Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ব্লুটুথ দিয়ে ইন্টারনেট শেয়ার করার উপায় জেনে নিন | Internet Share With Bluetooth

ব্লুটুথ দিয়ে ইন্টারনেট শেয়ার করার উপায় জানতে হলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফোনের ব্লুটুথ এর মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট অন্য কাউকে শেয়ার করবেন। android mobile tips

internet-sharing

এই চমৎকার মোবাইল টিপসটি যারা জানেন না তাদের জন্য পোস্টটি অনেক আকর্ষণীয় হবে। এন্ড্রয়েড মোবাইলে অনেকগুলো সেটিংস রয়েছে যে সেটিংস গুলোর কাজ আমরা অনেকেই জানিনা। অনেকে আবার এইসব টিপস এন্ড ট্রিকস খুঁজে থাকেন। আমি মনে করি এটি ব্লুটুথের দারুন একটি টিপস।

এখন থেকে আপনি এই ট্রিক্সটি জানার পর ব্লুটুথ এর মাধ্যমে যে কাউকে আপনার ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তবে অন্য কাউকে ইন্টারনেট শেয়ার করার আগে আপনার ডাটা কানেকশন চালু থাকতে হবে। কিভাবে করলে আপনি ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারবেন তা নিচে আলোচনা করা হলো। android mobile tips

প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। তারপর ডাটা সেটিং বা মোবাইল ডাটা সেটিং অপশনে যান। এখান থেকে আপনাকে আরেকটা অপশন খুজে নিতে হবে। এটি হলো থ্যাটারিং এন্ড পোর্টেবল হ-টস্পট। এবার এই অপশন এ ঢুকুন। এই অপশনে ঢোকার পর আপনি ব্লুটুথ থ্যাটারিং নামে একটা অপশন পাবেন। এটি সাধারণত অফ করা থাকে। এটি অন করে দিন। এটি অন করার সাথে সাথে আপনার ব্লুটুথ চালু হয়ে যাবে। এবার আপনি যার সাথে ইন্টারনেট শেয়ার করতে চান তার ব্লুটুথ চালু করতে বলুন। তিনি ব্লুটুথ চালু করে যখন আপনার ডিভাইসটির সাথে কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে তখনই আপনার ইন্টারনেট তার সাথে শেয়ার হয়ে যাবে।

এভাবেই আপনি খুব সহজেই কোন ধরনের সমস্যা ছাড়া ব্লুটুথ দিয়ে ইন্টারনেট শেয়ার করতে পারবেন। যারা জানেন না আমি মনে করি তাদের জন্য এটি চমৎকার একটি মোবাইল টিপস। এমন আরও টিপস নিয়মিত পেতে আমাদের ব্লগে ভিজিট করুন নিয়মিত। পোস্টটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ