Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

Xiaomi Redmi 9 Active মোবাইলের দাম ও ফিচারসমূহ

আমাদের আজকের পোস্টের মাধ্যমে শাওমি রেডমি ৯ একটিভ মোবাইলের দাম ও দারুন সব ফিচার নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি xiaomi redmi 9 active মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি দেখে নিন।

xiaomi-redmi-9active-price-specifications


Xiaomi Redmi 9 Active মোবাইলের দাম ও ফিচার

আমরা সবাই জানি শাওমি বর্তমজন সময়ের জন্য অনেক  জনপ্রিয় একটি মোবাইল ব্রান্ড। প্রতিনিয়ত তারা নতুন নতুন মোবাইল ব্রান্ড বাজারে নিয়ে আসছে। শাওমি রেডমি ৯ একটিভ এমনি একটি নতুন মোবাইল। ২০২১ সালের সেপ্টেম্বরে এই মোবাইলটি বাজারে আসে। যেটি স্বল্প মূল্যে পাওয়া যাবে বিভিন্ন ফিচার সহ। নিচে xiaomi redmi 9 active মোবাইলের দাম ও স্পেসিফিকেশন গুলো আলোচনা করা হলো।

Xiaomi Redmi 9 Active মোবাইলের দাম

শাওমি রেডমি ৯ একটিভ মোবাইলটির বাজার মূল্য দুই ধরনের। কেউ যদি ৪/৬৪ জিবি কনফিগারেশনের নিতেনচান তাহলে তার দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। আর যদি ৬/১২৮ জিবি নিতে চান তাহলে এর দাম পরবে ১৫,৯৯৯ টাকা।

সিস্টেম কনফিগারেশন

শাওমি ব্রান্ডের এই মোবাইলের এন্ড্রয়েড ভার্সন হলে ১০(MIUI ১২)। এর চিপসেট হলো মিডিয়াটেক হেলিও জি৩৫(১২ এনএম)। এটাতে রয়েছে অক্টাকোর (আপটু ৩.২ গি.হা) প্রসেসর। জিপিইউ হলো পাওয়ার ভিআর জিই৮৩২০।

কানেক্টিভিটি

শাওমি রেডমি ৯ একটিভ মোবাইলটি ২জি, ৩জি ও ৪জি সাপোর্টেড। ওয়াইফাই কনফিগারেশন হলো ওয়াইফাই ডাইরেক্ট ও ওয়াইফাই হটস্পট। এটাতে আছে ডুয়াল ন্যানো সিম। জিপিএস সিস্টেমে রয়েছে A-GPS, GLONASS, BDS।

বডি কনফিগারেশন

এটি হলো মিনিমাল নচ্ স্টাইলের। এর উপরের অংশে রয়েচে গ্লাস ও চারপাশটি প্লাস্টিকের ফ্রেমের তৈরি। এটির ডাইমেনশন হলো ১৬৪.৯ x ৭৭.১ x ৯ এম। এর ওজন হচ্ছে ১৯৬ গ্রাম।

কালার

এটি কার্বন ব্ল্যাক, কোরাল গ্রিন, মেটালিক পার্পল এই তিন রংয়ের রয়েছে।

ডিসপ্লে কনফিগারেশন

এবার আমরা জেনে নিবো শাওমি রেডমি ৯ একটিভ মোবাইলের ডিসপ্লে কনফিগারেশন সম্পর্কে। এটির ডিসপ্লে সাইজ হলো ৬.৫৩ ইঞ্চি এবং রেজুলেশন হলো এইচডি প্লাস ৭২০ x ১৬০০ পিক্সেলের (২৬৯ পিপিআই)। এছাড়াও এই মোবাইলে রয়েছে আইপিএস এলসিডি টাচস্ক্রিন। 

ক্যামেরা রেজুলেশনন

Xiaomi Redmi 9 Active মোবাইলের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরায় ১.১২µm, এফ/২.২, এইচডিআর ফিচারসহ আরো কিছু ফিচার। এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি হলো ফুল এইচডি ১০৮০ পিক্সেল।

পিছনের ক্যামেরায় রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডাবল ক্যামেরা। এই ক্যামেরায় পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এফ/২.২, এইচডিআর ফিচারসহ আরো কিছু ফিচার। এছাড়াও ভিডিও কোয়ালিটি হলো ফুল এইচডি ১০৮০ পিক্সেল।

মেমোরি

এই মোবাইলটি দুটি কনফিগারেশনের রয়েছে। একটি হলো ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM। অন্যটি হলো ৬ জিবি RAM ও ১২৮ জিবি ROM। এছাড়াও মেমোরির জন্য রয়েছে ডেডিকেটেড স্লট।

ব্যাটারি কনফিগারেশন

এখানে আপনি পাবেন লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ এর নন রিমুভেবল ব্যাটারি। ফাস্ট চার্জিং ফিচারে আছে ১০ওয়াট ফাস্ট চার্জিং।

সিকিউরিটি

এই মোবাইলে সিজিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের সুবিধা।

অন্যান্য ফিচার সমূহ

শাওমি রেডমি ৯ একটিভ মোবাইলটিতে উপরোক্ত ফিচার  ছাড়াও রয়েছে আরো দারুন কিছু ফিচার। ব্লুতুথ, ইউএসবি, ওটিজি, এফএম রেডিও তো থাকছেই। এছাড়াও এটাতে রয়েছে এক্সিলারোমিটার ও প্রক্সিমিটি সেন্সর।

এগুলোই হলো Xiaomi Redmi 9 Active মোবাইলের দাম ও ফিচার। আপনি যদি মনে করেন এটি আপনার জন্য দারুন হবে তাহলে এটি কম দামে পছন্দের তালিকায় রাখতে পারেন। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের সাইটে ভিজিট করুন। এছাড়াও আপনি যদি সবার আগে আমাদের পোস্ট গুলো পেতে চান তাহলে আমাদের সাথে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও পিন্টারেস্টে যুক্ত হতে পারেন। আমাদের সাইটেই রয়েছে আমাদের সোসাল প্রোফাইল লিংক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ