Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

গুগল ক্রোমে ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন খুব সহজে

আপনি যদি প্রতিনিয়ত গুগল ক্রোম ব্যবহার করে কোন কিছু ডাউনলোড করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই পোষ্টের মাধ্যমে দেখানো হবে কিভাবে গুগল ক্রোমে ডাউনলোড স্পিড বাড়ানো যায়।

google-chrome-downloading-speed

গুগল ক্রোম অনেক জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। বর্তমানে অনেকেই এই গুগল ক্রোম ব্যবহার করে। গুগল ক্রোম ব্যবহার করে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। একই সাথে আমরা গুগল ক্রোম দিয়ে বিভিন্ন ফাইল বা দরকারি কিছু ডাউনলোড করে থাকি।

আমরা যখন কোন কিছু ডাউনলোড করি এবং ডাউনলোডিং স্পিড কম থাকে তখন স্বাভাবিকভাবে আমাদের অনেক খারাপ লাগে। তখন আমাদের ইচ্ছে হয় আমরা যদি ডাউনলোডিং স্পিডটা বাড়িয়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো।

হ্যাঁ, আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি উপায় দেখাব যে উপায়ে অনুসরণ করলে আপনার গুগল ক্রোম দিয়ে কোন কিছু ডাউনলোড করার সময় ডাউনলোডিং স্পিড অবশ্যই আগের তুলনায় বেড়ে যাবে।

প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করুন। এরপর অ্যাড্রেস বার এ লিখুন chrome://flags । তারপর এটা তে ঢুকুন। এটাতে ঢুকলে আপনি অনেকগুলো Experiment দেখতে পাবেন। এখানে উপরে আপনি একটি সার্চ বক্স দেখতে পাবেন। এখানে আপনাকে parallel downloading লিখে সার্চ করতে হবে। তারপর আপনি এই অপশনটি পেয়ে যাবেন। এটি সাধারণত Default দেয়া থাকে। এই ডিফল্ট এর উপর ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু পাবেন। এখান থেকে এটি Enable সিলেক্ট করে দিন। Enable করার সাথে সাথে নিচে দেখুন Relaunch বা Restart নামে একটি বাটন এসেছে। এবার এটাতে ক্লিক করে আপনার ব্রাউজারটি রিস্টার্ট করে নিন। ব্যাস আপনার প্রথম কাজ শেষ।

এবার আপনাকে একইভাবে আরেকটি সেটিংস চালু করে নিতে হবে। এর জন্য আবার chrome://flags এটাতে প্রবেশ করুন। এবার Experimental QUIC Protocol লিখে সার্চ করুন। তাহলে এই অপশনটি আপনি পেয়ে যাবেন। এখানেও এটি ডিফল্ট দেওয়া আছে। ডিফল্ট এর উপর ক্লিক করে এখানে এনাবেল করে দিন। আবার আপনার গুগল ক্রোম টি relaunch করে রিস্টার্ট করে নিন। আপনার কাজ আপাতত শেষ।

এবার আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে কোন কিছু ডাউনলোড করেন তাহলে দেখবেন ডাউনলোড স্পিড আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এটাই ছিল আমার আজকের মূল পোস্ট।

এমন আরো টিপস পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এছাড়াও আপনি চাইলে নিচের লিংক গুলো থেকে আমাদের সোশ্যাল প্রোফাইলে আমাদের অনুসরণ করতে পারেন। তাহলে আমাদের শেয়ার করা নতুন নতুন টিপস গুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ