Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ইনস্টাগ্রাম স্টোরিতে যেকোন লিংক যুক্ত করার নিয়ম

আপনি যদি ইনস্টাগ্রাম স্টোরি তে কোন লিংক যুক্ত করার নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটি দেখে নিন। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে কোন ভিডিও বা ছবির সাথে কোন লিংক যুক্ত করে দেবেন।

add link to instagram story

বর্তমানে আমরা সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রামে আমরা প্রতিনিয়ত কোন ভিডিও বা ছবি শেয়ার করে থাকি। এছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিতেও আমরা ছবি বা ভিডিও যুক্ত করে থাকি। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি বা ভিডিও যুক্ত করার সময় আরো অন্যান্য ফিচার যুক্ত করা যায়। এর মধ্যে একটি হলো লিংক যুক্ত করা।

আগে সাধারণত ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা কোন ভিডিও বা ছবির সাথে লিংক যুক্ত করা যেত না। যাদের ফলোয়ার ১০ হাজারের উপরে ছিল তারাই পারত। কিন্তু বর্তমানে সবাই এই কাজটি করতে পারবে। চলুন তাহলে জেনে নিন কিভাবে আপনি কাজটি করে নিবেন।

প্রথমে আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ টি ওপেন করে নিন। এবার মাঝখানে প্লাস বাটনে ক্লিক করে স্টোরি অপশনটি সিলেক্ট করুন। এবার আপনি যে ছবি বা ভিডিও স্টোরিতে দিতে চান তা সিলেক্ট করে দিন। তাহলে ছবি বা ভিডিওটি এডিট করার একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি ছবি বা ভিডিওটি বিভিন্ন ভাবে এডিট করে নিতে পারবেন।

এবার আমরা জেনে নিব কিভাবে আপনি এই স্টোরিতে শেয়ার করা ছবি বা ভিডিও সাথে কোন লিংক যুক্ত করে দেবেন। ছবি বা ভিডিও সিলেক্ট করার পর এডিটিং অপশন পাবেন। উপরে দেখুন কতগুলো ইনস্টাগ্রাম সেটিংস আইকন রয়েছে। এখান থেকে স্টিকার আইকনে ক্লিক করুন। এখানে দেখবেন অনেক রকমের স্টিকার রয়েছে এবং এখানে Link নামে একটি অপশন দেখাবে।

এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি দুইটি বক্স দেখতে পাবেন। প্রথম বক্সে আপনাকে ওয়েবসাইটের লিংক দিতে হবে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটের লিংক যুক্ত করতে চান ওই লিংকটি এখানে দিয়ে দিন। তারপর নিচে যে বক্সটি দেখা যাচ্ছে এখানে রয়েছে কাস্টম টেক্সট।

এই বিষয়টি আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। আপনি যদি শুধুমাত্র লিংক দিয়ে সেভ করে দেন তাহলে আপনার স্টোরিতে সরাসরি লিংকটি দেখাবেন। কিন্তু আপনি যদি দ্বিতীয় বক্সে কাস্টম টেক্সট হিসেবে কিছু লিখে দেন তাহলে স্টোরিতে ওই লেখাটি দেখাবে। এবং লেখাটির মধ্যে থাকবে আপনার লিংকটি। ধরুন আপনি কাস্টম টেক্সট হিসেবে লিখে দিলেন বিস্তারিত জানুন। তাহলে আপনার স্টোরিতে ছবি বা ভিডিও সাথে বিস্তারিত জানুন নামে একটি বাটন তৈরি হয়ে যাবে। কেউ যদি ওই বাটনটিতে ক্লিক করে তাহলে সরাসরি আপনার প্রদত্ত লিংকে চলে যাবে।

কিন্তু আপনি যদি কোনো কাস্টম টেক্সট ব্যবহার না করেন তাহলে সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্ক টি এখানে দেখা যাবে। তাই আমি মনে করি এখানে কোন একটা কাস্টম টেক্সট লিখে দিলে ভালো হয়। তবে আপনি আপনার মত করে দিতে পারেন। এগুলো করার পর উপরে Done বাটনে ক্লিক করুন। তাহলে এই লিঙ্ক বাটনটি আপনার স্টোরিতে চলে আসবে। এবার আপনি চাইলে এটি যেকোন স্থানে এডজাস্ট করে নিতে পারেন। এবার আপনার ছবিটি শেয়ার করে দিন।

এভাবেই আপনি খুব সহজে আপনার যেকোনো ইনস্টাগ্রাম এর সাথে যে কোন লিংক যুক্ত করতে পারবেন। এমন আরও ইনস্টাগ্রাম টিপস নিয়মিত পেতে চাইলে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ