Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কিভাবে ইনস্টাগ্রাম অ্যাপে ডার্ক মোড চালু করবেন

ডার্ক মোড হলো জনপ্রিয় এবং দারুন একটি ফিচার। বিভিন্ন অ্যাপসহ ইনস্টাগ্রামেও ডার্ক মোড রয়েছে। এটাকে অনেকে কালো মোড বা Dark theme বলে। এই পোস্টে আমরা জেনে নিব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাপে ই ডার্ক মোড চালু করা যায়।

instagram-dark-mode

ডার্ক মোডের কিছু সুবিধার কারনে এটি অনেক জনপ্রিয়। বিভিন্ন অ্যাপে এই সুবিধা রয়েছে। ইনস্টাগ্রামেও আছে এই সেটিংসটি। কিন্তু অনেকে জানে না কিভাবে এই dark mode চালু করতে হয়। এবার আমি আপনাকে দেখাব কোন সেটিংস চালু করলে আপনিও ইনস্টাগ্রামে ডার্ক মোড বা কালো থিম চালু করতে পারবেন।

ইনস্টাগ্রামে ডার্ক মোড চালু করার নিয়ম

অনেক তো বকবক করলাম। এবার ফিরে আসি কাজের কথায়। আপনি যদি instagram dark mode চালু করতে চান তাহলে আমার দেখানো উপায় গুলো অনুসরন করুন। প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি news feed এ থাকবেন। এখান থেকে নিচের ডান পাশে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এখন এই  প্রোফাইল পিকচারে ক্লিক করুন। তাহলে আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন।

আপনার প্রোফাইলে যাওয়ার পর উপরে ডানপাশে একটু খেয়াল করুন। দেখুন উপরের ডান পাশে তিনটি দাগ রয়েছে। এ তিনটি দাগের উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ডান পাশ থেকে একটি উইন্ডো বের হবে। এই উইন্ডোর সবার নিচে Settings একটি অপশন আছে। এই সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো সেটিংস দেখাবে।

আপনি যদি ডার্ক মোড চালু করতে চান তাহলে আপনাকে সবার শেষে আসতে হবে। অর্থাৎ সেটিংস গুলো স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। নিচে দেখুন Theme নামে একটি অপশন আছে। আপনি এই থিম অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Light Mode
  • Dark Mode

স্বাভাবিকভাবে Light Mode টি চালু থাকে। আপনি যদি Dark mode চালু করতে চান তাহলে এর পাশে রেডিও বাটনে (গোল বৃত্তে) টিক মার্ক দিন। সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটির ডার্ক মোড চালু হয়ে যাবে।

ইনস্টাগ্রাম ডার্ক মোড বন্ধ করার নিয়ম

এবার আপনি হয়তো ভাবছেন কীভাবে ডার্ক মোড বন্ধ করবেন। উপরের দেখানো অপশন গুলো অনুসরণ করে আপনি আবার থিম সেটিং এ যান। এখান থেকে আবার থিম অপশন Light করে দিন। এভাবে আপনি আবার ইনস্টাগ্রাম অ্যাপটি স্বাভাবিকভাবে অর্থাৎ আগের মত করে নিতে পারবেন।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের এই সাইটে আমরা বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। আমার এ পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ