Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুকের দারুন একটি কাজের সেটিংস দেখে নিন

এই পোস্টে ফেসবুকের দারুন একটি সেটিংস আলোচনা করা হয়েছে। আমি মনে করি এটি চমৎকার একটি ফেসবুক টিপস এন্ড ট্রিকস। তাই মনোযেগ দিয়ে পোস্টটি পড়ে নিন।

facebook-new-update

বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। এটি অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। এটি ব্যবহার করার সময় আমরা বিভিন্ন সুবিধা পেযে থাকি। ফেসবুক কর্তৃপক্ষ প্রতিনিয়ত বিভিন্ন সুযোগ-সুবিধা তথা ফিচার নিযে আসে আমাদের জন্য।

আজকের পোস্টি আমি আপনাদের সাথে দরকারি এবং চমৎকার একটি ফেসবুক নতুন আপডেট সম্পর্কে বলব। এটি হলো Most Recent শর্টকাট বার। আমরা যখন ফেসবুকে ঢুকি তখন আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বা পেইজ বা গ্রুপের বিভিন্ন পোস্ট দেখেত পায়। সাধারনত পোস্টনগুলে নতুন পোস্ট হয়না। অনেক সময় দেখা যায় ১দিন আগের পোস্ট বা কয়েক ঘন্টা আগের পোস্ট। কিন্তু আপনি যদি Most Recent নামের এই অপশনে ক্লিক করেন তাহলে এই মাত্র করা সকল পোস্ট আপনার সামনে চলে আসবে। তাহলে আপনি আপনার ফ্রেন্ড বা পেইজ বা গ্রুপের যরকোন পোস্ট সবার আগে দেখতে পাবেন। 

ফেসবুকে অ্যাপের উপরের দিকে যে আইকন গুলো থাকে এগুলো হলো শর্টকাট বার। এই বারে সাধারনত গ্রুপ, পেইজ, ভিডিও আইকন থাকে। আপনি চাইলে এখানে অন্য আইকন তথা সেটিংস যুক্ত করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে সেট করবেন এই সেটিংসটি।

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি চালু করুন। তারপর শর্টকাট বার সেটিংসে ঢুকুন।  তাহলে এখানে Most Recent অপশনটি দেখতে পাবেন। এখানে Auto লেখা থাকবে। এখান থেকে এটি Pin সিলেক্ট করে দিন। তাহলে আপনার ফেসবুকের উপরে এই সেটিংসটি পেয়ে যাবেন। এবার আপনি যখনি ফেসবুকে ঢুকবেন তখনি এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুকে ওইসময়ে পোস্ট করা সব পোস্ট আপনার নিউজ ফিডে চলে আসবে।

এমন আরো দরকারি টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।