Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দরকারী অ্যাপস এর তালিকা | Best Apps For Android

বর্তমান সময়ে আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি। সেইসাথে আমাদের এন্ড্রয়েড মোবাইলে প্রতিনিয়ত প্রয়োজনীয় কিছু apps ব্যবহার করে থাকি। আবার অতিরিক্ত অ্যাপস ব্যবহার করলে ফোন অনেক সময় স্লো হয়ে যায়। এর পরও আমাদেরকে প্রয়োজনীয় মোবাইল এপস গুলো ব্যবহার করতে হয়। best app for android

best-apps-for-android

আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু দরকারী অ্যাপস বা useful mobile apps নিয়ে আলোচনা করব। যে অ্যাপস গুলো ব্যবহার করলে আপনার এন্ড্রয়েড মোবাইলের ব্যবহার আরও সহজ হবে। বেশিরভাগ এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এই অ্যাপ গুলো ব্যবহার করে থাকেন। নিচে আমি এগুলোর একটি তালিকা দিচ্ছি।  list of mobile apps

এখান থেকে দেখে নিন কোন অ্যান্ড্রয়েড অ্যাপসটি আপনার ফোনে আছে বা কোন অ্যাপসটি আপনার ফোনে নেই। must have apps for android যদি কোন অ্যাপস আপনার ফোনে না থেকে থাকে তাহলে প্রয়োজনীয় মোবাইল এপস টি আপনার ফোনে ইন্সটল করে নিতে পারেন।

বাংলা কিবোর্ড অ্যাপস

আমাদের ফোনে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু টাইপ করতে হয়। আর এসব টাইপের কাজে আমরা কোন না কোন কীবোর্ড ব্যাবহার করে থাকি। সাধারণত অ্যান্ড্রয়েডে ডিফল্ট ভাবে একটি জিবোর্ড অর্থাৎ গুগোল বোর্ড দেওয়া থাকে। যেটা দিয়ে আপনি ইংরেজি লিখতে পারবেন কিন্তু বাংলা লিখতে পারবেন না। আপনি যদি বাংলা ও ইংরেজি একসাথে লিখতে চান তাহলে আপনি একটি বাংলা কিবোর্ড অ্যাপস ব্যবহার করতে পারেন। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অসংখ্য কিবোর্ড অ্যাপস পাবেন। 
তবে রিডমিক কিবোর্ড এপসটি অনেক জনপ্রিয়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রিডমিক কিবোর্ড ব্যবহার করে। তাই আপনিও চাইলে এই কীবোর্ডটা ব্যবহার করতে পারেন। অথবা আপনার পছন্দের যেকোন অ্যাপস ব্যবহার করতে পারেন।

পিডিএফ রিডার

বিভিন্ন প্রয়োজনে আমাদের ফোনে আমরা অনেক সময় কিছু পিডিএফ ফাইল তথা ইবুক কালেক্ট করে থাকি। এই পিডিএফ গুলো পড়ার জন্য একটি পিডিএফ রিডার অ্যাপস দরকার হয়। আপনার ফোনে যদি পিডিএফ রিডার অ্যাপসটি না থাকে তাহলে আপনি কোন পিডিএফ ফাইল পড়তে পারবেন না। তাই আপনি এই কাজটাকে সহজ করার জন্য পিডিএফ রিডার অ্যাপস ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে পিডিএফ রিডার এর ভালো কিছু অ্যাপ পেয়ে যাবেন। তবে এডোবি পিডিএফ রিডার একটা অ্যাপস আছে। এটি অনেক জনপ্রিয় এবং অনেক ভালো একটি অ্যাপস।

ডিকশনারি

যেহেতু আমরা বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা সেহেতু অন্য ভাষা বিশেষ করে ইংরেজি বুঝতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক সময় ফোনে বা ইন্টারনেট চালাতে গিয়র কিছু ইংরেজি ওয়ার্ড পাই। যেগুলোর বাংলা অর্থ আমরা জানিনা ওই মুহূর্তে আপনি ডিকশনারি ওপেন করে এর বাংলা অর্থ দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি কোথাও ইনস্ট্যান্ট একটি ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে আপনি মোবাইলের ডিকশনারি থেকে চেক করে নিতে পারবেন। এজন্য আপনি চাইলে একটি ডিকশনারি অ্যাপ ব্যবহার করতে পারেন। E to B dictionary নামে একটি ডিকশনারি রয়েছে। এটা অনেক ভালো।

এন্টিভাইরাস অ্যাপস

অনেক সময় আমাদের ফোনের দরকারি ফাইল গুলো বা ফোনের সিস্টেম ক্ষতিকর ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। অর্থাৎ আমাদের ফোনে যদি কোন ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাক করে তাহলে আমাদের ফোনের ক্ষতি করতে পারে। এর জন্য আমাদের উচিত ফোনের মধ্যে একটি এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাপস রাখা এবং নিয়মিত ভাইরাস স্ক্যান করা। আপনি গুগল প্লে স্টোরে এন্টিভাইরাস অ্যাপ লিখে সার্চ করলে অনেক অ্যাপস পাবেন। তবে avast, avg এগুলো অনেক জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার। এগুলো বেশিরভাগ কম্পিউটারের বেসিক সফটওয়্যার। কিন্তু বর্তমানে এগুলো মোবাইল ভার্সনেও জন্য আছে। আপনি চাইলে এগুলো থেকে একটি ইন্সটল করে নিতে পারেন।

ইভেন্ট রিমাইন্ডার

আমরা অনেক সময়ই কোন অনুষ্ঠান বা বিশেষ কোন দিন বা গুরুত্বপূর্ণ কোন কাজ নির্দিষ্ট সময়ে করতে ভুলে যায়। কিন্তু আপনি চাইলে এই কাজগুলোর লিস্ট বা কোন একটি ঘটনার তারিখ আপনি নোট করে আপনার মোবাইলে রেখে দিতে পারেন। যেটার মাধ্যমে আপনার ওই ইভেন্ট বা ঘটনা বা কাজটি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এমন অনেক রিমাইন্ডার অ্যাপস আছে যেগুলো আপনাকে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম এর মাধ্যমে জানিয়ে দিবে। এমন একটি অ্যাপস হল notepin। প্লে স্টোরে notepin লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপস এর মধ্যে আপনি কোন একটি বিষয় নোট করে সরাসরি স্ট্যাটাস বারের মধ্যে পিন করে রেখে দিতে পারবেন। ফলে আপনার গুরুত্বপূর্ণ কাজটি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না।

ফটো এডিটিং অ্যাপস

বর্তমানে আমরা অনেকেই ছবি প্রিয়। যেখানেই যাই সুযোগ পেলে আমরা অনেকেই ছবি তুলতে ব্যস্ত থাকি। এবং এই ছবিগুলো পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে এডিট করে থাকি। এখন আপনিও হয়তো ভাবছেন ফটো এডিট করার ভালো এপ্স কোনটি। হ্যাঁ, আপনিও চাইলে ছবি এডিটিং এর জন্য ভালো কিছু অ্যাপস ব্যবহার করতে পারেন। আপনি প্লে স্টোরে ফটো এডিটিং লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এরপরও আমি কয়েকটি অ্যাপস এর নাম বলে দিচ্ছি। Picsart, Background Eraser, PhotoLab ইত্যাদি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস রয়েছে। আপনি চাইলে এখান থেকে কোন একটি অ্যাপস ব্যবহার করতে পারেন।

মেসেজিং অ্যাপ

বর্তমান ব্যস্ততার যুগে আমরা একজন অন্যজনের সাথে বিভিন্ন মেসেজিং অ্যাপ বা ভিডিও কলিং অ্যাপের সাহায্যে যোগাযোগ রাখি। একে অন্যের কাছে থাকি এগুলোর মাধ্যমে। তাই আমাদের উচিৎ ফোনে দরকারি মেসেজিং অ্যাপগুলো রাখা। বর্তমানে অনেক মেসেজিং অ্যাপ আছে যেগুলোর সাহায্যে আপনি চ্যাটসহ ভিডিও কলে কথা বলতেও পারবেন। এমন অনেক অ্যাপ আছে। অ্যাপ গুলো হলো ফেসবুক মেসেন্জার, ইমু, হোয়াটসঅ্যাপ, গুগল ডুয়ো সহ অনেক অ্যাপ। এছাড়াও বাংলাদেশি আলাপ অ্যাপও আছে।

উপরের তালিকাতে যে অ্যাপ গুলো রয়েচে এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপস। আপনি চাইলে আরো অন্যান্য অ্যাপ ও ব্যবহার করতে পারেন। most useful android apps in daily life

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ