এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা। আর এগুলো হলো ৫০, ৩২ ও ৪৮ মেগাপিক্সেলের। পিছনের ক্যামেরায় Hasselblad Color Calibration, Dual-LED flash, HDR, panorama ফিচারগুলো রয়েছে। এর ভিডিও কোয়ালিটি হলো 8K@24fps, 4K@30/60fps, 1080p@30/60/240fps, Auto HDR, gyro-EIS।

এবার আমরা জেনে নিব সামনের ক্যামেরা সম্পর্কে। এই মোবাইল ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই সেলফি ক্যামেরার মধ্যে রয়েছে Auto-HDR, panorama ফিচার। এই সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি হলো 1080p@30fps, gyro-EIS। উপরোক্ত ফিচারগুলো ছাড়াও এই ক্যামেরাগুলোতে রয়েছে দারুন সব আকর্ষণীয় ফিচার।

সাউন্ড সিস্টেম

এই মোবাইলে স্টেরো লাউড স্পিকার রয়েছে। তবে ৩.৫ এমএম জ্যাক সাপোর্ট করে না।

ব্যাটারি

OnePlus 11 মোবাইল এ রয়েছে 5000 mAh এর  লিথিয়াম পলিমার নন রিমোভেবল ব্যাটারি। এছাড়াও এটাতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 100W wired, PD, 1-50% in 10 min, 1-100% in 25 min (advertised)।

অন্যান্য ফিচার সমূহ

উপরে আলোচিত specifications ছাড়াও এই মোবাইলে রয়েছে আরো অন্যান্য features। এই মোবাইলে Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass, color spectrum সেন্সর রয়েছে। মেসেজিং এর জন্য রয়েছে এসএমএস, মেইল, পোশমেল ইত্যাদি। এটি এনএফসি সাপোর্ট করে । এর ইউএসবি হল টাইপ সি ২। তবে এই মোবাইলে কোন এফএম রেডিও নেই।

ওয়ানপ্লাস নতুন মোবাইল OnePlus 11 মোবাইলে দাম অনুযায়ী বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। তাই আপনার যদি বাজেট থাকে এই মোবাইলটি তালিকায় রাখতে পারেন। এমন আরো নতুন মোবাইলের আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ