Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

যেকোন পুরাতন মোবাইল বদলে পাবেন নতুন মটোরোলা মোবাইল | সীমিত সময়ের জন্য

পোস্ট টাইটেল দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্ত্যি যে আপনি আপনার ব্যবহৃত যেকোন কোম্পানীর মোবাইল ফোনটির বিনিময়ে পাবেন নতুন মটোরোলা হ্যান্ডসেট। চমৎকার এই সুযোগটি নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল কোম্পানী মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। তাদের এই কাজে সহযোগীতা করছে জিঙ্গো প্রাইভেট লিমিটেড (এক্সচেঞ্জ প্রোগ্রাম পার্টনার)।

motorola-mobile-exchange-2021

কোথায় পাবেন মটোরোলা এক্সচেন্জ অফারটি

ঢাকায় জিঙ্গোর বিভিন্ন রিটেইল শপ থেকে যেকেউ এই এক্সচেন্জ অফারটি পাবেন ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত।আবার এক্সচেন্জ করে সাথে একটি গিফট ভাউচারও পাবেন। ঢাকায় কয়রকটি স্থানে জিঙ্গোর রিটেইল শপ রয়েছে। বসুন্ধরাতে রয়েছে চারটি, উত্তরায় পাঁচটি ও মিরপুরে এদের রিটেইল শপ রয়েছে।

old-phone-exchange-2021


কিভাবে করবেন

আপনার কাছে যদি যেকোন ব্রান্ডের একটি মোবাইল ফোন থাকে তাহলে আপনি উপরের উল্লিখত যেকোন জোঙ্গোর রিটেইল শপ থেকে আপনার পুরাতন ফোনটির বিনিময়ে মটোরোলার নতুন একটি ফোন পাবেন। তবে দাম অনুযায়ী আপনাকে কিছু নগদ অর্থ অতিরিক্ত দিতে হবে। আপনার ফোনটি তারা ভালো করে যাচাই করে যদি এক্সচেন্জের আওতায় থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট একটি দাম দিবে এবং আপনি মটোরোলার যে ফোনটি নিতে চাচ্ছেন ওই ফোনের দাম যদি আপসার পুরাতন ফঁনের তুলনায় বেশি হয় তাহলে আপনাকে অতিরিক্ত অর্থ দিতে হবে। যেমন আপনার পুরাতন ফোনের দাম যদি দশ হাজার টাকা হয় এবং নতুন ফোনের দাম যদি বার হাজার টাকা হয় তাহলে আপনাকে পুরাতন ফোনসহ অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হবে।


এখানে একটা কথা উল্লেখ করতে চাই যে, আপনি যদি আপনার পুরাতন মোবাইলটি মটোরোলার সাথে এক্সচেন্জ করতে চান তাহলে আপনাকে সাথে করে পুরাতন মোবাইলটির ক্রয়ের রশিদ ও প্যাকেট টি আনতে হবে। এতে করে আপনি অতিরিক্ত ছাড় পাবেন। আর যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র সাথে করে আনতে হবে।

বি:দ্র: নষ্ট বা লক করা কোন মোবাইল বিনিময়ের জন্য গ্রহণযোগ্য হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ