Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলে ভাইরাস দূর করার কার্যকরী উপায় জেনে নিন

ভাইরাস বা ম্যালওয়্যার হলো এমন এক প্রকার প্রোগ্রাম যা নিমিষেই যেকোন ফাইলকে নষ্ট করে দিতে পারে। কম্পিউটার বা ল্যাপটপের মতো আমাদের মোবাইলে ভাইরাস আক্রমন করতে পারে। আমাদের মোবাইলে যদি কোনভাবে ভাইরাস ঢুকে যায় তাহলে তা আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দিতে পারে। আপনি যদি মোবাইলে ভাইরাস দূর করার উপায় জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

remove-virus-from-mobile


মোবাইলে কিভাবে ভাইরাস আসে

মোবাইলর ভাইরাস ঢুকার অনেক কারন রয়েছে। বিভিন্ন কারনে মোবাইলে ভাইরাস ঢুকে পড়ে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি কারন বলছি।
  • আপনি যদি ভাইরাস আছে এমন অ্যাপ ইনস্টল করেন তাহলে ভাইরাস আপনার মোবাইলে ঢুকতে পারে। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা এসব অ্যাপ নিয়ে থাকি। তখন কিছু অ্যাপের সাথর এসব ভাইরাস আমাদের ফোনে চলে আসে। তাই প্রত্যেকের উচিৎ যার যার মোবাইলের প্লেস্টোর থেকে অ্যাপ ইনস্টল করা। এছাড়াও অ্যাপটি ইনস্টল করার আগে এটির রিভিউ দেখে নেওয়া ভালো। এতে করে অ্যাপটি সম্পর্কে ধারনা পাবেন।

  • মোবাইল থেকে আনট্রাস্টেড কোন লিংকে ঢুকলেও ভাইরাস মোবাইলে আক্রমন করতে পারে। অনেক সময় কিছু লিংক আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যেমন অনেকে ফেসবুকে বা অন্য কোন মাধ্যমে এসব লিংক দিয়ে থাকে। তখন এমন কিছু লিংকে আমরা ঢুকি যেখানে ঢুকলে আমাদের মোবাইল ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কেউ আপনাকে কোন লিংক পাঠালে তা যাচাই করে ট্রাস্টেড লিংক হলে তাহলে প্রয়োজন অনুযায়ি ঢুকবেন। নয়তো লিংকটি এভয়েড করা উচিৎ।

  • ভাইরাসে আক্রান্ত কোন মোবাইল থেকে কোন কিছু আপনার ফোনে নিলে। যেমন আমরা অনেক সময় পরিচিত অনেকের মোবাইল থেকে বিভিন্ন কিছু নিয়ে থাকি। তখন যার মোবাইল থেকে আমরা এসব নিচ্ছি তার মোবাইলে যদি কোন ভাইরাস থাকে তা আপনার মোবাইলেও আক্রমন করতর পারে। কারো মোবাইল থেকে কিছু নেয়ার আগে ওই মোবাইলটি ভালো করে দেখে নিন। সাধারনত মোবাইলে ভাইরাস আক্রান্ত করলে ঔ মোবাইলে বিভিন্ন সমস্যা দেখা দিবে। তাই মোবাইলটিতে এমন কোন সমস্যা দেখলে ওইটা থেকে কিছু না নেয়া ভালো হবে।

  • ভাইরাস আছে এমন কোন কম্পিউটারে আপনার মোবাইল ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করলে। অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে অন্যের কম্পিউটারে ডাটা ক্যাবলের সাহায্যে মোবাইল কানেক্ট করি। তবে কানেক্ট করার আগে কম্পিউটারে ভাইরাস আছে কি না যাচাই করে নেয়া উচিৎ।

সাধারনত এই কয়েকটি কারনে মোবাইলে ভাইরস প্রবেশ করতে পারে। এছাড়াও ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা যে বিভিন্ন লিংক ওপেন করি। এমন কিছু ওয়েবসাইট থেকেও ভাইরাস আসতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই। একটু সাবধানতা অবলম্বন করলে ভাইরাস থেকে নিস্তার পাওয়া সম্ভব।

মোবাইলে ভাইরাস আক্রমন করেছে কিনা কিভাবে বুঝবেন

মোবাইলে যদি ভাইরাস আক্রমন করে তাহলে আপনার ফোনের ফাইলগুলো নষ্ট হয়ে যাবে। ফোন হ্যাং করবে। ফোন ঠিকমত কাজ করবে না। আবার কোন কোন ফাইল ওপেন হবে না বা ডিলেট করা যাবে না। ফোনের স্টোরেজ অটোমেটিক ফুল হয়ে যাবে। এছাড়া বিভিন্ন সমস্যা দেখা দিবে। মোট কথা মোবাইল ব্যবহার করতে অনেক সমস্যা হবে।

মোবাইলে ভাইরাস দূর করার উপায়

যদি আপনি দেখেন যে আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। তাহলে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। নিচে মোবাইলে ভাইরাস দূর করার কয়েকটি কার্যকরী উপায় দেখানো হলো।

  • এন্টিভাইরাস সফটওয়্যার তথা অ্যাপস ব্যবহার করা। বর্তমানে মোবাইলে ভাইরাস কাটার অ্যাপস অনেক রয়েছে। এই অ্যাপসগুলো দিয়ে সহজেই ভাইরাস স্ক্যান করে এগুলো ডিলেট করতে পারবেন। প্লেস্টোরে সার্চ করলে অনেক অ্যাপ পাবেন। যেকোন একটি ভাইরাস মারার অ্যাপ ব্যবহার করতে পারেন।

  • এন্টিভাইরাস অ্যাপ দিয়ে যদি ডিলেট করা না যায় বা এরপরও সমস্যা থেকে যায় তাহলে সবচেয়ে ভালো উপায় হলো মোবাইলটি রিসেট করা। অর্থাৎ আপনার ফোনটি স্টোরেজ ফরমেট সহ রিসেট করে নেয়া। তাহলে আপনার ফোন একেবারে ক্লিন হয়ে যাবে। পরবর্তিতে একটু সাবধান হলে আর সমস্যা হবে না।

উপরের আলোচনা থেকে আপনি মোবাইলের ভাইরাস কি, এটি কিভাবে মোবাইলে আসে এবং মোবাইলে ভাইরাস দূর করার উপায় দেখানো হয়েছে। তাই আমি মনে করি আপনি পোস্টটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে মোবাইলে ভাইরাস সমস্যক থেকে মুক্তি পাবেন। আমার এই পোস্টটি আপনার কাছে উপকারি বলে মনে হলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। প্রতিনিয়ত এমন আরো টিপস পেতে আমাদের "Sohoz Upay- সহজ উপায়" ব্লগে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ