Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

একজনের মোবাইল থেকে ইন্টারনেট অন্যজনকে শেয়ার করার উপায়

আজকের পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে অন্যের মোবাইল থেকে ইন্টারনেট চালাবেন বা অন্যকাউকে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা শেয়ার করবেন। এটি মূলত মোবাইল হ টস্পট সেটিং এর কাজ। আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ে নিন। 

wifi-hspot

বর্তমান সময়ে ইন্টারনেট একটি কমন টপিক। আমরা সবাই এখন ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায়, গুরুত্বপূর্ণ সময়ে ডাটা শেষ হয়ে যায়। তখন আমরা জটিলতায় পড়ে যায়। এই মুহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওয়াইফাই হ-টস্পট । ধরুন, আপনার যথেষ্ঠ ইন্টারনেট ডাটা আছে। এখন আপনার কোন ফ্যামেলি মেমবার বা কোন বন্ধু বা পরিচিত কারো ইন্টারনেট ডাটা শেষ। এখন তার ইন্টারনেট ডাটা খুব দরকার। আপনি চাইলে আপনার ইন্টারনেট তার সাথে শেয়ার করতে পারবেন। খুব সহজ একটি কাজ।

প্রথমে আপনার ফোনে সেটিংসে যান। ডাটা সেটিংসে যান। এখানে আপনি tethering wifi হ*টস্পট সেটিংসটি পাবেন। এখান থেকে portable wifi হ*টস্পট অপশনটিতে ঢুকুন। 

এবার এটি অন করে দিন। তবে এখানে কিছু সেটিংস আছে। যেগুলো আপনার জানা দরকার। এখানে configure wifi হ*টস্পট বা wifi হ.টস্পট settings এ আসলে আপনি এখানে নাম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনার পছন্দের একটি নাম দিতে পারবেন। আরেকটি সেটিংস হলো encryption type। এটি সিকিউরিটির জন্য থাকে। তারমানে এটি দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এটি যদি none করে দেন তাহলে কোন পাসওয়ার্ড থাকবে না। কিন্তু WPA2 PSK সিলেক্ট করেন তাহলে পাসওয়ার্ড দেয়ার অপশন পাবেন। এখানে ডিফল্ট একটি পাসওয়ার্ড দেয়া থাকে। চাইলে আপনি এটি কেটে নতুন কোন পাসওয়ার্ড দিতে পারবেন। ডিফল্টভাবে কোন পাসওয়ার্ড দেয়া আছে তা দেখার জন্য পাশে চোখের যে আইকন আছে তাতে ক্লিক করুন। তাহলে পাসওয়ার্ড দেখতে পাবেন।

এছাড়াও আপনি এখানে ব্যান্ড, চ্যানেল ও ইউজার সিলেক্ট করতে পারবেন। ইউজার বলতে আপনি একসাথে কতজনের সাথে নেট শেয়ার করবেন তার সংখ্যা। এবার এগুলো করে সেভ করে নিন। আবার আপনি এখানে কতটুকু ডাটা শেয়ার করতে চান তা নির্ধারন করে দিতে পারবেন। এর জন্য ডাটা লিমিট নামে একটি সেটিংস পাবেন। একেক মোবাইলে সেটিংস একেক রকম তাই আপনার সেটিংসটি দেখে করে নিন। এখন থেকে আপনি কারো সাথে নেট শেয়ার করার জন্য আপনার মোবাইলের ডাটা কানেক্ট করে তারপর হ.টস্পট চালু করে দিন। এবার যার সাথে নেট শেয়ার করতে চান তাকে ওয়াইফাই চালু করতে বলুন। তাহলে আপনার মোবাইল তার ওইখানে দেখা যাবে। এবার এটাতে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেই আপনার ইন্টারনেট ডাটা সেও ব্যবহার করতে পারবে।

এভাবেই কোন ব্যক্তি তার মোবাইল ডাটা অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন। একই পদ্ধতিতে আপনার মোবাইলের ইন্টারনেট আপনি আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। এই পোস্ট যদি আপনার কাজে আসে তাহলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ