Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

টুইটার একাউন্ট প্রাইভেট করার উপায় | How To Make Twitter Account Private 2021

টুইটার একাউন্ট প্রাইভেট করার উপায় (How to make Twitter account private 2021) নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। আপনি যদি এটি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন। কারন বর্তমান সময়ে বিভিন্ন নিরাপত্তা বিধানাের জন্য আমাদের সোসাল প্রোফাইল গুলো সিকিউর্ড করে রাখার দরকার হয়।

make-twitter-account-private

টুইটার হলো বর্তমানে জনপ্রিয় সোসাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি। আমাদের দেশের অনেক মানুষও এটি ব্যবহার করে। তাই আমাদের উচিৎ কিছু টুইটার টিপস জেনে রাখা। ঠিক এমনি একটি টিপস হলো ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করা। এটি অনেক দরকারি একটি টুইটার সেটিংস।

টুইটার প্রোফাইল প্রাইভেট করার সুবিধা

অনেকে এই সেটিংস সম্পর্কে জানলেও অনেকেই জানেনা এটা কি। আপনিও যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এটি হলো এমন একটি সেটিংস যেটি চালু করলে আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে (What does a private Twitter account look like)। ভয় পাবেন না লক বলতে একাউন্টের সমস্যা না। প্রোফাইল লক হলে আপনার টুইটার পোস্ট গুলো সবাই দেখতে পাবে না। সাধারনত টুইটারে কেউ আপনাকে ফলো করুক বা না করুক সে আপনার সব দেখতে পাবে। এছাড়াও আপনাকে সহজেই ফলো করতে পারবে। কিন্তু আপনি যদি প্রোফাইল লক করে রাখেন তাহলে কেউ আপনার পোস্ট দেখবে না এবং আপনাকে ফলো করলেও আপনি যতক্ষণ তার ফলো এক্সেপ্ট করবেন না ততক্ষন আপনাকে ফলো করতে পারবে না। অর্থাৎ কেউ আপনাকে ফলো করলে আপনি একটি নোটিফিকেশন পাবেন। এখানে তার ফলো এক্সেপ্ট করার একটি অপশন পাবেন। আপনি এক্সেপ্ট বা অনুমতি দেয়ার পর সে আপনাকে ফলো করতে পারবে এবং আপনার সব পোস্ট দেখতে পারবে। শুধু তাই নয় তখন সে আপনার পোস্টে লাইক ও কমেন্ট পারবে। এবার বুঝতে পারছেন তো নিরাপত্তার জন্য এটা কতটা জরুরি। নিচে দেখে নিব কিভাবে টুইটার প্রোফাইল প্রাইভেট বা লক করা যায়। How to private Twitter account 2021

টুইটার প্রোফাইল লক করার নিয়ম

টুইটার প্রোফাইল প্রাইভেট করার জন্য আপনি প্রথমে টুইটারে যান। আপনি চাইলে টুইটার অ্যাপ বা টুইটার ওয়েব থেকে প্রোফাইল লক করতে পারবেন। অ্যাপ বা ওয়েব যেকোন একটাতে আপনি লগইন করে নিন। তারপর উপরে ডানপাশে দেখুন আপনার প্রোফাইলের ছবি আছে। ওই ছবিতে ক্লিক করুন। তাহলে কিছু অপশন পাবেন। এখান থেকে সেটিংসে যান। এখানে আরো কিছু সেটিংস পাবেন। এখান থেকে privacy and safety তে যান। এখানে শুরুতে Protect your tweets নামে একটি সেটিংস আছে। দেখুন এটি বন্ধ করা আছে। আপনি এটাতে ক্লিক করে চালু করে নিন। ব্যাস কাজ শেষ। হয়ে গেল আপনার টুইটার প্রোফাইল লক। আবারআপনি যদি এটি বন্ধ (How to public Twitter account) করতে চান তাহলে উপরের দেখানো নিয়ম অনুসরণ করে এই সেটিংসে আসুন। তারপর এটাতে ক্লিক করে বন্ধ করে নিন।

এটাই হলো টুইটার প্রোফাইল লক করার (make Twitter account private) উপায়। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ