Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু কার্যকরী উপায়

আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে জানতে পোস্টটি দেখতে পারেন। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কার্যকরী কিছু টিপস শেয়ার করেছি। যেগুলো অনুসরন করলে আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ আপনার মোবাইল এর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

extend-baterry-life

যেকোন মোবাইলের জন্য ব্যাটারি একটি অবিচ্ছেদ্য অংশ। যেটা ছাড়া একটি মোবাইল কল্পনা করা যায় না। আচ্ছা, একজন মানুষের পেট যদি ভালো না থাকে তাহলে তিনি কি স্বস্তি পাবেন? আশা করি পাবেন না। কারন পেট ভালো থাকলে দুনিয়াও ভালো লাগবে। ঠিক তেমনি আপনার মোবাইলের ব্যাটারি যদি ভালো থাকে তাহলে আপনি খুব সুন্দর ভাবে আপনার মোবাইলটি ব্যাবহার করতে পারবেন। কিন্তু যদি ব্যাটারির যদি কোন সমস্যা হয় তাহলে আপনার মোবাইল ব্যবহার করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনাকে সবার আগে মোবাইলের ব্যাটারির যত্ন নিতে হবে। কারণ ব্যাটারির সমস্যা মানে আপনার সমস্যা।

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

বেশি বকবক করে ফেললাম। আর কথা বাড়াবো না। এখন সোজাসুজি কাজের কথায় চলে আসলাম। তাহলে দেরি না করে নিচের দেখানো ব্যাটারি ভালো রাখার উপায় গুলো আপনি অনুসরণ করুন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ভালো রাখতে পারবেন। যার ফলে আপনার মোবাইল এর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘ সময় পর্যন্ত এই ব্যাটারি আপনাকে ভালো সার্ভিস দিবে।

অরিজিনাল চার্জার ব্যবহার

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখা তথা কার্যকারিতা বৃদ্ধির জন্য সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হলো চার্জার। আমরা যখন কোন মোবাইল কিনি তখন আমাদের একটা চার্জার দেয়। এটাকে আমরা অরিজিনাল চার্জার বলি। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার দিয়ে মোবাইল চার্জ করতে।

আবার যদি কোন দুর্ঘটনাবশত আমাদের চার্জার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন অনেকেই সস্তাতে চার্জার নিয়ে অথবা অন্য ব্রান্ডের নরমাল চার্জার দিয়ে চার্জ দেয়। এটা কিন্ত করা যাবে না। এতে করে আপনার মোবাইলের ব্যাটারির ক্ষতি হবে। তাই চেষ্টা করবেন ভালো ব্রান্ডের ভালো চার্জার ব্যবহার করার জন্য। আর যদি সম্ভব হয় আপনার মোবাইলটি যেই ব্রান্ডের ওই ব্রান্ডের চার্জার ব্যবহার করবেন।

সঠিক নিয়মে ব্যাটারি চার্জ করা

ব্যাটারি ভালো রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ব্যাটারিতে কতটুকু চার্জ করবেন বা কখন নতুন করে চার্জে লাগাবেন। মনে রাখবেন, আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ৫০% এর নিচে আসার আগেই আবার চার্জ করে নিন। যদিও অনেকের মতে চার্জ ২০% এর নিচে আসার আগে চার্জে লাগানো দরকার। তাই এই হিসেবে আপনি গড়ে ৩০% এর নিচে আসলে চার্জ করে নিন। কখনো কিন্তু চার্জ পুরোপুরি খালি অর্থাৎ ০% করবেন না। কারন এটা ব্যাটারির জন্য ক্ষতিকর। আবার চার্জ পুরোপুরি ১০০% না করে ৯০-৯৫% করবেন। এটা সব থেকে ভালো হয়।

একটা উদাহারন দিয়ে বিষয়টি বুঝিয়ে দিই। ধরুন আপনার ক্ষুধা লাগছে, তখন আপনি কি করবেন? তখন কেমন অনুভব করবেন? আশা করি ভালো অনুভব করবেন না এবং কিছু খাওয়ার চেষ্টা করবেন। আবার পুরোপুরি ভরা পেটে খাওয়ার পরও আপনার অসস্ত্বি লাগবে। ঠিক তেমনি স্মার্টফোনের ব্যাটারিতেও উপরের নিয়ম অনুসারে চার্জ করতে হবে।

মোবাইল চার্জের সময় ব্যবহার

অনেক মানুষকে দেখা যায় মোবাইল চার্জে দিয়ে কথা বলে বা গেম খেলে। এটা মোটেও ভালো ভালো কাজ না। কারন আপনি যদি মোবাইল চার্জে লাগিয়ে কথা বলেন বা গেম খেলেন তখন ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়বে এবং এটি গরম হয়ে যাবে। যা ব্যাটারির জন্য ক্ষতিকর। আবার এই অবস্থায় ব্যাটারি বিস্ফোরন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই কাজ গুলো এড়িয়ে যেতে হবে।

ভালো মানের পাওয়ার ব্যাংক ব্যবহার

অনেকে পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ করে থাকে। এক্ষেত্রে আপনাকে ভালো মানের পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে। নয়তো ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।

স্বাভাবিক তাপমাত্রা

মোবাইলের সুরক্ষার জন্য তাপমাত্রাটা অনেক গুরুত্বপূর্ণ। সবসময় চেষ্টা করবেন মোবাইলকে স্বাভাবিক তাপমাত্রায় রাখা। অতিরিক্ত তাপযুক্ত স্থানে মোবাইল রাখবেন না। নয়তো মোবাইল গরম হয়ে যাবে।

মোবাইলের কাভার খুলে রাখা

মোবাইল চার্জ করার সময় মোবাইলের কাভারটি খুলে রাখবেন। এতে করে মোবাইল অতিরিক্ত গরম থেকে রক্ষা পাবে। মোবাইল গরম হওয়া মানে ব্যাটারি গরম হওয়া। আর ব্যাটারি গরম হওয়া মানে ব্যাটারির সমস্যা শুরু হওয়া।

ব্যাটারি সেভার ব্যবহার

সবসময় চেষ্টা করবেন ব্যাটারির চার্জ সেভ করার জন্য। বিভিন্ন কারনে আমাদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায়। আপনার উচিৎ হবে ব্যাটারির চার্জ অপচয় হয় বা কম খরচ হয় এমন কাজগুলো করা। তাহলে চার্জের অপচয় কম হবে এবং ঘনঘন চার্জ করতে হবে না। তাই ব্যাটারি সেভার সেটিংস চালু রাখুন। এতে আপনার ব্যাটারিও সুরক্ষিত থাকবে।

অতিরিক্ত চার্জিং বন্ধ করা

আমরা অনেক সময আমাদের মোবাইলটি সারারাত চার্জে লাগাই রাখি। তখন এটি চার্জ সম্পূর্ণ হয়ে অতিরিক্ত লোড নেয়। যা ব্যাটারির জন্য ক্ষতিকর। এছাড়াও ব্যাটারি দীর্ঘক্ষন অর্থাৎ ৯৫% এর অতিরিক্ত চার্জ করবেন না।

উপরের টিপসগুলো মেনে চললে আপনার সখের স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন। আমার এই পোস্টটি যদি আপনার কাছে উপকারি বলে মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ