Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ঘরে বসে মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২

২০২২ সালে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানতে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন। তাহলে আপনি বিকাশ অ্যাপ দিয়ে মোবাইল থেকে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলে নিতে পারবেন। এমনকি কারো সাহায্যের প্রয়োজন নেই।

বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম

বিকাশ হলো বর্তমান সময়ের জন্য বহুল ব্যবহৃত এবং বিশ্বস্ত একটি মোবাইল ব্যাংকিং সেবা। টাকা পয়সা লেনদেনের জন্য আমরা প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করি। এই বিকাশ এর মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিরাপদে টাকা লেনদেন করে থাকি। বিকাশ হল মূলত ব্র্যাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। ধরতে গেলে বিকাশ আপনার লেনদেন কে আরও সহজ করে দিয়েছে। তাই বর্তমানে সবার ন্যূনতম একটি বিকাশ পার্সোনাল একাউন্ট থাকা জরুরী। এছাড়াও বিভিন্ন সময় রেফার অফারের মাধ্যমে বিকাশে টাকা ইনকাম করার উপায় তো আছেই। তাই দেরি না করে চলুন জেনে নিই কিভাবে বিকাশ একাউন্ট খুলব।

বিকাশ একাউন্ট চালু করতে কি কি লাগে?

বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানার আগে আপনাকে জেনে নিতে হবে ঘরে বসে নিজে নিজে বিকাশ অ্যাপ খোলার জন্য কি কি লাগবে। নয়তো পরে ঝামেলায় পড়বেন। প্রথমত, আপনার একটি এন্ড্রয়েড মোবাইল লাগবে। যেখানে আপনাকে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। কারন bkash app ছাড়া আপনি বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার জাতীয় পরিচয় পত্র তথা NID কার্ড থাকতে হবে।

একটা আইডি দিয়ে কয়টি বিকাশ খোলা যায়?

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়। এটার উত্তর হলো একটা। তার মানে একটি আইডি দিয়ে একজন ব্যাক্তি মাত্র একটি বিকাশ একাউন্ট খুলতে পারবে। আবার একই সময়ে একটি মোবাইল দিয়ে একটি বিকাশ চালু করতে পারবেন এবং একটি মোবাইল নাম্বার দিয়ে একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট খোলার নিয়ম না জানার কারনে আগে বিকাশ একাউন্ট খুলতে মানুষকে দোকানে গিয়ে bkash agent এর কাছ থেকে নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে হতো। এছাড়াও অনেক ঝামেলা পোহাতে হতো আর কিছুটা সময়ও লাগত। এর ফলে অনেকেই বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে পারেননি।

কিন্তু বর্তমানে বিকাশ এমন একটি সুযোগ দিয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে বিকাশ পার্সোনাল একাউন্ট চালু করে নিতে পারবেন। এর জন্য আপনাকে বাড়তি কোন ঝামেলা পোহাতে হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনার বিকাশ একাউন্ট।

প্রথমে আপনার মোবাইলে একটি new bkash app ডাউনলোড করে নিতে হবে। আপনি হয়তো ভাবছেন বিকাশ অ্যাপ কোথায় পাবেন। চিন্তার কোন কারণ নেই। আপনি প্লে স্টোর থেকে bkash app পেয়ে যাবেন। এখান থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করে নিবেন। নিচের লিংকের মাধ্যমে গুগল প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউলোড লিংক দিচ্ছি। এখান থেকে এটি ডাউনলোড করে নিন।

bKash App Download

বিকাশ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন। এরপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে লগইন/রেজিস্ট্রেশন করুন অপশনে। এখানে আরেকটি কথা বলে রাখি আপনি যখন বিকাশ একাউন্ট খুলতে যাবেন তখন আপনাকে অবশ্যই ডাটা কানেকশন অন করে রাখতে হবে। আবার আপনি যে সিম দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন ওই সিমটি ওই ফোনের মধ্যেই রাখবেন অর্থাৎ আপনি যে ফোন থেকে বিকাশ একাউন্ট খুলবেন ওই ফোনের মধ্যে ওই সিমটা থাকতে হবে।

"লগইন/রেজিস্ট্রেশন করুন" বাটনে ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটি অপশন পাবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর নিচে পরবর্তী বা  তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার সিমের অপারেটর অর্থাৎ আপনার সিমটি কি রবি না এয়ারটেল না জিপি নাকি বাংলালিংক এটা সিলেক্ট করে দিতে হবে। আপনার সিমটি যদি রবি হয়ে থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে রবি। এরপর যে উইন্ডো আসবে এখানে একটি কোড দিতে বলবে। কোডটি কোথায় পাবেন? চিন্তা নেই। আপনার সিমে একটি মেসেজ আসবে যেখানেই উক্ত কোড দেওয়া থাকবে। যেহেতু আপনার সিমটি মোবাইলের মধ্যে লাগানো থাকবে সেহেতু কোডটি অ্যাপস এর মধ্যে অটোমেটিক চলে আসবে। এরপর আবার নিচের তীর চিহ্নে ক্লিক করুন।

পরের ধাপে আপনাকে কিছু শর্ত দেয়া হবে। এই শর্তগুলো চাইলে পড়ে নিতে পারেন আবার চাইলে না পড়লেও সমস্যা নেই। এই ধাপে আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র নিচের তীরে ক্লিক করবেন। এরপর আপনাকে একাউন্ট করার কিছু ধাপ বলে দেওয়া হবে। এই স্টেপেও আপনাকে কোন কিছু করতে হবে না। শুধুমাত্র নিচের তীরে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটি ছবি তুলে নিতে হবে। ছবিটি পরিষ্কারভাবে তোলা হলে আপনি সাবমিট এ ক্লিক করবেন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশটি ছবি তুলে নিবেন। এখানেও যদি ছবিটি পরিষ্কারভাবে ওঠে তাহলে সাবমিট এ ক্লিক করবেন। এরপর আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য এখানে দেখতে পারবেন। তারপর আবার তীরের মধ্যে ক্লিক করুন।

এর পরের ধাপে আপনাকে কিছু ইনফরমেশন সেট করতে বলবে যেমন আপনার লিঙ্গ, আপনার বার্ষিক আয়। এগুলো আপনি আপনার ইচ্ছা মত সেট করে দিতে পারেন। এগুলো সেট করার পর আবার তীরের মধ্যে ক্লিক করুন। এরপর আপনার ছবি তোলার একটি অপশন আসবে। এখানে আপনি আপনার একটি সেলফি তুলে নিবেন। সেলফি তোলার সময় খেয়াল রাখবেন আপনার সামনে যথেষ্ট পরিমাণ যাতে আলো থাকে। যাতে আপনার চেহারাটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। এরপর নিশ্চিত করুন বাটনে এ ক্লিক করুন। তাহলে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ আসবে। এখন আপনার কাজ মোটামুটি শেষ। এখন শুধু একাউন্টের জন্য পিন সেট করবেন।

বিকাশ একাউন্ট পিন সেট আপ

পিন সেট করার জন্য আবার বিকাশ অ্যাপ টি ওপেন করুন। লগইন বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বারটি দিন। পরবর্তি বাটনে ক্লিক করুন। তারপর অপারেটর সিলেক্ট করে দিন। তাহলে আপনার মোবাইলে একটি OTP মানে একটা পিন দেয়া হবে। যেহেতু আপনার সিমটি মোবাইলে লাগানো আছে সেহেতু পিন নং টি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আপনাকে আপনার একাউন্টের জন্য পিন সেট করতে বলবে। এখন পাঁচ সংখ্যা বিশিষ্ট একটি পিন নাম্বার দিন। তারপর নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন।

এবার আপনি অ্যাপ থেকে মোবাইল নাম্বার ও ওই পিন দিয়ে লগইন করে নিতে পারবেন। তারপর এখানে আপনাকে একটি নাম সিলেক্ট করতে বলবে। এখানে আপনি ইচ্ছামত একটি ইউজার নেম দিতে পারবেন। এরপর আপনাকে একটি প্রোফাইল পিকচার দিতে বলবে। আপনি চাইলে প্রোফাইল পিকচারটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন।

তবে আপনি যদি চান USSD কোড ডায়াল করেও পিন সেট করতে পারবেন। এর জন্য যে সিম দিয়ে বিকাশ খুললেন আপনার ওই নাম্বার থেকে *২৪৭# ডায়াল করুন। এখানে আপনি একটি মোবাইল মেনু নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনি পিন সেট করে নিতে পারবেন। মনে রাখবেন, এই পিনটি খুবই গোপনীয় অর্থাৎ আপনি ছাড়া আর কাউকে বলবেন না। ব্যাস আপনার কাছে গেল এখন আপনার বিকাশ একাউন্ট সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেল। এখন থেকে আপনি খুব সহজেই বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন।

কিভাবে আইডি কার্ড ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায়

এটা অনেক গুরুত্বপূর্ন একটি কথা। যাদের বয়স ১৮ এর কম তাদের সাধারনত কোন জাতীয় পরিচয়পত্র থাকে না। তাই অনেকে জানতে চাই কিভাবে আইডি কার্ড ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায়। চিন্তার কারন নেই। আইডি কার্ড নেই বলে কি বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার কাছে তো জন্ম নিবন্ধন আছে। তাই না? তাহলে আর চিন্তা কি? আমি আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে কোন বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। আপনি নিজে নিজে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট করতে পারবেন না। আপনি যদি আপনার ছবি ও জন্ম নিবন্ধন নিয়ে কোন এজেন্টের কাছে যান তাহলে তারা আপনাকে সাহায্য করবে।

বিকাশ একাউন্ট দেখার নিয়ম

এবার আপনাকে বিকাশ একাউন্ট দেখার নিয়ম জানিযে দিচ্ছি। আপনি চাইলে বিকাশ অ্যাপ ব্যবহার করে বা বাটন মোবাইল থেকে USSD কোড *২৪৭# ডায়াল করে আপনার বিকাশ একাউন্ট চেক করতে পারবেন। অ্যাপ দিয়ে করতে চাইলে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার ও পিন দিয়ে লগইন করে নিন। তাহলে আপনি আপনার ব্যালেন্সসহ সব কিছু দেখতে পাবেন। আর যদি কোড ডায়াল করে বিকাশ একাউন্ট চেক করতে চান তাহলে উক্ত কোড ডায়াল করলে আপনি কিছু অপশন পাবেন। এবার আপনি যেটা জানতে চান সেটা সিলেক্ট করে পিন নাম্বার দিন। তাহলেই হবে সব কিছু। এটাই হলো বিকাশ একাউন্ট দেখার নিয়ম

বিকাশ একাউন্ট ট্রান্সফার করার নিয়ম

অনেকে নিজের আইডি কার্ড না থাকা বা অন্য কোন কারনে পরিবারের অন্য কারো আইডি ব্যবহার করে বিকাশ পার্সোনার একাউন্ট চালু করেন। কিন্ত পরে নিজের নামে বিকাশ একাউন্ট ট্রান্সফার করতে চান। কিন্তু নিয়ম না জানার কারনে পারেন না। আপনি যদি সত্ত্যি তা করতে চান তাহলে আপনি আপনার জন্মনিবন্ধন বা আইডি কার্ড নিয়ে নিকটস্থ কোন বিকাশ এজেন্ট বা বিকাশ কাস্টমার কেয়ারে যান। তাহলে পেয়ে যাবেন সমাধান।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

এবার আপনাকে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম বলে নিচ্ছি। অনেক সময় আমাদের বিকাশ একাউন্ট বন্ধ করার দরকার হতে পারে। তখন আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে আমার আরেকটি পোস্ট আছে। যেখানে আপনি বিস্তারিত ধারনা পাবেন। নিচের লিংক থেকে আপনি সব জেনে নিতে পারেন।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম জানতে চান? তাহলে নিচের লিঙ্ক থেকে পোস্টটি পড়ে নিন। ওই পোস্টের মধ্যে আমি বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি সত্যিকার অর্থে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে চান তাহলে ঐ পোস্ট আপনাকে অনেকটা সাহায্য করবে।

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

এবার জেনে নিলেন তো বিকাশ একাউন্ট খোলার নিয়ম। এভাবেই আপনি খুব সহজে ঘরে বসেই bkash app দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও বিকাশ সম্পর্কে জানতে বা সমস্যা সমাধানের জন্য বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ