Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ইনস্টাগ্রামে অপছন্দের ব্যক্তিকে Unfollow করা ছাড়াই Avoid করুন

আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে ইনস্টাগ্রামের দারুন একটি টিপস শেয়ার করব। আশাকরি টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

restrict-instagram-account

বর্তমানে আমরা সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করি। ইনস্টাগ্রাম ফটো শেয়ার করার জন্য দারুন একটি সোশ্যাল মিডিয়া। এই ইনস্টাগ্রামে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়। অনেক সময় দেখা যায় কিছু মানুষের উপর আমাদের বিরক্ত চলে আসে।

তখন আমরা ওই বিরক্তিকর মানুষদের ইনস্টাগ্রামে আনফলো করে দিই। কিন্তু এমন কিছু পরিচিত মানুষ থাকে যাদেরকে আমাদের বিরক্ত লাগে। কিন্তু তাকে বা তাদেরকে আমরা আনফলো করতে পারিনা। তাহলে আপনি এই টিপসটি অনুসরণ করতে পারেন।

আমি আপনাদের সাথে আজকে ইনস্টাগ্রামের এমন একটি সেটিংস দেখাব যে সেটিংস ব্যবহার করে আপনি খুব সহজে কোন একটি ইনস্টাগ্রাম আইডি কে আনফলো না করেও এড়িয়ে চলতে পারবেন। আগে বলে নিই Restricted করে দিলে কি হবে? আপনি যদি কোন আইডি Restricted করে রাখেন তাহলে ওই ব্যক্তি আপনার কোন পোষ্টে যদি কমেন্ট করে ওই কমেন্টটি শুধুমাত্র আপনি এবং যে ব্যক্তি কমেন্ট করেছে সেই দেখতে পারবেন। অন্যরা এই কমেন্ট দেখতে পারবে না। আবার আপনি যদি ইনস্টাগ্রামে একটিভ থাকেন তাহলেও সে আপনাকে একটিভ দেখবে না। আবার আপনি যে তাকে Restricted করে রেখেছেন সে এটি জানতেও পারবেনা।

এবার তো বুঝতে পারলেন এই সেটিংস কতটা উপকারী। আপনি যদি এই সেটিংস টি করে রাখেন তাহলে বিরক্তিকর ওই ব্যক্তিকে আপনার আনফলো করতে হবে না। এককথায় আপনি তাকে সম্মানের সহিত এড়িয়ে চলতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে কি করতে হবে।

প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ টি ওপেন করে নিতে হবে। তারপর আপনার আইডিতে লগইন করে নিন। তারপর নিচে ডান পাশে দেখুন আপনার প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে। এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তাহলে আপনার প্রোফাইল চলে আসবে। এবার উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগের উপর ক্লিক করুন।

এবার আপনি কিছু অপশন দেখতে পাবেন। এখানে সবার উপরে যে অপশনটি আছে তাহলো সেটিংস। এই সেটিংস অপশনে ক্লিক করুন। তারপর আপনাকে প্রাইভেসি অপশনে যেতে হবে। প্রাইভেসি অপশনে যাওয়ার পর নিচের দিকে নেমে আসুন। তাহলে আপনি Restricted Account নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর নিচে Continue বাটনে ক্লিক করুন। এবার আপনি একটি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে উক্ত আইডি সার্চ করুন। তাহলে আইডিটি আপনার সামনে চলে আসবে। সাথে ঐ আইডির পাশে Restrict নামে একটি বাটন দেখতে পাবেন। ওই বাটনে ক্লিক করুন। তাহলেই হয়ে গেল আপনার ওই আইডিটি রেস্ট্রিক্টেড করা।

এবার আপনাকে বলে নিই কিভাবে আবার ওই আইডিকে আন রেস্ট্রিক্টেড করবেন। আপনি যদি ওই আইডি আনরেস্ট্রিক্টেড করতে চান তাহলে আবার একই সিস্টেমে এই অপশন গুলো তে চলে আসুন এবং আপনার রেস্ট্রিক্ট করা অ্যাকাউন্ট গুলো দেখতে পারবেন। এখানে পাশে unrestrict নামে একটি অপশন দেখতে পাবেন। এখন ওই বাটনে ক্লিক করলে আইডিটি আবার আগের মত স্বাভাবিক হয়ে যাবে।

এটাই ছিল আমার আজকের মূল পোস্টের বিষয়। আশা করি আপনার কাছে এ পোস্টটি ভাল লেগেছে। এমন আরো পোস্ট সবসময় পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। আপনি চাইলে আমাদের সোসাল প্রোফাইলে আমাদের ফলো করতে পারেন। তাহলে আমাদের সব পোস্ট আপনি সহজেই পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ