Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিয়ম ২০২২ | New Email Account

আপনি যদি মোবাইল দিয়ে ইমেইল আইডি খোলার নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে খুব সহজে একটি ইমেইল আইডি তৈরী করা যায়। 

ইমেইল-আইডি-খোলার-নিয়ম

 বর্তমানে আমরা সবাই বিভিন্ন কাজে ইমেইল আইডি ব্যবহার করে থাকি। ধরতে গেলে বর্তমান প্রযুক্তির যুগে ইমেইল একাউন্ট আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ আমরা বিভিন্ন দরকারি কাজে আমাদের এই মেইল আইডি ব্যবহার করে থাকি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আমাদের মেইল আইডি তৈরী করতে দেয়। আপনি চাইলে নিচের অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আপনার জন্য একটি নতুন ইমেইল আইডি তৈরী করে নিতে পারবেন। যেমন :

  • Gmail 
  • Microsoft 
  • Yahoo 
  • Zoho Mail 
  • iCloud ইত্যাদি


টিপস: যে কাজগুলো না করলে আপনার গুগল একাউন্ট বন্ধ হয়ে যাবে


উপরের প্ল্যাটফর্মগুলোতে আপনি চাইলে খুব সহজে বিনামূল্যে একটি ইমেইল বানিয়ে নিতে পারবেন। তবে আমি এইক্ষেত্রে জিমেইলকে গুরুত্ব দিয়ে থাকি। এটি গুগল একাউন্ট হিসেবেও পরিচিত। তাই আমি এই পোষ্টের মাধ্যমে আপনাকে দেখাবো Google Account খোলার নিয়ম।

জিমেইল একাউন্টের সুবিধা

জিমেইল আইডি কিভাবে খুলবো তা জানার আগে আমরা এর সুবিধা সম্পর্কে জেনে নিব। জিমেইল হলো গুগলের একটি সেবা। তাই একটি জিমেইল একাউন্ট ব্যবহার করে আপনি অনেক সুবিধা পেতে পারেন। যেমন:

  • জিমেইল আইডি খুব সহজে করা যায়।
  • নতুন জিমেইল আইডি খুলতে অল্প সময় ব্যয় হয়।
  • একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগলের সকল সেবা খুব সহজে ব্যবহার করতে পারবেন।
  • আপনার এই জিমেইল আইডি দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলকে সুন্দর ভাবে চালাতে পারবেন।
  • এই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা খুব সহজ।

উপরের সুবিধাগুলো ছাড়াও জিমেইল একাউন্টের আরো নানাবিধ সুবিধা রয়েছে।

জিমেইল আইডি কিভাবে খুলবো

এখন আমরা জেনে নিব জিমেইল তথা Google Account খোলার নিয়ম। প্রথমে আপনার মোবাইল থেকে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর জিমেইল এর অফিশিয়াল ওয়েবসাইট Gmail.com এ ঢুকুন। জিমেইলের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন ওই ওয়েবসাইটের ভাষাটি আপনার দেশের ভাষার সাথে মিলে যাবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটে ঢুকেন তাহলে ওই ওয়েবসাইটের সকল লেখা বাংলায় দেখতে পাবেন।

আপনি চাইলে এটি আবার ইংরেজি করে নিতে পারবেন। এর জন্য এই ওয়েবসাইটে একেবারে নিচে চলে আসুন। নিচে আসার পর আপনি বাংলা নামে একটি অপশন দেখতে পাবেন। এই বাংলার উপর ক্লিক করুন। তাহলে আপনি অনেকগুলো ভাষা দেখতে পাবেন। এবার এখান থেকে আপনি চাইলে ইংরেজি সিলেক্ট করে দিতে পারেন। তবে আমি বলব আপনার সুবিধামতো আপনি ভাষা পছন্দ করে নিন।

নিউ গুগল একাউন্ট করার জন্য জিমেইলের ওয়েবসাইটের উপরে দেখুন সাইন ইন নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Create Account বা অ্যাকাউন্ট তৈরি করুন নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এগুলো হল For myself, for my child, for my business। এখান থেকে আপনি ফর মাইসেল্ফ অপশন সিলেক্ট করুন। তাহলে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। প্রথমে যে বক্স থাকবে ওই বক্সের মধ্যে আপনার নামের প্রথমাংশ দিতে হবে। দ্বিতীয় ঘরটিতে আপনার নামের পরের অংশ দিতে হবে। ধরুন আপনার নাম Mr John। তাহলে আপনার প্রথম নাম Mr হবে এবং দ্বিতীয় নাম John হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনাকে সবগুলো ইংরেজিতে লিখতে হবে। নাম লেখার পর আপনাকে একটি ইউজারনেম সিলেক্ট করতে হবে। এটি হলো আপনার নতুন ইমেইল আইডি। তাই এটি আপনাকে ভবিষ্যতে ব্যবহারের জন্য মনে রাখতে হবে।

এই ইউজারনেম আপনি আপনার নামের সাথে মিল রেখে রাখতে পারবেন। তবে ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আপনি বড় হাতের কিছু দিতে পারবেন না বা কোন স্পেস রাখতে পারবেন না। এখানে আপনাকে ছোট হাতের ইংরেজিতে অক্ষর এবং সংখ্যা ব্যবহার করতে হবে। যেমন mrjohn2213, johnmr2132 ইত্যাদি উপায়ে আপনি ইউজার আইডি ব্যবহার করতে পারবেন। তবে অনেক সময় দেখা যায় সহজে ইউজার আইডি গুলো মিল পাওয়া যায় না। ভয় পাওয়ার কারণ নেই। এর মানে হল আপনি যে ইউজার আইডি দিচ্ছেন এই ইউজার আইডি অন্য কেউ ব্যবহার করেছে। তাই আপনার উচিত অন্য আরেকটি ইউজার আইডি দিয়ে চেষ্টা করা। আশা করি সমস্যা হবে না।

ইউজার আইডি বক্স এর পরের ঘরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড জন্য আপনাকে কোন বড় হাতের ইংরেজি অক্ষর ছোট হাতের ইংরেজি অক্ষর বা কোন সংখ্যা ব্যবহার করতে হবে। আবার চাইলে এখানে কয়েকটি চিহ্ন ব্যবহার করতে পারবেন। তবে কোন স্পেস রাখা যাবে না। আমি আপনাকে সাজেস্ট করবো এখানে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। তার পরের ঘরে পাসওয়ার্ডটি হুবহু আবার লিখে দিন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। আবার পরবর্তিতে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

এবার আপনার সামনে নতুন আরেকটি উইন্ডো চালু হবে। উইন্ডোতে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে সাবমিট করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করুন ওইখানে একটা বক্সের সামনে আপনার দেশের জাতীয় পতাকা দেওয়া আছে। অর্থাৎ আপনি যে দেশে আছেন ওই দেশের পতাকা দেখা যাবে। যেমন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের পতাকা দেখতে পাবেন। তার পাশের বক্সের মধ্যে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার আপনার ওই মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে একটি কোড পাঠানো হবে এবং কোডটি লেখার জন্য একটি বক্স দিবে। এবার মেসেজ থেকে কোডটি দেখে দেখে এখানে লিখে ফেলুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে একটা রিকভারি ইমেইল দিতে হবে। এর অর্থ হল আপনার ইমেইল আইডি যদি কখনো কোনো সমস্যা হয় চাইলে আপনি এই রিকভারি ইমেইল মাধ্যমে আপনার ইমেইল আইডিটা ঠিক করে নিতে পারবেন। এর জন্য আপনি চাইলে পরিচিত কারো ইমেইল আইডি রিকভারি ইমেইল হিসেবে দিতে পারেন। আবার আপনি যদি চান এটি নাও দিতে পারেন। তারপরে আপনাকে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। এবার নিচে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার আপনাকে একটি পেজে নিয়ে যাবে। এখানে Yes, I'm in অপশনে ক্লিক করুন। এবার আপনাকে তাদের কিছু শর্ত দেয়া হবে। আপনি চাইলে এই শর্তগুলো পড়ে নিতে পারেন। অথবা নাও করতে পারেন। এবার নিচে দেখুন Agree নামে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করুন। এর অর্থ হলো আপনি তাদের সকল নিয়ম মেনে চলবেন।

পরের ধাপে আপনি একটি অপশন দেখতে পাবেন যে আপনার এই ইমেইল আইডিটি আপনি ওয়েব ব্রাউজার মধ্যে কন্টিনিউ করবেন নাকি অ্যাপস এর মধ্যে ওপেন করবেন। আপনি যদি এই ইমেইল আইডিটি ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে Use the web version অপশনে ক্লিক করুন। আবার আপনি যদি এই জিমেইল আইডি দিয়ে অ্যাপ চালাতে চান তাহলে Use the gmail app অপশন এ ক্লিক করুন। আপনি যে বাটনে ক্লিক করুন না কেন আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। এবার আপনার জিমেইল আইডি সম্পূর্ণ প্রস্তুত।

এখন থেকে আপনি এই জিমেইল আইডিটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে কারো কাছে আপনার জিমেইল এর পাসওয়ার্ড শেয়ার করবেন না। এই জিমেইল ব্যবহার করে আপনি চাইলে যে কাউকে মেইল পাঠাতে পারবেন। যেকোনো জায়গায় আপনার এই জিমেইল টি ব্যবহার করতে পারবেন। তবে পাসওয়ার্ডটি কাউকে বলা যাবে না এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত।

এভাবেই আপনি খুব সহজে কোন ধরনের সমস্যা ছাড়া অল্প সময়ের মধ্যে আপনার জন্য একটি জিমেইল আইডি তৈরি করে নিতে পারবেন। এমন আরও টিপস যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।