Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুক প্রোফাইলে Follow বাটন যুক্ত করার নিয়ম জেনে নিন

বর্তমানে আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুকে দারুন সব ফিচার আমরা প্রতিনিয়ত দেখে থাকি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ফেসবুকের একটি ফিচার নিয়ে আলোচনা করব। আর এটি হল facebook follow বাটন।

adding-facebook-follow-button

আপনি হয়তো অনেকের facebook profile এ খেয়াল করেছেন Add Friend বাটন এর পরিবর্তে Follow বাটন আছে। আবার অনেকের Add friend বাটন ছাড়াও ফলো বাটন রয়েছে। কিন্তু অনেকের প্রোফাইলে ফলো বাটন থাকে না।

আপনার প্রোফাইলেও যদি ফলো বাটন না থাকে এবং আপনিও যদি সবার মতো ফলো বাটন যোগ করতে চান তাহলে এই পোস্টটি দেখে নিন। ছোট্ট একটি সেটিংস এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজে ফলো বাটন যোগ করে নিতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে facebook app টি ওপেন করে নিতে হবে। তারপর উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ আছে। এই দাগগুলোতে ক্লিক করুন। তাহলে আপনি আপনার প্রোফাইল সহ অনেক সেটিং দেখতে পাবেন। এখান থেকে সবার শেষে Settings & Privacy তে যান। তাহলে সবার উপরর Settings অপশনে যান। এখানে আসলে আপনি অনেকগুলো facebook settings দেখতে পাবেন।

নিচের দিকে একটি সেটিংস খুঁজে বের করুন। সেটিংসটি হল followers and public content। এই সেটিংসটা খুঁজে নিয়ে এই সেটিংস এ ঢুকুন। তারপর প্রথমে একটা অপশন দেখবেন who can follow me। অর্থাৎ কারা আমাকে ফলো বা অনুসরণ করতে পারবে। এখানে public এবং friend নামে দুটি অপশন আছে। আপনি এখান থেকে public অপশন সিলেক্ট করে দিন। তাহলে আপনার কাজ শেষ। এখন থেকে আপনার প্রোফাইলে ফলো বাটন যোগ হয়ে যাবে।

এখানে আপনাকে আরেকটি facebook secret tricks বলে রাখি। আপনাকে কতজন মানুষ ফলো করেছে তা যদি আপনি প্রোফাইলে রাখতে চান বা হাইড করতে চান তাহলে নিচের সেটিংস টি দেখুন। দেখুন এখানে বলা আছে who can see your followers on timeline। অর্থা কারা আপনার ফলোয়ারের সংখ্যা দেখতে পারবে। এখানে public, friends এবং only me নামে তিনটি অপশন রয়েছে। আপনি যদি আপনার ফলোয়ার সংখ্যা লুকাতে না চান বা সবাইকে দেখাতে চান তাহলে এখান থেকে public অপশনটি সিলেক্ট করে দিন। তাহলে যে কেউ আপনার প্রোফাইলে ফলোয়ার সংখ্যা দেখতে পারবে। কিন্তু আপনি যদি কাউকে আপনার ফলোয়ার সংখ্যা দেখাতে না চান তাহলে Only me করে দিতে পারেন।

এটাই ছিল আমার আজকের পোস্ট এর ফেসবুক টিপস। আমার এই ফেইসবুক ট্রিকস টি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই সবার সাথে পোস্টটি শেয়ার করবেন। আপনার যদি কোন সমস্যা হয় বা কোন কিছু জানতে চান তাহলে নিচের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ