Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ও দরকারি তথ্য | bKash Agent Registration

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানেন না। তাই আমার আজকের এই পোস্ট। আমার এই পোষ্টের মাধ্যমে আমি দেখাবো কিভাবে bKash Agent Registration করতে হয়। বর্তমান সময়ের জন্য বিকাশ অনেক জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। এর সাহায্যে আমরা টাকা লেনদেন করে থাকি। অনেকে ব্যক্তিগত প্রয়োজনে এটি ব্যবহার করে। আবার অনেকে ব্যবসা করার জন্য ব্যবহার করে। যারা ব্যক্তিগত প্রয়োজনে বিকাশ ব্যবহার করে তাদের একটি বিকাশ পার্সোনাল একাউন্ট প্রয়োজন হয়। আর ব্যবসা করার জন্য এজেন্ট একাউন্ট। 

bkash agent registration

বিকাশ এজেন্ট কি

বিকাশ এজেন্টকে বিকাশ মার্চেন্ট একাউন্টও বলে। বিকাশের ব্যবসা করার জন্য এই একাউন্ট করতে হয়। কারন পার্সোনাল বিকাশ দিয়ে ব্যবসা করা যায় না। তাই যারা বিকাশ দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য bKash Agent Account খুলতে হয়। অনেকেই হয়তো পার্সোনাল বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানেন। কিন্তু বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানেন না। তবে এই পোস্ট পড়ার পর আপনি জানতে পারবেন কিভাবে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে হয়।

প্রথমে আমরা জেনে নিব কোন ব্যক্তি বিকাশ এজেন্ট একাউন্ট করতে পারবেন? এটা কিন্তু জরুরি একটি প্রশ্ন। সবাই কিন্তু বিকাশ এজেন্ট একাউন্ট করতে পারবেন না। বিকাশ এজেন্ট একাউন্ট করার নিয়ম আছে শুধুমাত্র তাদের জন্য যারা বিকাশের ব্যবসা করতে চান বা চলমান ব্যবসার পাশাপাশি বিকাশ দিয়ে ব্যবসা করতে চান। অর্থাৎ আপনি যদি bKash agent মানে বিকাশ এজেন্ট একাউন্ট করতে চান তাহলে আপনার চলমান কোন ব্যবসা বা নতুন কোন ব্যবসা থাকতে হবে।

বিকাশ এজেন্ট একাউন্টের সুবিধা

বিকাশ এজেন্ট একাউন্ট করার আগে আমরা জেনে নিব এটির সুবিধা কি কি। যেহেতু এটি ব্যবসা করার জন্যই খোলা হয় সরহেতু কিছু সুবিধা তো আছেই। কোন ব্যবসায়ী যখন বিকাশ এজেন্ট থেকে লেনদেন করবেন তখন তিনি কিছু কমিশন পাবেন। আবার অনেক বেশি লেনদেন করতে পারবেন। এছাড়াও কাউকে বিকাশ একাউন্ট খুলে দিলে কমিশন পাবেন। এভাবে তিনি bKash agent দ্বারা লাভবান হবেন।

বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে

সাধারনত বিকাশ এজেন্ট একাউন্ট করতে কোন টাকা লাগে না। তবে বিকাশ এজেন্ট হতে বা ব্যবসা করতে আপনার কিছু টাকা লাগবে। এখন আপনার মনে প্লশ্ন জাগতে পারে যে, বিকাশ ব্যবসায় কত টাকা পুঁজি প্রয়োজন। এটা আপনার উপর নির্ভর করবে। তবে আপনি চাইলে ৫০,০০০ বা ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। তবে আপনি যত বেশি লেনদেন করবেন তত বেশি আপনার প্রফিট হবে। তাই আপনার ব্যবসার অবস্থান এবং চাহিদার উপর ভিত্তি করে আপনি পুঁজি দিতে পারেন।

আরো জানুন:

১. বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম

২. বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

এবার আমরা জেনে নিব কিভাবে bkash agent account registration করতে হয়। সাধারণত বিকাশ এজেন্ট হওয়ার দুইটি নিয়ম রয়েছে। এই ২টি থেকে যেকোন একটি উপায় আপনি অনুসরণ করতে পারেন। নিচে এগুলো আলোচনা করা হলো।

  • অনলাইনে
  • বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে

অনলাইনে bKash Agent Regiatration

আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে বিকাশ এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে পারবেন। এরজন্য আপনাকে প্রথমে বিকাশ মার্চেন্ট রেজিস্ট্রশন এর অফিসিয়াল লিংকে যেতে হবে। এরপর আপনি একটি আবেদন ফর্ম পাবেন। এই ফর্মে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে নিন। মাথায় রাখতে হবে, এখানে কোন ধরনের মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এখানে আমি নিচে ধাপে ধাপে সব বলে দিচ্ছি কোনটাতে কি দিতে হবে।

bkash agent registration form

বিকাশ মার্চেন্ট পেইজে আসার পর বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এ কোন কোন তথ্য দিতে হবে তা নিচে দেখে নিন। তারপর দেখানো নির্দেশনা অনুযায়ী করুন।

১. প্রথম ঘরে মার্চেন্ট বা দোকানের নাম দিতে হবে।
২. দ্বিতীয় ঘরে, আপনার জেলা নির্বাচন করুন।
৩. তৃতীয় ঘরে, আপনার নিজের এলাকা সিলেক্ট করুন।
৪. চতুর্থ ঘরে, যোগাযোগের জন্য আপনার নাম লিখুন।
৫. পঞ্চম ঘরে, আপনার সচল মোবাইল নাম্বার লিখুন।
৬. ষষ্ঠ ঘরে, আপনাকে ইমেইল আইডি দিতে হবে। তবে এটি না দিলেও সমস্যা নায়।
৭. সপ্তম ঘরে, এবার আপনার যদি অতিরিক্ত কোন তথ্য থাকে তা দিতে পারেন। না দিলেও সমস্যা নায়।
৮. এবার আপনার জাতীয় পরিচয়পত্র আছে কি না? এটি হ্যাঁ করে দিন।
৯. আপনার ট্রেড লাইসেন্স আছে কি না? এটি হ্যাঁ করে দিন। তারপর ট্রেড লাইসেন্সের নম্ব দিয়ে দিন এবং এটির মেয়াদ শেষ হওয়ার তারিখ দিন।
১০. আপনার ব্যাংক একাউন্ট আছে কি না? এটি হ্যাঃ করে দিন।
১১. এবার ক্যাপচা কোডটি লিখে "জমা দিন" বাটনে ক্লিক করুন।

তাহলে সাথে সাথে আপনার আবেদন ফরমটি সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হওয়ার পর বিকাশ প্রতিনিধি আপনার সবকিছু যাচাই করবে। সব ঠিক থাকলে আপনার বিকাশ আবেদনটি একটিভ হয়ে যাবে। এটাই হলো অনলাইনে আবেদনের প্রক্রিয়া।

বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার আরেকটি উপায় হলো ডিসট্রিবিউশন অফিস। আপনি যদি অনলাইনে আবেদন করতে না চান তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস থেকে বিকাশ এজেন্ট একাউন্ট খুলে নিতে পারবেন। আপনি যদি আপনার পার্শ্ববর্তী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের লোকেশন না জানেন তাহলে 16247 ডায়াল করে জেনে নিতে পারবেন। তারপর ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে আপনি আপনার বিকাশ এজেন্ট একাউন্ট খুলে নিতে পারবেন। আপনি যদি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস থেকে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিছু কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। যেমন আপনার ছবি, আপনার ভোটার আইডি কার্ড ইত্যাদি।

বিকাশ এজেন্ট ক্যাশ আউট কমিশন

বিকাশ এজেন্ট দিয়ে ব্যবসা করার আগে এর কমিশন সম্পর্কে জেনে নিই। তাহলে আপনার জন্য এই ব্যবসা আরো সহজ হবে। আপনি যদি bkash agent app দিয়ে লেনদের করেন তাহলে প্রতি হাজারে ৪.৩০ টাকা করে পাবেন। আবার যদি USSD Code ডায়াল করে লেনদেন করেন তাহলে পটরতি হাজারে ৪.১০ টাকা করে পাবেন। আবার আপনার লেনদেনের ৯০% বিকাশা এজেন্ট অ্যাপ দিযে করলে হাজারে ০.২০ টাকা অতিরিক্ত কমিশন পাবেন। তার মানে অ্যাপ দিয়ে করলে ৪.৫০ টাকা কমিশন পাবেন।

বিকাশ এজেন্ট নাম্বার

এখানে একটা কথা বলে রাখি। বিকাশ এজেন্ট নাম্বার এর জন্য আপনাকে আলাদা কোন সিম নিতে হবে না। বিকাশ কর্তৃপক্ষও আপনাকে কোন সিম সরবরাহ করবে না। আপনি আপনার ব্যবহৃত যেকোন সিম দিয়ে বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

টিপস: আপনার ব্যবসা প্রতিষ্ঠান কি যদি জনসমাগম হয় এমন জায়গায় হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি খুব সহজেই অনুমোদন হয়ে যাবে এবং আপনার ব্যবসায় লাভ বেশি হবে। তাই সব সময় মাথায় রাখবেন আপনার ব্যবসাটি যাতে এমন জায়গায় হয় যেখানে অনেক মানুষ থাকে বা বিকাশের অনেক চাহিদা রয়েছে।

পোস্টটি এটটুকুতে শেষ করলাম। এটাই হলো বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম। আপনার যদি পোস্টটি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর যদি কোন কিছু জানার থাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. Sir, ami ei mash er 8 Tarik e disisob joma disi.
    Kintu akhon porjonto amar kaj hoinai,tara bolce aro mash khanek somoy lakbe, ami jante cai sotti ki ato somoy lage na ki onno kisu r jonno??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ স্যার, একটু সময় নিবে। তাদের সাথে যোগাযোগ রাখবেন। হযে যাবে।

      মুছুন

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।