১. হোয়াটসঅ্যাপ মেসেন্জার
২. ফেসবুক মেসেন্জার
৩. স্কাইপ
৪. গুগল ডুয়ো
৫. ইমো
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার - Whatsapp Messenger App
আমি শুরুতেই যে অ্যাপটির কথা বলব সেটি হল হোয়াটস্যাপ মেসেঞ্জার। গুগল প্লে স্টোরের হিসাব অনুযায়ী এই অ্যাপটি 5B+ অর্থাৎ পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে। বর্তমান সময়ের জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার (whatsapp video calling app) অনেক জনপ্রিয় একটি ভিডিও কলিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর প্রকৃত মালিক হলেন Brian Acton, Jan Koum। এটির ডেভলপার হলেন faceboo, inc.। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন সহ কম্পিউটারে ব্যবহার করা যাবে।
এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজে চ্যাট করতে পারবেন আবার চাইলে কারো সাথে ভিডিও কল বা অডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট অন্যের কাছে খুব সহজে পাঠাতে পারবেন। গুগল প্লেস্টো এই অ্যাপটি আছে। তাই যেকেউ এটি ইনস্টল করে নিতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জার - Facebook Messenger App
বর্তমানে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুব কমই দেখা যায়। হোয়াটসঅ্যাপের পরে অন্যতম আরেকটি জনপ্রিয় ম্যাসেঞ্জার অ্যাপ এটি। গুগল প্লে স্টোরে হিসাব অনুযায়ী এই অ্যাপটি 1B+ অর্থাৎ 1 বিলিয়ন এর অধিক মানুষ এই অ্যাপটি ব্যবহার করে। এটি অ্যান্ড্রয়েড, আইফোন সহ কম্পিউটারেও ব্যবহার করা যায়।
এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই বিভিন্ন ছবি, ভিডিও অন্যের সাথে আদান-প্রদান করতে পারবেন। এছাড়াও এই ফেসবুক মেসেন্জার অ্যাপ (facebook messenger app) দিয়ে আপনি সহজে যে কারো সাথে অডিও বা ভিডিও তে কথা বলতে পারবেন। এটি আপনি প্লেস্টোরে সার্চ করলে পেয়ে যাবেন।
স্কাইপ - Skype Video Calling App
সারাবিশ্বে এটি অন্যতম আরেকটি জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপস। এই স্কাইপ অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই যে কারো সাথে ভয়েস চ্যাট বা ভিডিও চ্যাট করতে পারবেন। প্লে স্টোরে হিসাব অনুযায়ী এই অ্যাপটি 1B+ বার অর্থাৎ 1 বিলিয়ন এর অধিক মানুষ এটি ব্যবহার করে। এই অ্যাপটি আপনি কম্পিউটারে, অ্যান্ড্রয়েড মোবাইলে বা ট্যাবলেটেও ব্যবহার করতে পারবেন।
এই স্কাইপের প্রকৃত মালিক হলেন Priit Kasesalu and Jaan Tallinn। এই অ্যাপটির ডেভলপার হলেন স্পেস টেকনোলজি (মাইক্রোসফট)। এই সফটওয়ারটিতে ১০৮ টি ভাষা রয়েছে। এই অ্যাপের সাহায্যে আপনি ভিডিও কনফারেন্সিং (video conferencing), ভিওআইপি এবং ইন্সট্যান্ট মেসেজিং করতে পারবেন। যেকোন প্লেস্টোর বা স্কাইপের অফিসিয়াল সাইট থেকে এটি ইনস্টল করে নিতে পারবেন।
গুগল ডুয়ো - Google Duo App
গুগল ডুয়ো মোবাইল ভিডিও চ্যাট এর জন্য অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। এটি গুগলের নিজস্ব একটি অ্যাপ। অর্থাৎ এই অ্যাপের ডেভলপার হলেন গুগোল নিজেই। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যায়। গুগল প্লে স্টোরের হিসাব অনুযায়ী এই অ্যাপটি 1B+ বার অর্থাৎ 1 বিলিয়ন এর অধিক মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। যেহেতু এটি গুগলের একটি অ্যাপ তাহলে এর নিরাপত্ত অনেক ভালো। এই অ্যাপটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
ইমো মেসেঞ্জার - Imo Video Calling App
বর্তমান সময়ের জন্য অন্যতম আরেকটি জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ হচ্ছে ইমো মেসেঞ্জার। প্লে স্টোরে হিসেব অনুযায়ী এই অ্যাপটি 1B+ বার অর্থাৎ ওয়ান বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে। এই ইমো মেসেঞ্জার এর ডেভলপার হলেন PageBites। এই ইমো মেসেঞ্জার অ্যাপ এর যদিও একটি সমস্যা হচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপন আসে। কিন্তু আপনি যদি ইমু লাইট অ্যাপটি (imo lite apk) ব্যবহার করেন তাহলে আপনি এই বিজ্ঞাপন থেকে বাঁচতে পারবেন। অর্থাৎ ইমো লাইট অ্যাপের মধ্যে বিজ্ঞাপনের ঝামেলাটা কম। তবে সব মিলিয়ে এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ।
আমার আজকের পোস্ট এর মূল বিষয় ছিল ৫টি জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ (most popular video calling apps)। যদিও এই অ্যাপ গুলো সম্পর্কে অনেকেই জানেন। এর পরও অনেকে জানতে চাই বর্তমান সময়ে কোন ভিডিও কলিং অ্যাপ টি ভাল বা সবচেয়ে জনপ্রিয়। এমন উৎসুক পাঠকের উদ্দেশ্যেই পোস্টটি করলাম।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।