Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফোনে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আজকের পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব ফোনে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম। আপনি যদি পুরো বিষয়টি জানতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ে নিন।

wifi-password-find

ওয়াইফাই ব্যবহার করার জন্য একেক জন একেক ব্রান্ডের রাউটার ব্যবহার করে। বাজারে বিভিন্ন রকমের রাউটার রয়েছে। আজকের পোস্টে আমি ডি-লিংক রাউটারের কথা বলব। অন্যান্য গুলোর ক্ষেত্রেও আপনি একই কাজ করতে পারেন। তবে একেক রাটারের ওয়াইফাই পাসওয়ার্ড শো করার ধরন একেক রকম। এখানে একটা কথা বলে রাখি, আপনাকে অবশ্যই ওই ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব তাহলে অবশ্যই আপনাকে ওই wi-fi টি কানেক্ট করা থাকতে হবে। কানেক্ট থাকা ছাড়া তা করা যাবে না।

ডি-লিংক রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড বের করা

আপনার ওয়াইফাই যদি ডি-লিংক রাউটারের কানেক্টেড থাকে তাহলে আপনি চাইলে দুইটি উপায় অবলম্বন করে আপনার ফোনে কানেক্টেড ডি লিংক রাউটার এর ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। একটি হলো QR কোড স্ক্যান এর মাধ্যমে অন্যটি হলো সরাসরি ডি-লিংক এর ওয়েবসাইটের মাধ্যমে। কিউআর কোডের মাধ্যমে আপনি খুব সহজে ডি লিংক রাউটার এর ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনার ওয়াইফাই কানেক্ট করে নিন। কানেক্ট থাকা অবস্থায় ওই ওয়াইফাই নাম এর উপর ক্লিক করুন। অর্থাৎ আপনি যে ওয়াইফাই কানেক্ট করেছেন এটি ওয়াইফাই অপশনে গেলে দেখা যাবে এবং ওই নামোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটি QR  কোড পাবেন। এবার এটি অন্য মোবাইল দিয়ে স্ক্যান করে নিন। অথবা কোডটির একটি স্ক্রিনশট নিয়ে ছবি তুলে নিন। তারপর এটি আপনার ফোনে থাকা (যদি না থাকে প্লেস্টোর থেকে কোন একটি অ্যাপ নিয়ে নিন) কোন QR কোড স্ক্যানার অ্যাপ দিয়ে এটি স্ক্যান করে নিন। তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যাবেন।

এবার বলে নিই ওদের ওয়েবসাইটে কিভাবে পাসওয়ার্ড পাবেন। এবার আবার আগের মত ওয়াইফাই কানেক্ট করে নিন। তারপর কোন ব্রাউজারে  ইংরেজিতে D-link web portal লিখে সার্চ করলে তাদের ওয়েব লিংক পাবেন। আপনি অন্যান্য রাউটারের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করতে পারেন। অর্থাৎ উক্ত রাউটারের ওয়েব পোর্টাল থেকে পাসওয়ার্ড দেখতে পাবেন। এবার তাদের সাইটে ঢুকুন। তখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে ডিফল্টভাবে admin এই পাসওয়ার্ড থাকে। তবে অনেকে পরিবর্ত করে ফেলে। তখন ওই পাসওয়ার্ড ছাড়া আপনি লগইন করতে পারবেন না। যদি admin নামের এই পাসওয়ার্ড থাকে তাহলে এটি দিয়ে লগইন করে নিন। প্রতিটি রাউটারে ডিফল্ট পাসওয়ার্ড admin এটা থাকে। তবুও আপনি গুগলে রাউটারের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন।যেমন- tp link/tenda router default admin password। যেহেতু আপনার ওয়াইফাই কানেক্টেড তাই আপনি সাথে সাথে এই রাউটারের ড্যাশবোর্ড পেয়ে যাবেন।

এবার এখানে উপরে কিছু অপশন পাবেন। এখান থেকে Advance বা Wireless অপশনে যান। এখানে Wps নিমে একটি সেটিংস পাবেন এটাতে গেলে  নিচে Security নামের একটি অপশন পাবেন। এই অপশনে 'প্রি শেয়ারড কি' নামে আরেকটি অপশন থাকবে। এটাতে একটা কোড দেখা যাবে। এটাই হলো উক্ত রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ড চেন্জ করতে পারবেন। তবে অন্যের রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা উচিৎ নয়। আবার এখানে একট কথা বলে রাখি। বর্তমানে অনেক নতুন রাউটারে এই পাসওয়ার্ডটি দেখায় না। তখন QR কোড দিয়ে পাসওয়ার্ডটি বের করতে হবে।

এভাবেই আপনি কোন ধরনের সমস্যা ছাড়াই ডি-লিংক রাউটারের কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখতে পারবেন এবং চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। tp link বা অন্যান্য রাউটারের জন্যও তাদের ওয়েব পোর্টাল ব্যবহার করুন। পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ