Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মেসেন্জারে লগইন করা একাধিক আইডি ডিলেট করার নিয়ম

আপনি যদি মেসেন্জারে লগইন করা একের অধিক আইডি রিমুভ করকে চান তাহলে এই পোস্টটি দেখুন। এই পোস্টে আপনাকে জানানো হবে কিবাবে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ফেসবুক মেসেন্জার অ্যাপে লগইন করা একাধিক আইডি ডিলেট করবেন। তাই আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে মনোযোগ দিয়ে পড়ে নিন।

remove-account-from-messenger


মেসেন্জারে লগইন করা একাধিক আইডি রিমুভ

ফেসবুক এবং মেসেন্জার আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই অ্যাপ দুটি যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই আমরা অনেক সময় আমাদের মোবাইল থেকে ফেসবুক ও মেসেন্জারে একের অধিক একাউন্ট লগইন করে থাকি। যার ফলে আমাদের ফেসবুক ও মেসেন্জারে একাউন্টগুলো সেভ হয়ে যায়। তাই আমরা যখন মেসেন্জারে প্রবেশ করি তখন দেখা যায় Switch Account অপশনে একাউন্ট গুলো দেখা যায়।

যদিও অনেকে দ্রুত সময়ে ভিন্ন ভিন্ন আইডিতে লগ ইন করার জন্য এখানে একাউন্ট গুলো সেভ রাখে। কিন্তু অনেকের জন্য এটা বিরক্তির কারন হযে দাঁড়ায়। শুধু বিরক্তিই নয় অনেকের জন্য বিপদের কারনও হতে পারে।

ধরুন, আপনি লুকিয়ে আপনার বাবা, মা অথবা বড় ভাই বা বোনের মোবাইলে আপনার আইডি লগইন করেছেন। যার মোবাইলে আপনি লগ ইন করেছেন তিনি হয়তো আপনার আইডি সম্পর্কে জানেন না বা আপনি যে ফেসবুক ব্যবহার করেন তা জানেন না। এখন আপনার আইডিটিও মেসেন্জারে সেভ হয়ে গেল। তাহলে যার মোবাইলে আপনি লগইন করেছেন তিনি যদি Switch account অপশনে যান তাহলে আপনার আইডি পেয়ে যাবে। এবার আপনার কি হবে ভেবে দেখুন। যদিও আপনি পাসওয়ার্ড ছাড়া আপনার আইডিতে ঢুকতে পারবে না।

এই ফাঁকে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ফেসবুক পাসওয়ার্ড টিপস বলে নিই। আপনি যদি আপনার ফেসবুক একাউন্টে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে চান তাহলে নিচের লিংক থেকে পোস্টটি পড়ে নিতে পারেন।

ফেসবুকসহ যেকোন গুরুত্বপূর্ন প্রোফাইলের জন্য শক্তিশালী পাসওয়ার্ড দেওযার নিয়ম

উপরের গল্পের ঘটনা ছাড়াও অন্যান্য কারনে আপনি যদি অতিরিক্ত একাউন্ট রিমুভ বা ডিলেট করতে চান তাহলে আমার দেখানো উপায় অনুসরণ করুন। তাহলে আপনি নিমিষেয় সমাধান করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কিভাবে কি করা যায়।

➤ ধাপ ১

প্রথমে আপনার ফোনে থাকা মেসেন্জার অ্যাপটি লগিন করে নিন। তারপর messenger app এর উপরে থাকা আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তাহলো আপনি অনেক সেটিংস পাবেন। এখান থেকে Switch Account এ ক্লিক করুন। তাহলে আপনার সকল একাউন্ট দেখা যাবে। এখানে একটা জিনিস খেয়াল করুন আপনি বর্তমানে যে একাউন্টটি লগইন অবস্থায় আছেন ওই আইডির পাশে টিক মার্ক দেয়া আছে।

বাকি একাউন্টগুলোর পাশে কিছু থাকবে না। এবার আপনি যে একাুন্টটি মেসেন্জার থেকে রিমুভ করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে রিমুভ বা ডিলেট করার অপশন পাবেন। এবার ওটাতে ক্লিক করুন। তাহলে আপনার আপনার ওই আইডিটি মেসেন্জার অ্যাপ থেকে রিমুভ হয়ে যাবে।

➤ ধাপ ২
প্রথম ধাপ অনুসরণ করে যদি আপনার সমস্যা সমাধান না হয় অর্থাৎ আপনার আইডি রিমুভ না হয়। তাহলে এই ধাপটি কাজে লাগান। আপনি যখন আপনার আইডি রিমুভ করার জন্য ডিলিট বাটনে ক্লিক করেন তখন হয়তো  নিচের মত একটি মেসেজ দেখতে পান।

"This account is also logged into facebook on this device you'll need to log out."

এর অর্থ হলো আপনার এই একাউন্টটি এই মোবাইলের ফেসবুকে লগনইন করা আছে। তাই আপনাকে এটা লগ আউট করে নিতে হবে। এবার আপনি হয়তো ভাবছেন। আমার ফেসবুক অ্যাপে তো বর্তমানে এই একাউন্টটি লগইন করা নাই। তাহলে কেন এমন মেসেজ দেখাচ্ছে।

যদিও এই মুহুর্তে আপনার আইডিটি ফেসবুকে লগইন করা নাই। কিন্তু আপনি যে আগে ফেসবুকে লগইন করেছেন তাই এমনটা হচ্ছে। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। সেটিংস অপশনে আসার পর Accounts নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করুন।

মেসেন্জারে সাউন্ড ইমোজি পাঠানোর উপায়

তাহলে আপনার ফোনে লগইন করা সকল গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু সহ আরো অনেক অ্যাপে একাউন্টের লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আগে ফেসবুকে ঢুকুন। তাহলে আপনি ফেসবুকে লগইন করা প্রোফাইল গুলো দেখতে পাবেন। এখান থেকে সব রিমুভ করে দিন। এক এক মোবাইলে সেটিংস একেক রকম থাকে। তাই আপনি দেখে নিন কোথায় আইডি গুলো ডিলেটের অপশন আছে। অনেক মোবাইলে একাউন্ট গুলোর নিচেই রিমুভ অপশন থাকে। আবার অনেক মোবাইলে ডিলট করতে হলে উক্ত একাউন্টের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরলে ডিলেট অপশন আসে। তাই আপনি দেখে নিন কিভাবে ডিলেট করবেন।

ফেসবুকের একাউন্ট রিমুভ করার পর যদি মেসেন্জার একাউন্ট দেখতে পান তাহলর এটাতেও ঢুকুন। একই নিয়মে এখানের একাউন্ট গুলোও রিমুভ করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার মোবাইলের ফেসবুক বা মেসেন্জার অ্যাপে কোন আইডি লগউন থাকবে না। এবার যেই আইডি চালু রাখতে চান ওইটা লগ ইন করে নিন।

এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। আমাদের সোসাল প্রোফাইলে আমাদের অনুসরণ করুন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ