Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলের লক স্ক্রিনে সেট করে রাখুন প্রয়োজনীয় কিছু তথ্য

আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে এন্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার অনেক কাজে আসবে। তাই মনোযোগ দিয়ে পোস্টটি পড়ে নিন।

lock-screen-info

বর্তমানে আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি। কিছু দরকারি টিপস এন্ড ট্রিকস আমাদের মোবাইলের ব্যবহারকে আরো সহজ করে তুলে। এছাড়াও এমন কিছু android mobile tips রয়েছে যা আমাদের জানা অবশ্যই জরুরি। এই পোস্টে এমনই একটি জরুরী tips and tricks নিয়ে আলোচনা করছি।

মোবাইল টিপসটি অনুসরণ করে আপনি চাইলে আপনার মোবাইলের লক স্ক্রিনে আপনার যে কোন ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। এতে করে আপনার মোবাইলটি হারিয়ে গেলে এবং তা যদি কোন ভাল মানুষের হাতে পড়ে তাহলে আপনার লক স্ক্রিনে থাকা ঠিকানার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এতে করে আপনার হারানো মোবাইল ফিরে পাওয়ার একটি সুযোগ তৈরি হবে।

এছাড়াও আপনি যদি কোন দুর্ঘটনার শিকার হন তাহলে যে কেউ আপনার মোবাইলের লক স্ক্রিনে থাকা ঠিকানা বরাবর যোগাযোগ করতে পারবে। আপনি যদি এই লক স্ক্রিনে কোন ঠিকানা বা মোবাইল নাম্বার যুক্ত করে দেন তা আপনার মোবাইল ফোন লক থাকাকালিন ডিসপ্লের মধ্যে দেখা যাবে।

লক স্ক্রিন কি?

আমরা যখন মোবাইল লক করে রাখি তখন লক করা অবস্থায় যে ডিসপ্লে দেখতে পায় তা হলো এন্ড্রয়েড lock screen। এটি সাধারনত মোবাইল সেটিংসের অধীনে Security settings বা lock screen settings এর একটি অংশ। 

লক স্ক্রিন মেসেজ কি?

মোবাইলের স্ক্রিন লক করা অবস্থায় ডিসপ্লেতে যে মেসেজ বা তথ্য দেখা যায় তা লক স্ক্রিন মেসেজ। এখানে প্রয়োজনীয় যেকোন তথ্য সেভ করে রাখা যায়।

লক স্ক্রিন মেসেজ কিভাবে সেভ করবেন

এখন আমরা জেনে নিব কিভাবে আপনি এই কাজটি করবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে আসুন। তারপর এখান থেকে Screen lock and password অপশনে ক্লিক করুন। তাহলে লক screen signature নামে একটি অপশন দেখতে পাবেন। আবার অনেক সময় এটি লক স্ক্রিনিং নামেও পাওয়া যাবে। মোবাইল ভেদে সেটিংসটি ভিন্ন হতে পারে। তাই আপনার ফোনে সেটিংস অপশন থেকে এই অপশনটি বের করে নিন।

এবার লক স্ক্রিন সিগনেচার অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি একটি বক্স পেয়ে যাবেন। এ বক্সের মধ্যে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে দিন। এখানে চাইলে আপনি আপনার পরিবারের কারো মোবাইল নাম্বার বা আপনার ঠিকানা দিয়ে দিতে পারেন। তারপর এগুলো সেভ করে দিন।

ব্যাস, আপনার কাজ শেষ। এভাবে আপনি খুব সহজে আপনার লক স্কিনে প্রয়োজনীয় যেকোনো তথ্য দিয়ে দিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ