Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কোন সমস্যা ছাড়াই ফেসবুক পেজ খোলার নিয়ম জেনে রাখুন

বর্তমানে ফেসবুক পেজ খুলতে গেলে একটি ইরর দেখায় যে "You have created too many page. Please try again after sometime." অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি অনেক পেজ খুলেছেন তাই আপনি এখন আর পেজ খুলতে পারবেন না। অথচ আপনার ফেসবুকে এক বা দুইটি ফেসবুক পেজ আছে বা আপনার কোন পেজও নাই। এরপরও এমন সমস্যা দেখাচ্ছে।

ফেসবুক পেজ খোলার নিয়ম

বর্তমান সময়ে আমরা শখের বশে বা প্রফেশনাল কাজের জন্য ফেসবুক পেজ খুলে থাকি। ফেসবুকের জনপ্রিয়তার জন্যই আমরা বিভিন্ন উদ্দেশ্যে এটি পছন্দের তালিকায় প্রথমে রাখি। কিন্তু বর্তমানে যে সমস্যাটি হচ্ছে তা হলো ফেসবুক পেজ খুলতে গেলেই এরর মেসেজ দিচ্ছে। যার কারনে আমাদের ফেসবুক পেজ খুলতে সমস্যা হচ্ছে।

আমার এই পোস্টে আমি দেখাব বর্তমান সমস্যাটি ছাড়া কিভাবে আপনি খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। নিচে ধাপে ধাপে সব আলোচনা করছি। প্রথমে আমরা জেনে নিব কি করলে বর্তমানে পেজ খোলার সময় সংঘটিত সমস্যাটি আর হবে না।

ফেসবুক পেজ খোলা সমস্যার সমাধান

ফেসবুকে নতুন পেজ চালু করতে গেলে যে সমস্যাটি হচ্ছে তা সমাধানের সিম্পল একটি উপায় আছে। তা হলো অ্যাপ এর পরিবর্তন। আশা করি  facebook lite app সম্পর্কে আপনি জানেন। আপনি যদি ফেসবুক অ্যাপ এর পরিবর্তে ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে কোন পেজ খুলেন তাহলে বর্তমানে যে ইরর মেসেজ দেখাচ্ছে তা দেখাবে না এবং সুন্দরভাবে একটি পেজ তৈরি করা যাবে।

এবার আমরা জেনে নিব কিবাবে ফেসবুক পেজ খোলা যায়। সাধারনত মোবাইল ও কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক পেজ খুলা যায়। এটা বেশিরভাগই জানে। তবে অনেকে বুঝতে পারে না কিবাবে কি করতে হয়। তাদের জন্য এই পোস্টে আমি মোবাইল ও কম্পিউটার দিয়ে কিভাবে কাজটি করতে হয় তা শেয়ার করব।

ফেসবুক অ্যাপ থেকে পেজ খোলার নিয়ম

প্রথমে আমরা জেনে নিব কিভাবে মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে একটি ফেসবুক পেজ খোলা যায়। এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে facebook app ওপেন করুন। তারপর আপনার ফেসবুকে লগইন করুন। তাহলে আপনি আপনার টাইমলাইন দেখতে পাবেন। এবার উপারে ডান পাশে দেখুন তিনটি দাগ আছে। এখানে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে Pages অপশনে আসুন। তাহলে সবার উপরে দেখুন Create নামে একটি অপশন আছরে। এটাতে ক্লিক করুন।

এবার Get Started এ ক্লিক করুন। এবার আপনাকে একটি ফেসবুক পেজ নাম দিতে হবে। তারপর নিচে Next বাটনে ক্লিক করুন। তারপর পেজের জন্য একটা ক্যাটেগরি সিলেক্ট করুন। আবার নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর অন্যান্য ইনফরমেশন দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আপনাকে প্রোফাইল পিকচার যুক্ত করতে হবে। এভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করে নিতর পারবেন।

পিসি থেকে পেজ খোলার নিয়ম

প্রথমে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর ফেসবুক ওয়েবসাইটে আসুন। এবার আপনার একাউন্টে লগিন করুন। তাহলে আপনি আপনার নিউজফিডে চলে আসবেন। এবার বাম পাশে খেয়াল করুন Pages নামে একটি অপশন আছে। এটাতে ক্লিক করুন। তাহলে Create নামে একটি অপশন পাবেন এটাতে ক্লিক করুন।

এবার ফেসবুক পেজ নাম, ক্যাটেগরি, ছবি ও উপরে দেখানো বিষয়গুলোসহ যাবতীয় তথ্য দিয়ে পেজ তৈরি করে ফেলুন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি জেনে গেলেন ফেসবুক পেজ খোলার নিয়ম এবং ইরর মেসেজের সমাধান। নিয়মিত এমন আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন। সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ