Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ঘরে বসে নগদ একাউন্ট খোলার পদ্ধতি জেনে নিন

নগদ একাউন্ট খোলার পদ্ধতি এখনো অনেকেই জানেনা। আপনিও যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ-একাউন্ট-খোলার-পদ্ধতি

বর্তমান সময়ে নগদ সম্পর্কে আমরা অনেকেই জানি। তবু একবার বলে নিই। নগদ হলো বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সেবা। এর মাধ্যমে রেজিস্ট্রেন করা নগদ গ্রাহকরা টাকা লেনদেন সহ বিভিন্ন কাজ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশ, রকেট সহ আরো অনেক মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। এগুলোর প্রত্যেকট কোন না কোন ভাবে সবার কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক তেমন করে অনেকে বিভিন্ন কাজে নগদ একাউন্ট ব্যবহার হয়ে থাকে। তাই প্রত্যেকের কাছে নগদ একাউন্ট থাকাটাও অত্যন্ত জরুরী।

কিন্তু অনেকে এখনো নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে অবগত নন। তাই অনেকে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার জন্য কোন নগদ চিহ্নিত পার্শ্ববর্তী দোকানে যান। কিন্তু আপনি চাইলে খুব সহজে ঘরে বসে কারো সাহায্য ছাড়াই নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এর জন্য বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি


নগদ একাউন্ট খোলার দুইটি পদ্ধতি আছে । একটি হলো মোবাইল থেকে USD কোড ডায়াল করার মাধ্যমে। আরেকটি হলো নগদ অ্যাপ দিয়ে। আমি আপনাকে এই পোষ্টের মাধ্যমে দুইটি নিয়মই দেখিয়ে দিব। প্রথমে বলবো কিভাবে আপনি নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খুলে নিবেন।

অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি


আপনি যদি অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে নগদ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনি চাইলে প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিতে পারবেন। এরপর আপনি অ্যাপটি ওপেন করুন। এখানে একটি কথা বলে রাখি আপনি যদি আপনার নিজের জন্য নগদ একাউন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রটি সাথে রাখতে হবে। কারণ এই অ্যাপের মধ্যে আপনার জাতীয় পরিচয় পত্র টি স্ক্যান করে ছবি তুলে দিতে হবে।

অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করার একটি অপশন পাবেন। এখান থেকে রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে আপনি যে নাম্বারে নগদ একাউন্ট চালু করতে চান ওই নাম্বারটি দিতে হবে। এরপর পরবর্তী ধাপে ক্লিক করুন। এখন আপনাকে আপনার সিমের অপারেটর নাম সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার নাম্বারটি যদি রবি হয়ে থাকে তাহলে রবি সিলেক্ট করে দিন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাকে আপনার ভোটার আইডি কার্ড স্ক্যান করার অপশন দিবে।

উপরে যে অপশনটি থাকবে এই অপশনের মধ্যে আপনার ভোটার আইডির সামনের অংশ এবং নিচের অপশনে ভোটার আইডির পিছনের অংশ স্ক্যান করে দিতে হবে। আপনি আপনার ভোটার আইডি কার্ড স্ক্যান করার জন্য এই অপশন গুলোর পাশে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। এই ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ভোটার আইডির প্রথম এর অংশ এবং পিছনের অংশ টি স্ক্যান করে অর্থাৎ ছবি তুলে দিয়ে দিন। তারপর পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর দেখবেন আপনার ভোটার আইডির সকল তথ্য এখানে চলে এসেছে।

এরপরও আপনি একবার চেক করে দেখুন সকল তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে আরো অন্যান্য কিছু তথ্য সেট করতে হবে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে একটি অপশন দেওয়া আছে আপনি কি মুনাফা ভোগ করতে চান কিনা। আপনি যদি নগদ অ্যাপ এর মধ্যে টাকার জমা করে মুনাফা গ্রহণ করতে চান তাহলে এখানে হ্যাঁ অপশনটিতর টিক চিহ্ন দিয়ে দিন। তারপর পরবর্তী ধাপে যান।

এবার আপনি আরেকটি অপশন পাবেন। এখানে বলা হবে আপনাকে সেলফি তুলতে। এর জন্য আপনি একটি ক্যামেরা অপশন পাবেন। এই ক্যামেরা অপশনের মাধ্যমে আপনার ফোনের সেলফি ক্যামেরা চালু হয়ে যাবে এবং আপনাকে আপনার সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার চেহারার মধ্যে যথেষ্ট পরিমাণ যাতে আলো থাকে। যাতে আপনার চেহারাটি সম্পূর্ণ বোঝা যায়। তাহলে সেলফিটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে। 

এবার আপনাকে আরো অন্যান্য ডকুমেন্ট সাবমিট করতে বলবে। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। অর্থাৎ আপনি যদি অন্য কোন ডকুমেন্ট এখানে দিতে না চান তাহলে নিচে স্কিপ করুন এ ক্লিক করুন। তার পরবর্তী ধাপে আপনাকে কিছে শর্ত দেওয়া থাকবে। আপনাকে এগুলোর সাথে একমত হয়ে ঠিক চিহ্ন দিতে হবে। এর নিচে আপনাকে স্বাক্ষর করার একটি স্পেস দেওয়া হবে। এখানে মোবাইলের স্ক্রিনের উপর আপন স্বাক্ষর দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করুন। এই ধাপে আপনাকে আপনার সবগুলো কাজ সম্পন্ন করেছেন কিনা এটা দেখাবে। যদি সব হয়ে থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করুন। 

এবার আপনাকে আপনার সকল তথ্য দেখাবে। সবগুলো তথ্য যাচাই করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করুন। এবার আপনাকে আপনার সিমে একটি কোড পাঠানো হবে। এবং এ কোডটি সরাসরি আপনার নগদ অ্যাপ এ চলে আসবে। এখানে একটা কথা বলে রাখি, আপনি যে সিম দিয়ে নগদ একাউন্ট খুলবেন ঐ সিমটি ওই মোবাইলের মধ্যে রাখবেন। এতে করে কোডটি অটোমেটিক্যালি নগদ অ্যাপে চলে আসবে। কোডটি অ্যাপের মধ্যে সাবমিট হওয়ার পর আপনাকে পিন নাম্বার দিতে বলবে। এবার আপনি আপনার পছন্দমত চার ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিন। 

এবার আপনার কাজ শেষ। হয়ে গেল আপনার নগদ একাউন্ট। এভাবেই আপনি খুব সহজে নগদ অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইলে নগদ একাউন্ট খুলে নিতে পারবেন।

USD কোড দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম


আপনি যদি নগদ অ্যাপ ছাড়া USD কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্ট করতে চান তাহলে আপনাকে *167# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনাকে একটি চার ডিজিটের পিন নাম্বার দিতে বলবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী 4 digit অর্থাৎ ৪টি সংখ্যার একটি পিন নাম্বার দিয়ে দিন। পিন নাম্বার দেওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি মুনাফা ভোগ করতে চান কিনা। তারপর একটি কনফারমেশন মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নগদ একাউন্ট হয়ে গেছে। শুধুমাত্র এই দুই একটি ধাপ অনুসরণ করেই আপনি খুব সহজে ইউএসডি কোড ডায়াল করে মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

তবে আপনি যদি অ্যাপস দিয়ে সকল লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। নগদ অ্যাপ দিয়ে সবকিছু করার অনেক সুবিধা রয়েছে। তাই আমি বলব আপনি অ্যাপ দিয়েই নগদ একাউন্ট করে নিন।

নগদ একাউন্ট দেখার উপায়


আপনি চাইলে নগদ অ্যাপ বা ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্ট দেখতে পারবেন। আপনি যদি অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখতে চান তাহলে প্রথমে অ্যাপ টি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর এখানে আপনার পিন নাম্বার দিয়ে অ্যাপটিতে লগ-ইন করে নিন। এবার লগইন করার পর আপনি নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন এছাড়াও বিভিন্ন পেমেন্টের অপশন দেখতে পাবেন।

নগদ-একাউন্ট

আবার আপনি যদি USD code এর  মাধ্যমে জানতে চান তাহলে আপনাকে প্রথমে *167# ডায়াল করে নিতে হবে। ডায়াল করার পর আপনি একটা লিস্ট দেখতে পাবেন। এখানে আপনার ব্যালেন্স চেক করা সহ বিভিন্ন লেনদেনের অপশন গুলো দেখতে পাবেন। এবার আপনি যে কাজটি করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিন। তাহলে আপনি আপনার বিকাশের একাউন্ট ব্যালেন্স সহ সবকিছু দেখতে পারবেন।

নগদ একাউন্টের সুবিধা


নগদ একাউন্টের কিছু সুবিধা রয়েছে। তাই এটি অনেকর কাছে অনেক জনপ্রিয়। নিচে কয়েকটি সুবিধা দেখানো হলো।

  • নগদের মাধ্যমে আপনি দেশের সর্বনিম্ন রেটে ক্যাশ আউট করতে পারবেন।
  • নগদ অ্যাপ দিয়ে সেন্ড মানি করলে কোন চার্জ কাটা হবে না।
  • নগদ থেকে যেকোন বিল যেমন- গ্যাস, বিদ্যুৎ বিল, পানি অতিরিক্ত কোন চার্জ ছাড়া পে করতে পারবেন।
  • এখানে বেশি মুনাফার সুযোগ আছে।
  • এখানে রয়েছে দারুন সব মোবাইল রিচার্জ অফার।
  • এছাড়াও রয়েছে বাড়তি ঝামেলাছাড়া পেমেন্ট করার সুবিধা।
উপরের দেখানো উপায় গুলো অনুসরণ করে আপনি খুব সহজে নগদ একাউন্ট খুলে নিতে পারবেন, নগদ একাউন্ট দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোন নগদ এজেন্ট এর কাছে যেতে হবে না বা কারো সাহায্য নিতে হবে না। আপনি নিজেই সব কাজ করে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ