Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুকে অযথা ট্যাগ বা মেনশন করা কিভাবে বন্ধ করবেন

আপনি কি ফেসবুকে অযথা ট্যাগ করা নিয়ে বিরক্তবোধ করছেন? তাহলে আর চিন্তা করতে হবে না। এসে গেল সমাধান। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাকে দেখাব কিভাবে ফেসবুকে বিরক্তিকর ট্যাগ বা মেনশন করা বন্ধ করবেন।

facebook group mention off

বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। তাই ফেসবুক ট্যাগ সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। সাধারণত বিভিন্ন পোস্টে আমাদের পরিচিতরা আমাদেরকে ট্যাগ বা মেনশন দিয়ে থাকে। অনেক সময় এগুলো আমাদের বিরক্ত লাগে। হর হামেশা এই ট্যাগ এর ঝামেলা পোহাতে হয়। তার মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন গ্রুপে অনেকে everyone দিয়ে ট্যাগ দিয়ে থাকে। যার ফলে আমাদের একটি নোটিফিকেশন চলে আসে।

বিভিন্ন ফেসবুক গ্রুপ ট্যাগ গুলো আমাদের অনেকের কাছে বিরক্ত লাগে। অনেকে ফান করে বারবার এই facebook everyone tag ব্যবহার করে সবাইকে mention করে দেয়। যার কারণে আমরা অনেক বিরক্ত বোধ করি। তাই আপনাদের জন্য আমি এই দারুন ফেসবুক টিপসটি নিয়ে আসলাম। এটি একটি নতুন ফেসবুক আপডেটও বলতে পারেন। চলুন তাহলে জেনে নেই কিভাবে facebook everyone stop করবেন।

প্রথমে আপনার ফেসবুক অ্যাপ টি ওপেন করুন। এবার ফেসবুক অ্যাপ এর উপরে ডানপাশে দেখুন তিনটে দাগ আছে। এই তিনটি দাগের উপর ক্লিক করুন। তারপর সবার নিচে চলে আসুন। এখানে দেখুন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।

সেটিংস অপশনে ক্লিক করার পর সবার উপরে প্রোফাইল সেটিং নামে একটি অপশন পাবেন। প্রোফাইল সেটিং এ ঢুকলে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এখান থেকে নোটিফিকেশন অপশনটি খুজে তার উপর ক্লিক করুন। 

নোটিফিকেশন সেটিংস এ ঢুকে আপনি আরো কিছু সেটিংস দেখতে পাবেন। এখান থেকে Tag অপশনটি সিলেক্ট করুন। Tag অপশনে গেলে সবার উপরে আপনি দেখবেন Everyone সিলেক্ট করা আছে। এই অপশনটি যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি ট্যাগ বন্ধ করার অপশনটি পাবেন না। তাই আপনাকে প্রথমে Everyone এর পরিবর্তে Friend অপশনটি সিলেক্ট করতে হবে।

এবার সবার নিচে চলে আসুন। তাহলে আপনি চারটি অপশন একসাথে দেখতে পাবেন। এই চারটি সবগুলো অন করা থাকবে। এই চারটি অপশন এর মধ্যে উপরে Batch everyone mention নামে যে অপশনটি থাকবে এই অপশনটি বন্ধ করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে কেউ যদি আপনাকে কোন facebook group everyone tag বা মেনশন করতে পারবে না। এটাই ছিল আজকের পোস্ট। এমন আরও পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ