Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম | Turn On Facebook Dark Mode

ফেসবুক ডার্ক মোড সম্পর্কে আশা করি আপনি জানেন। যারা এখনো জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি facebook dark mode কি। এটি হলো এমন একটি ফেসবুক সেটিং যার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাপটি সম্পূর্ণ কালো হয়ে যাবে। এটাকে আবার ফেইসবুক কালো থিমও বলা হয়।

facebook-dark-mode

বর্তমান সময়ে ডার্ক মোড বা কালো থিম অনেক জনপ্রিয় একটি সেটিংস। বর্তমানে টুইটার, মেসেন্জার, ইনস্টাগ্রাম ডার্ক মোড সহ বিভিন্ন অ্যাপসে এই অপশন রয়েছে। ফেইসবুকও কিন্তু পিছিয়ে নেই। ফেসবুকেও রয়েছে এই dark mode settings।

ফেসবুক ডার্ক মোড করার নিয়ম

চলুন মূল কাজটি দেখে নিই। অর্থাৎ Facebook dark mode করার নিয়ম। যদি এটি চালু করতে চান তাহলে প্রথমে আপনার facebook app টি ওপেন করে নিন। এখানে একটি কথা বলে রাখি, আপনার ফেসবুক অ্যাপ আপডেট করা থাকতে হবে। আপডেট করা না থাকলে গুগল প্লেস্টোর থেকে আপডট করে নিবেন।

আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে ডানপাশে খেয়াল করুন এখানে তিনটি দাগ দেখা যাচ্ছে। এই তিনটি দাগের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলসহ আরো কিছু সেটিংস দেখতে পাবেন। এখান থেকে সবার নিচে Settings & Privacy তে ক্লিক করুন। এবার আপনাকে কিছু সেটিংস দেখাবে। এখানে একটা জিনিস খেয়াল করুন একটি সেটিংস আছে Dark Mode নামে।

আপনি শুধুমাত্র এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এটি On/Off করার অপশন পাবেন। ফেসবুকে ডার্ক মোড চালু করার জন্য এটি অন করে দিন।

ফেসবুক ডার্ক মোড বন্ধ করার উপায়

এবার আপনাকে বলবো কিভাবে আপনি facebook dark mode off করে দিবেন। আপনি যদি ফেসবুক কালো মোড বন্ধ করতে চান তাহলে উপরের নিয়মে আবার সেটিংস গুলো তে যান। এবং সবশেষে এটি অফ করে দিন।ব্যাস কাজ শেষ। এভাবেই পারবেন আপনি খুব সহজে ফেসবুক ডার্ক মোড চালু বা বন্ধ করে নিতে।

ফেসবুক ডার্ক মোড এর উপকারিতা

ফেসবুক ডার্ক মোড এর অনেকগুলো উপকারিতা আছে। যেমন আপনি যদি ফেসবুকে এটি চালু করেন তাহলে আপনার ফেসবুক অ্যাপ টি কালো হয়ে যাবে যা দেখতে অন্য রকম সুন্দর লাগবে। আবার এর কারণে আপনার মোবাইলের রেডিয়েশন কমে যায় যা একজন মোবাইল ব্যবহারকারির চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও ডার্ক মোড চালু করলে আপনার ফোনের ব্রাইটনেস টা অনেকাংশে কমে আসে যার কারনে আপনার ব্যাটারি চার্জ খরচ কম হবে। সর্বোপরি ফেসবুক ডার্ক মোড আপনার জন্য চমৎকার একটি আকর্ষণ নিয়ে আসবে।

তাহলে উপরে দেখানো নিয়ম অনুসরণ করে আপনার ফেসবুকে ডার্ক মোড অন করে নিন আর উপভোগ করুন দারুন এই সেটিংসটি। এমন আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ