Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুক মেসেঞ্জারে কিভাবে সাউন্ড ইমোজি পাঠাবেন

ফেসবুক মেসেঞ্জারে অডিও ইমোজি পাঠানোর সম্পর্কে জানতে চাইলে এই পোস্টটি পড়ে নিন। এ পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কারো সাথে চ্যাট করার সময় অডিও ইমোজি পাঠাবেন।

messenger sound emoji

বর্তমানে আমরা facebook messenger app ব্যবহার করে থাকি। এই মেসেঞ্জার ব্যবহার করার সময় আমরা সবাইকে কোন না কোন emoji দিয়ে থাকি। ফেসবুক কতৃপক্ষ প্রতিনিয়ত ইমোজি লিস্টে নতুন নতুন অনেক ইমোজি যুক্ত করছে।

ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে sound emoji পাঠানোর একটি সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে আপনি চাইলে কাউকে চ্যাট করার সময় অডিও ইমোজি পাঠাতে পারবেন। আর বেশি কথা না বলে চলুন দেখে নেই কিভাবে অডিও ইমোজি পাঠাতে হয়।

প্রথমে আপনার মোবাইল থেকে messenger app টি ওপেন করে নিন। এবার আপনি যাকে ইমোজি পাঠাতে চান তার চ্যাট ওপেন করুন। চ্যাট ওপেন করার পর স্বাভাবিক ভাবে আমরা যেখানে কোন ম্যাসেজ লিখি ওই জায়গায় ক্লিক করুন। তারপর ইমোজি আইকনে ক্লিক করুন।

ইমোজি আইকনে ক্লিক করার পর সবার ডানপাশে দেখুন স্পিকার এর একটি লোগো দেখা যাচ্ছে। ওই স্পিকার লোগোতে ক্লিক করুন। তাহলে আপনি এখানে কতগুলো ইমোজি দেখতে পাবেন। এই ইমোজি গুলো আপনি যদি কাউকে পাঠান তাহলে কিছু সাউন্ড সহ এই ইমোজি গুলো সেন্ড হবে। আপনি চাইলে ইমোজি পাঠানোর আগে সাউন্ডটি একবার চেক করে নিতে পারেন। এর জন্য এখান থেকে কোন একটি ইমোজি উপর ক্লিক করুন। তাহলে দেখবেন এটি প্লে হচ্ছে। এবার ইমোজি টি আপনার পছন্দ হলে সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিতে পারেন। এভাবে আপনি যে কাউকে অডিও ইমোজি পাঠাতে পারবেন।

এমন আরও টিপস পেতে চাইলে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন। এছাড়াও আপনি যদি আমাদের পোস্ট এর আপডেট পেতে চান তাহলে আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোতে যুক্ত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ