Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

সিম কার্ড লক করার উপায় ও প্রয়োজনীয়তা জেনে নিন | SIM Card Lock

সিম লক করে রাখার কথা আগে শুনেছেন কি? না শুনে থাকলে আমার এই পোষ্টটি দ্রুত পড়ে ফেলুন। আমার এই পোষ্টের মাধ্যমে সিম লক এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি পড়লেই বুঝতে পারবেন SIM Card Lock কি? কেনই বা এটি করবেন।

sim card lock

সিম লক হল এমন একটি সেটিং যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার সিম কার্ড একটি গোপন পিন কোড দিয়ে লক করে রাখতে পারবেন। এর অনেক সুবিধাও রয়েছে। আপনি যদি আপনার সিমটি লক করে রাখেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ আপনার এই সিমটি ব্যবহার করতে পারবে না। বর্তমানে আমরা সিম দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। যেমন, আমাদের সিমে বিকাশ একাউন্ট সহ রকেট, নগদ বা আরো গুরুত্বপূর্ণ কিছু সার্ভিস যুক্ত থাকে। এই সার্ভিসগুলো আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এগুলো নিরাপদ রাখা আমাদের খুবই দরকার। আর সিম লক করার মাধ্যমে আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্ট গুলো খুব সহজে নিরাপদে রাখতে পারবেন।

আরো পড়ুন: নিজের NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়

সিম লক করে রাখার উপকারিতা

কখনো যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় বা আপনার সিমটি হারিয়ে যায় তখন যে আপনার মোবাইল বা সিমটি পাবে সে খুব সহজে আপনার এসব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো অনেক ক্ষতি করতে পারে। আবার চাইলে সে আপনার সিমের অপব্যবহারও করতে পারে।

কিন্তু আপনি যদি আপনার সিমটি লক করে রাখেন তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে খুব সহজে মুক্তি পাবেন। অর্থাৎ কেউ সহজে আপনার সিমটি ব্যবহার করতে পারবে না। কারন আপনার সিমটি লক করা থাকবে। শুধু তাই নয়। কেউ যদি আপনার ফোনটি একবার বন্ধ করে আবার চালু করে বা সিমটি বন্ধ করে আবার অন্য কোন মোবাইলে চালু করে তখন তাকে আপনার সেট করা পিন নাম্বার দিতে হবে। যেহেতু sim card lock pin নাম্বারটি শুধু আপনি জানেন সেহেতু আপনি ছাড়া আর কেউ সিমটি আনলক করতে পারবে না। আশা করি বুঝে গেছেন সিম লক কি এবং এর উপকারিতা সম্পর্কে।

সিম কার্ড লক করার নিয়ম

এবার দেখাবো কিভাবে আপনি খুব সহজে সিম লক করে রাখতে পারবেন। সিম লক করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের সেটিংস এ যান। আপনি এটি এন্ড্রয়েড টাচ ফোন বা বাটন ফোনেও sim card lock settings করতে পারবেন। সেটিংস এ যাওয়ার পর এখান থেকে আপনাকে সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে গেলে আপনি এখানে সিম লক একটা অপশন পাবেন। অনেকের ফোনে পিন লক নামেও অপশনটি পেতে পারেন। এবার এই অপশনটি তে ঢুকুন। এই অপশনে গেলে এটি বন্ধ করা অবস্থায় পাবেন। এখন আপনার কাজ হল এটি অন বা চালু করে দেওয়া। অন করতে গেলে এখানে পিন নাম্বার চাইবে। সাধারণত প্রত্যেক রবি, জিপি, বাংলালিংকসহ সকল সিমের একটি Default pin নাম্বার থাকে। আর পিন নাম্বারটি হল 1234। আপনি এই পিন দিয়ে সিম টি লক করে নিতে পারেন।

তবে এখানে একটা কথা মাথায় রাখুন, আপনাকে আপনার সিমের ডিফল্ট পিন কোডটি (1234) পরিবর্তন করে নিতে হবে। কারন সবার সিমের পিন কোড ডিফল্টভাবে 1234 থাকে তাই আপনি যদি এটা পরিবর্তন না করেন তাহলে যে কেউ আপনার সিমটি আনলক করে নিতে পারবে। তাই আপনার উচিত হবে ডিফল্ট পিনটি পরিবর্তন করে ফেলা। পিন চেঞ্জ করার জন্য চেঞ্জ পিন অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার পুরাতন পিন নাম্বার অর্থাৎ 1234 দিয়ে তারপর আপনার পছন্দমত নতুন একটি পিন দিয়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ। এবার ডিফল্ট পিন 1234 এর পরিবর্তে আপনার সেট করা নতুন পিন নাম্বার দিয়ে আপনার সিমটি লক করে নিন।

সিম লক খোলার উপায় - Unlock SIM Card

এবার আমরা সিম লক খোলার উপায় জেনে নিব। আগের মত করে ফোনের সিকিউরিটি অপশনে যান। তারপর সিম লক সেটিংসে গিয়ে আপনার পিন দিয়ে এটি বন্ধ করে নিন। এভাবেই আপনি খুব সহজে আপনার সিমটি লক বা আনলক করে নিতে পারবেন। নিয়মিত এমন আরও টিপস পেতে আমাদের সহজ উপায় ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ