Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি ও মোবাইলে সরাসরি খেলা দেখার উপায়

মোবাইল দিয়ে কিভাবে ফিফা বিশ্বকাপ ২০২২ দেখবেন তা নিয়ে আজকের এই পোস্ট। আপনা যদি এমন সুযোগ মিস করতে না চান তাহলে পোস্টটি দেখে নিন। তারপর যেকোন সময়, যেকোন জায়গায় দেখতে পাবেন পছন্দের ম্যাচ।

ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ ২০২২

শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ ২০২২। দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার পর শুরু হলো প্রিয় দলের বিশ্বকাপ ফুটবল। সবার শুরুতে বলে নিই কোন দেশে হবে এই খেলা। এবারের ফিফা ২০২২ এর আয়োজক হলো কাতার। তাই এর নাম হলো কাতার বিশ্বকাপ। আয়োজক বা না যাই হোক সাড়া জাগানো এই খেলা উপভোগ করার জন্য বিভিন্ন আয়োজন থাকে। কেউ কেউ প্রজেক্টর এর মাধ্যমে বড় পর্দায়, আবার অনেকে বড় টেলিভিশনে উপভোগ করে এই ম্যাচগুলো। কিন্তু যারা চাকরিজীবী বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা কিভাবে উপভোগ করবেন চমৎকার এই খেলাগুলো?

তখন আমরা ভরসার শেষ আশ্রয় হিসেবে মোবাইলকেই বেছে নিই। কিন্তু সবাইতো জানে না কিভাবে মোবাইল দিয়ে কাতার বিশ্বকাপ দেখতে হয়। এর অন্যতম কারন হলো সকল চ্যানেল বা মিডিয়া বিশ্বকাপ খেলা প্রচার করতে পারেনা। এখন হয়তো ভাবছেন তাহলে কিভাবে দেখবেন বহুল প্রতীক্ষিত কাতার বিশ্বকাপের খেলা। আমি বলে দিচ্ছি আপনাকে। তবে এর আগে আমরা কিছু বিষয় জেনে নিব।

২০২২ ফিফা বিশ্বকাপ গ্রুপ

এবার আমরা দেখে নিব ২০২২ ফিফা বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল আছে।         

                                        

গ্রুপ
গ্রুপ একাতার, সেনেগাল, ইকুয়েডর, নেদারল্যান্ডস
গ্রুপ বিইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস
গ্রুপ সিআর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডিফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া
গ্রুপ ইস্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফবেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জিব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচপর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

২০২২ ফিফা বিশ্বকাপের সময়সূচি

সবার প্রথমে আমরা জেনে নিব ফিফা বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি সম্পর্কে। এই ম্যাচ শুরু হবে এবছরের ২০ নভেম্বর থেকে। কাতার ও ইকুয়েডর এর ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। নিচের ছকে দেখে নিন কাতার বিশ্বকাপের পূর্নাঙ্গ সময়সূচী।

গ্রুপ পর্ব
নভেম্বর ২০কাতার বনাম ইকুইডররাত ১০টা
নভেম্বর ২১ইংল্যান্ড বনাম ইরানসন্ধ্যা ৭টা
নভেম্বর ২১সেনেগাল বনাম নেদারল্যান্ডসরাত ১০টা
নভেম্বর ২২ইউএসএ বনাম ওয়েলসরাত ১টা
নভেম্বর ২২আর্জেন্টিনা বনাম সৌদি আরববিকাল ৪টা
নভেম্বর ২২ডেনমার্ক বনাম তিউনিশিয়াসন্ধ্যা ৭টা
নভেম্বর ২২মেক্সিকো বনাম পোল্যান্ডরাত ১০টা
নভেম্বর ২৩ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ারাত ১টা
নভেম্বর ২৩মরক্কো বনাম ক্রোয়েশিয়াবিকাল ৪টা
নভেম্বর ২৩জার্মানি বনাম জাপানসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৩স্পেন বনাম কোস্টারিকারাত ১০টা
নভেম্বর ২৪বেলজিয়াম বনাম কানাডারাত ১টা
নভেম্বর ২৪সুইজারল্যান্ড বনাম ক্যামেরুনবিকাল ৪টা
নভেম্বর ২৪উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়াসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৪পর্তুগাল বনাম ঘানারাত ১০টা
নভেম্বর ২৫ব্রাজিল বনাম সার্বিয়ারাত ১টা
নভেম্বর ২৫ওয়েলস বনাম ইরানবিকাল ৪টা
নভেম্বর ২৫কাতার বনাম সেনেগালসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৫নেদারল্যান্ডস বনাম ইকুইডররাত ১০টা
নভেম্বর ২৬ইংল্যান্ড বনাম ইএসএরাত ১টা
নভেম্বর ২৬তিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়াবিকাল ৪টা
নভেম্বর ২৬পোল্যান্ড বনাম সৌদি আরবসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৬ফ্রান্স বনাম ডেনমার্করাত ১০টা
নভেম্বর ২৭আর্জেন্টিনা বনাম মেক্সিকোরাত ১টা
নভেম্বর ২৭জাপান বনাম কোস্টারিকাবিকাল ৪টা
নভেম্বর ২৭বেলজিয়াম অনাম মরোক্কোসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৭ক্রোয়েশিয়া বনাম কানাডারাত ১০টা
নভেম্বর ২৮স্পেন বনাম জার্মানিরাত ১টা
নভেম্বর ২৮ক্যামেরুন বনাম সার্বিয়াবিকাল ৪টা
নভেম্বর ২৮দক্ষিণ কোরিয়া বনাম ঘানাসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৮ব্রাজিল বনাম সুইজারল্যান্ডরাত ১০টা
নভেম্বর ২৯পর্তুগাল বনাম উরুগুয়েরাত ১টা
নভেম্বর ২৯ইকুইডর বনাম সেনেগালরাত ৯টা
নভেম্বর ২৯নেদারল্যান্ডস বনাম কাতাররাত ৯টা
নভেম্বর ৩০ইরান বনাম ইউএসএরাত ১টা
নভেম্বর ৩০ওয়েলস বনাম ইংল্যান্ডরাত ১টা
নভেম্বর ৩০তিউনিশিয়া বনাম ফ্রান্সরাত ৯টা
নভেম্বর ৩০অস্ট্রেলিয়া বনাম ডেনমার্করাত ৯টা
ডিসেম্বর ১পোল্যান্ড বনাম আর্জেন্টিনারাত ১টা
ডিসেম্বর ১সৌদি আরব বনাম মেক্সিকোরাত ১টা
ডিসেম্বর ১ক্রোয়েশিয়া বনাম বেলজিয়ামরাত ৯টা
ডিসেম্বর ১কানাডা বনাম মরক্কোরাত ৯টা
ডিসেম্বর ২জাপান বনাম স্পেনরাত ১টা
ডিসেম্বর ২কোস্টারিকা বনাম জার্মানিরাত ১টা
ডিসেম্বর ২দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগালরাত ৯টা
ডিসেম্বর ২ঘানা বনাম উরুগুয়েরাত ৯টা
ডিসেম্বর ৩সার্বিয়া বনাম সুইজারল্যান্ডরাত ১টা
ডিসেম্বর ৩ক্যামেরুন বনাম ব্রাজিলরাত ১টা
 

                                                                                                                                                                                                                                                                                                                                                                     
রাউন্ড অব সিক্সটিন
ডিসেম্বর ৩গ্রুপ এ-১ বনাম গ্রুপ বি-২রাত ৯টা
ডিসেম্বর ৪গ্রুপ সি-১ বনাম গ্রুপ ডি-২রাত ১টা
ডিসেম্বর ৪গ্রুপ ডি-১ বনাম গ্রুপ সি-২রাত ৯টা
ডিসেম্বর ৫গ্রুপ বি-১ বনাম গ্রুপ এ-২রাত ১টা
ডিসেম্বর ৫গ্রুপ ই-১ বনাম গ্রুপ এফ-২রাত ৯টা
ডিসেম্বর ৬গ্রুপ জি-১ বনাম গ্রুপ এইচ-২রাত ১টা
ডিসেম্বর ৬গ্রুপ এফ-১ বনাম গ্রুপ ই-২রাত ৯টা
ডিসেম্বর ৭গ্রুপ এইচ-১ বনাম গ্রুপ জি-২রাত ১টা
কোয়ার্টার ফাইনাল
ডিসেম্বর ৯ই-১/এফ-২ বনাম জি-১/এইচ-২রাত ৯টা
ডিসেম্বর ১০এ-১/বি-২ বনাম সি-১/ডি-২রাত ১টা
ডিসেম্বর ১০এফ-১/ই-২ বনাম এইচ-১/জি-২রাত ৯টা
ডিসেম্বর ১১বি-১/এ-২ বনাম ডি-১/সি-২রাত ১টা
সেমি ফাইনাল
ডিসেম্বর ১৪কোয়ার্টার ফাইনাল জয়ী ১ বনাম ২রাত ১টা
ডিসেম্বর ১৫কোয়ার্টার ফাইনাল জয়ী ৩ বনাম ৪রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারনী
ডিসেম্বর ১৭সেমি ফাইনালে পরাজিত দুই দলরাত ৯টা
ফাইনাল
ডিসেম্বর ১৮সেমি ফাইনালে জয়ী দুই দলরাত ৯টা

মোবাইলে কাতার বিশ্বকাপ দেখার উপায়

মোবাইল দিয়ে ফিফা ২০২২ এর খেলা দেখার অন্যতম একটি সেরা উপায় হলো মোবাইলে টিভি দেখার জনপ্রিয় একটি অ্যাপ। অ্যাপটির নাম হলো Toffee। এটি বাংলালিংকের একটি অ্যাপ। তবে আপনি অন্য যেকোন সিম ব্যবহার করলেও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। প্লেস্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন। তারপর এটি ওপেন করুন। প্রথমবার ওপেন করতে গেলে কিছু সেটিংস চালু করতে বলবে। এগুলো চালু করে দিলেই অ্যাপটি ব্যবহার উপযোগি হয়ে যাবে।

এবার অ্যাপটি ওপেন করুন। তাহলে প্রথমেই ফিফা লাইভ নামে অপশন পাবেন এটাতে ক্লিক করুন তারপর একটু অপেক্ষা করুন। একটু পরেই চালু হয়ে যাবে। শুধুমাত্র এই অ্যাপ ব্যবহার করেই আপনি জনপ্রিয় ফিফা বিশ্বকাপ তথা কাতার বিশ্বকাপ ২০২২ উপভোগ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ