Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কিভাবে নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোজি বানানো যায়

আজকের এই পোস্টে আমি মজার একটা  হোয়াটসঅ্যাপ টিপস শেয়ার করব। এটি অনেকের কাছে অনেক মজার বলে মনে হবে। আমার আজকের টিপসটি হলো কিভাবে আপনি নিজেই নিজের হোয়াটসঅ্যাপ ইমোজি বানিয়ে নিবেন। একেবারে ফ্রীতেই সব করতে পারবেন। কোন ব্যাপারই না।

whatsapp-emoji-tricks

বর্তমানে অনেকেই কমবেশি হোয়াটসঅ্যাপ এর ব্যবহার করে থাকি এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম জানি। বর্তমানে এটি অনেক পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি সোসাল অ্যাপ। এই হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা পরিচিতদের সাথে বিভিন্ন ভাব বিনিময় করি। শুধু তা নয়, আমরা বিভিন্ন দরকারি ফাইলও একে অপরের সাথে শেয়ার করে থাকি।

এছাড়াও আমরা আমাদের পরিচিত ব্যক্তিদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইমোজি স্টিকার দিয়ে থাকি। তাই আমাদেরকে স্টিকারগুলো হোয়াটঅ্যাপ থেকে রেডিমেট স্টিকার ডাউনলোড করে নিতে হয়। তারপর আমরা স্টিকারগুলো সবাইকে দিই। আমার আজকের পোস্ট এর মাধ্যমে আমি এমন একটা whatsapp tricks দেখাবো যেখানে আপনি নিজেই দারুন সব ইমোজি স্টিকার বানাতে পারবেন।

আরেকটু ক্লিয়ার করে বলি। এই পোস্ট থেকে আপনি হোয়াটসঅ্যাপ এর জন্য আপনার বা প্রিয়জনের কোনো ছবি দিয়ে ইমোজি স্টিকার বানাতে পারবেন এবং তা আপনি যে কাউকে পাঠাতে পারবেন। এক কথায় এটি চমৎকার একটি বিষয়।

হোয়াটসঅ্যাপ ইমোজি মেকার অ্যাপ

এবার মূল কাজে আসি।কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপস টির নাম হল "Whatsapp Emoji Maker App"। আপনি প্লে স্টোরে গেলে এই অ্যাপসটি সার্চ করে পেয়ে যাবেন। এবার অ্যাপসটা ইন্সটল করে নিন। এরপর এটি ওপেন করবেন।

হোয়াটসঅ্যাপ ইমোজি তৈরি করার ধাপ

আপনি যখন এটি চালু করবেন তখন দেখবেন "Create a sticker pack" লেখা আছে। সেখানে ক্লিক করুন। শুরুতে আপনাকে একটা নাম দিতে হবে। এরপর স্টিকার Author নাম দিতে হবে। আপনি চাইলে যেকোন নাম ব্যবহার করতে পারেন। এরপর আপনাকে Create এ ক্লিক করতে হবে। এরপর দেখুন আপনি যে নামে whatsapp emoji প্যাক তৈরি করেছেন এটি দেখা যাচ্ছে।

এবার আপনি এই প্যাকটিতে ঢুকুন। ঢোকার পর সর্বপ্রথম উপরের যে ইমেজ এর অপশন আছে এখানে আপনি যেকোন একটা ছবি দিয়ে দিন। এরপর নিচে দেখুন আরও ৩০ টা ছবি দেওয়ার অপশন আছে যে ছবিগুলো দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ স্টিকার বানাবেন। আপনি চাইলে ত্রিশটি ছবি দিয়ে ত্রিশটা ইমোজি বানাতে পারেন। যদি আপনি এতগুলো বানাতে না চান আপনাকে কমপক্ষে তিনটা স্টিকার বানাতে হবে।

হোয়াটসঅ্যাপ ইমোজি স্টিকার কিভাবে বানাবেন
এটা বানানোর জন্য আপনি জাস্ট ইমেজের উপর ক্লিক করুন। এখানে আপনাকে 3 টা অপশন দেখাবে। একটি হলো ক্যামেরার মাধ্যমে ছবি সিলেক্ট করা। আরেকটি হলো আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা। আপনার ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপনি উপরের টিক চিহ্নে ক্লিক করুন। এরপর আপনাকে ছবিটি এডিট এর সুযোগ দিবে। এখানে আপনি বিভিন্নভাবে ছবিটি এডিট করতে পারবেন। প্রথম যেটি আছে এটি হল রোটেট করা। তারপর একটি হল ফুল ছবি সিলেক্ট করা। তারপর হলো ফ্রি হ্যান্ড এ ছবিটি কেটে নেওয়া।

তারপরেরটি হল স্কয়ার করে ছবিটি কেটে নেওয়া। আপনি আপনার ইচ্ছা মত ছবিটি এডিট করে নিতে পারবেন। এডিট হয়ে গেলে Yes এ ক্লিক করুন। তারপর দেখুন আপনার ছবিটি ইমোজি স্টিকার হিসেবে সেট হয়ে গেল। এভাবে আপনি কমপক্ষে তিনটি স্টিকার বানান। কমপক্ষে তিনটি স্টিকার বানানোর পর নিচে 'এড টু হোয়াটসঅ্যাপ' এ ক্লিক করুন। তারপর আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে আপনি এটি সেট করতে চান কিনা। এখান থেকে অ্যাড এ ক্লিক করুন। ব্যাস আপনার স্টিকার রেডি হয়ে গেল।

এবার আপনি আপনার হোয়াটসঅ্যাপ চালু করুন। কাউকে মেসেজ দেওয়ার জন্য তার মেসেজ এ ঢুকুন। এখন নিচে ইমোজি অপশনে ক্লিক করুন। দেখুন এখানে আপনার তৈরি করা স্টিকার প্যাকটি চলে এসেছে। এবার এখান থেকে আপনার ইচ্ছামত স্টিকারগুলো যে কাউকে পাঠাতে পারবেন। এভাবেই পারবেন আপনি নিজের ছবি দিয়ে whatsapp emoji বানাতে।

Whatsapp tips  টি ভালো লাগলে পোস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।