Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুক প্রোফাইলে কিভাবে অডিও গান সেট করবেন

আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে অডিও গান সেট করতে চান তাহলে এই পোস্টটি দেখে নিন । এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলে কোন গান সেট করে নিতে হয়। তাহলে দেরি না করে পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন।

set music to facebook profile

আমাদের সকলের কাছে ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যম। আমরা প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুকের নিত্যনতুন ফিচারসমূহ আমাদের অনেক আনন্দ দিয়ে থাকে। আমাদের সবারই ফেসবুক প্রোফাইল থাকে। আমরা সব সময়ই আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য ফেসবুক প্রোফাইল গুলো সুন্দরভাবে সাজিয়ে থাকি।

আপনি চাইলে এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলে মিউজিক সেট করে দিতে পারবেন। কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে তাহলে আপনার সেট করা গানটি শুনতে পারবে। চলুন তাহলে জেনে নেই কিভাবে এ কাজটি করে নিতে হবে।

প্রথমে আপনার facebook app টি ওপেন করুন। তাহলে আপনি আপনার ফেসবুকের নিউজফিডে চলে আসবেন। এবার উপরে ডানপাশে তিনটি দাগের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসুন। আপনার প্রোফাইলে আসার পর স্ট্যাটাস লেখার জন্য যে বক্স থাকে ওই বক্সের নিচে একটু খেয়াল করুন। দেখুন এখানে মিউজিক নামে একটি অপশন আছে। অর্থাৎ আমরা facebook status এ কোন কিছু পোস্ট করার সময় নিচে ফটো, ইভেন্টসহ কিছু লিস্ট থাকে। বর্তমানে এখানে একটি music নামে অপশন যুক্ত হয়েছে।

এখন এই মিউজিক অপশনে ক্লিক করুন। তাহলে আপনি একটি ব্ল্যাংক বা খালি পেজ পাবেন। উপরে ডানপাশে দেখুন একটি প্লাস চিহ্ন আছে। এই চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনি অনেকগুলো গানের লিস্ট দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের গান রয়েছে। আপনি চাইলে উপরের সার্চবার থেকে সার্চ করেও যে কোন গান বাছাই করতে পারেন। এবার আপনার কাছে যে গানটি পছন্দ হবে ওই গানের উপর ক্লিক করুন। তাহলে এটি আপনার মিউজিক লিস্টে চলে আসবে।

এবার আপনি ব্যাক বাটন এ ক্লিক করুন। একটা জিনিস খেয়াল করুন প্রথমে আপনি মিউজিক বাটনে ক্লিক করার পর যে খালি পেজ দেখেছিলেন ওইখানে আপনার এই মিউজিকটি যুক্ত হয়ে গেছে। মিউজিক লিস্টে গানটি যুক্ত হওয়ার পর গানটির নাম এর ডানপাশে দেখুন তিনটি বিন্দু আছে। এ তিনটি বিন্দু তে ক্লিক করুন। তাহলে Pin to profile নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। আপনার কাজ শেষ।

এবার আপনার প্রোফাইলে গিয়ে দেখুন গানটি আপনার প্রোফাইলে সেট হয়ে গিয়েছে। এভাবেই আপনি খুব সহজে আপনার প্রোফাইলে পছন্দের কোন গান সেট করে রাখতে পারবেন। এমন আরও টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ