Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

এন্ড্রয়েড মোবাইলে অতিরিক্ত ডাটা কাটা বন্ধ করবে Datally Apps

এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার এন্ড্রয়েড মোবাইলে অতিরিক্ত ডাটা কাটা বন্ধ করতে পারবেন। তাই আপনি যদি আপনার মোবাইলে এমবি কম কাটার উপায় জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন।

এমবি কম কাটার উপায়

বর্তমানে আমরা সবাই মোবাইল ব্যবহার করি। তার সাথে ইন্টারনেট ব্যবহার করেই থাকি। আর এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের মোবাইলে প্রতিনিয়ত এমবি তথা ডাটা খরচ হয়ে থাকে। অনেক মানুষকে বলতে শোনা যায় যে তার মোবাইলে অতিরিক্ত এমবি খরচ হচ্ছে। তখন আমরা কিভাবে ডাটা সেভ করা যায় তার কোনো না কোনো উপায় খুঁজে থাকি।

আমার এই পোস্টে আপনার সমাধান নিয়ে চলে আসলাম। সরাসরি মূল কথাই চলে আসি। আমি আজকে আপনাদের সাথে যে অ্যাপস এর কথা বলব অ্যাপসটার নাম হল Datally Apps। এটি গুগলের একটি অ্যাপ। বর্তমানে এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। তাই প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে Datally Apk Download লিখে সার্চ করুন।

এবার ডাটালি অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি ইন্সটল করার পর এটি ওপেন করুন। অ্যাপটি যখন ওপেন করবেন তাহলে আপনাকে কয়েকটি সেটিংস চালু করে নিতে হবে। আপনি নির্দ্বিধায় সেটিংস গুলো চালু করে দিন। তারপর অ্যাপ টি ওপেন করুন। সেটিংস গুলো চালু করার পর অ্যাপ টি সম্পূর্ণ দেখতে রেডি অবস্থায় দেখতে পাবেন।

প্রথমে দেখুন Data Saver Off নামে একটি অপশন আছে। আপনি হয়তো ভাবছেন Data Saver কি বা এটি কিভাবে কাজ করে। আমি বলছি সব। এই অপশনটি যদি চালু করে দেন তাহলে আপনার ফোনে থাকা সকল অ্যাপসের ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার ডাটা কানেকশন চালু থাকা অবস্থায় যেসকল অ্যাপস ব্যাকগ্রাউন্ড ডাটা কেটে নিতো ওই অ্যাপসগুলো এখন আর ব্যাকগ্রাউন্ডে ডাটা কেটে নিতে পারবে না। তাই এই অপশনটি চালু করে দিন। এই অপশনটা যখন চালু করবেন আপনার স্ট্যাটাসবারে চাবির মতো একটি আইকন দেখতে পাবেন। এই আইকন দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই। এই আইকনের মানে হল আপনার ফোনে ডাটা সেভার অপশন চালু হলো।

এবার নিচে দেখুন Manage Data নামে একটি অপশন আছে। এই অপশনের মাধ্যমে আপনার ফোনে কোন অ্যাপস এ কতটুকু ইন্টারনেট খরচ হলো তা দেখতে পারবেন।

তারপর Daily Limit নামে একটি অপশন আছে। এই অপশন এ ক্লিক করে আপনি চাইলে আপনার প্রতিদিনের ইন্টারনেট লিমিট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যতোটুকু ইন্টারনেট সিলেক্ট করে দিবেন ঠিক ততটুকু ব্যবহার হবে এরপর ডাটা ব্লক হয়ে যাবে। অর্থাৎ ডাটা চালু থাকলেও এমবি কাটবে না। আবার আপনি চাইলে সাথে সাথে ডাটা চালু করে নিতে পারবেন। এই অপশন চালু করার জন্য এই অপশনটিতে ক্লিক করুন।

অপশনটিতে ক্লিক করার পর আপনি একদিনে কত এমবি বা কত জিবি খরচ করবেন তা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচে অটোমেটিকেলি ব্লক ডাটা এই অপশনে টিক মার্ক দিন। তারপর সেট এ ডেলি লিমিট অপশনে ক্লিক করুন। তারপর আপনাকে নোটিফিকেশন দিয়ে এটা কনফার্ম করতে বলবে। আপনি কনফার্ম করে দিন। এবার আপনার ২৪ ঘন্টার মধ্যে আপনি যতটুকু ডাটা সেট করে দিয়েছেন ঠিক ততটুকু ডাটা চালাতে পারবেন। এরপর আপনার ইন্টারনেট ডাটা ব্লক হয়ে যাবে। যার কারণে আর কোন ইন্টারনেট চলবে না। তবে আপনি চাইলে এটি অফ করে দিয়ে সাথে সাথে আবার ডাটা কানেকশন চালু করে নিতে পারবেন।

তারপরে অপশন হলো বেডটাইম মোড। এর অর্থ হলো আপনি যদি ঘুমাতে যাওয়ার সময় একটি টাইম সেট করে দেন ওই সময়ের মধ্যে আপনার মোবাইলের ডাটা কানেকশন থাকলেও কোন অ্যাপসে ডাটা চালু থাকবে না। অর্থাৎ আপনার ডাটা কানেকশন চালু থাকবে কিন্তু কোন অ্যাপস এর মধ্যে ডাটা কানেকশন থাকবে না। এর জন্য এই অপশনে ক্লিক করে এটি অন করে দিন।

এরপর দেখুন আছে ইমারজেন্সি ব্যাংক। এই অপশনে গিয়ে আপনি চাইলে কিছু ডাটা অন্য সময় ইউজ করার জন্য সেভ করে রেখে দিতে পারেন।

তারপরের অপশন আছে ট্র্যাক হটস্পট। এই অপশনে আপনি নির্দিষ্ট কিছু ডাটা সিলেক্ট করে দিয়ে কারো সাথে যখন হটস্পট শেয়ার করবেন তখন ঐ ব্যক্তি যদি আপনার সেট করা ডাটা লিমিট এর পাশাপাশি চলে আসে আপনাকে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে।

এবার আপনাদের সাথে এই অ্যাপস এর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস এর কথা বলব। মোবাইলে এমবি কম কাটার অন্যতম আরেকটি উপায়। এই ডাটা সেটিংস এর মাধ্যমে আপনি আপনার ফোনের ডাটা নির্দিষ্ট পরিমাণে সিলেক্ট করে দিতে পারবেন। আমি আরেকটু বিস্তারিত বলি। ধরুন আপনার ফোনটি কেউ ব্যবহার করার জন্য নিচ্ছে। আপনি বুঝতে পারলাম যে ওই ব্যক্তি আপনার মোবাইল থেকে ইন্টারনেট চালাবেন। বা আপনি কাউকে আপনার ফোনে ইউটিউব এর গান বা ভিডিও দেখার জন্য দিলেন। তখন আপনি এই সেটিংস টি ব্যবহার করতে পারবেন। এই সেটিংস এর মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের ডাটা লিমিট করে দিয়ে সাথে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তাহলে আপনি যতটুকু ডাটা সিলেক্ট করবেন সে আপনার ফোনে ততটুকু ডাটা ব্যবহার করতে পারবে এরপর আর কোন ডাটা ব্যবহার করতে পারবে না। তখন সে যদি আপনার ডাটালি অ্যাপের মধ্যে অপশনটি বন্ধ করতে চাই তাহলে তাকে আপনার দেয়া পাসওয়ার্ডটি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবে না ততক্ষণ সে ডাটা কানেকশন চালু করতে পারবে না। এরপর আপনি ওই পাসওয়ার্ড দিয়ে আবার ডাটা কানেকশন চালু করে নিতে পারবেন। এই সেটিংস টি করার জন্য আপনাকে Datally app এর বাম পাশে যে তিনটি দাগ আছে এ তিনটি দাগে ক্লিক করতে হবে। তারপর আপনি গেস্ট মোড নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে যাওয়ার পর আপনি ডাটা লিমিট সেট করার অপশন পাবেন। এবার আমি যেভাবে বললাম এভাবে ডাটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ।

এটাই ছিল আমার আজকের পোস্ট এর বিষয়। এভাবে আপনি খুব সহজে আপনার মোবাইলে অতিরিক্ত এমবি বা ডাটা কাটা বন্ধ করতে পারবেন। এমন আরও টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। এছাড়াও আমাদের পোস্ট করা সকল আপডেট খুব সহজে পেতে আমাদের সোশ্যাল প্রোফাইলে আমাদের ফলো করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ