Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করুন শুধুমাত্র একটি সেটিংসের মাধ্যমে | Block Unknown Callers Android

অপরিচিত নাম্বার থেকে কল  ও মেসেজ আসা বন্ধ করা যাবে শুধুমাত্র একটি কল সেটিংসের মাধ্যমে। এই পোস্টে আমি বিস্তারিত বিষয়ে বলছি। আপনি যদি এমন কোন টিপস খুঁজে থাকেন তাহলে পোস্টটি দেখে নিতে পারেন। এটিই হবে আপনার জন্য চমৎকার একটি টিপস।

stop-unknown-calls

Unknown number call দেখলে আমরা অনেক সময় চমকে উঠি। আমাদের মনে প্রশ্ন আসে কে কলটি করেছে তা নিয়ে। বিশেষ করে মেয়েদের বেলায় এই সমস্যা প্রবল। কারন বিভিন্ন সময় আননোন নাম্বার থেকে কল করে অনেকে তাদের বিরক্ত করে। তখন আমরা কোন না কোন সমাধান খুঁজে থাকি। কারন এটি অনেক বিরক্তিকর একটি বিষয়। তাই এখানে আপনি পেয়ে যাবেন অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায়। আর দেরি না করে চলুন মূল কাজে চলে যায়। 

অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায়

শুরুতেই একটা কথা বলে নিই আমার দেখানো সেটিংসগুলো হুবহু আপনার ফোনের সেটিংসের সাথে নাও মিলতে পারে। কারন একেক ফোনের সেটিংস একেক রকম। তবে আমার দেখানো নিয়ম অনুসরণ করে আপনি এই সেটিংসগুলো খুঁজে নিন। তারপর দেখানো নিয়ম অনুসারে কাজ গুলো করে নিতে পারবেন।

Unknown Number থেকে call আসা বন্ধ করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করুন। এখান থেকে নিচে ডানপাশের কোনায় দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দুতে ক্লিক করলে আপনি "Harassment Filter" একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে আপনি আপনার ব্লক লিস্ট দেখতে পাবেন। এখান থেকে উপরে ডানপাশে কোনায় একটি সেটিংস আইকন পাবেন।

এই আইকনে ক্লিক করলে "Interception Rules" নামের আরেকটি সেটিংস পাবেন। এই সেটিংসে ঢুকুন। এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন "Different Settings For Each Sim"। এটা চালু করে দিলে আপনি প্রতিটা সিমের জন্য আলাদা আলাদা সেটিংস করে নিতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলে যদি দুইটি নিবন্ধিত সিম থাকে এবং আপনি সেটিংসটি যে সিমে চালু করেন ওই সুমের জন্য এটি প্রযোজ্য হবে। অন্য সিমের জন্য হবে না। 

আর আপনি যদি উভয় সিমের জন্য একই সেটিংস রাখতে চান তাহলে তাহলে Different Settings For Each Sim সেটিংসটি বন্ধ রাখুন। তারপর নিচের সেটিংসগুলো দেখে নিন এবং আপনার ইচ্ছেমত সেটিংসটি করে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করুন।

  • Block Unknown/Hidden Numbers

এই সেটিংসটি চালু করলে আপনার ফোনে কোন unknown বা hidden নাম্বার থেকে কল আসবে না। আবার অনেকে নাম্বার হাইড করে কল দেয়। এই সেটিংসের ফলে এমন কল গুলোও আসবে না।

  • Block All Strangers

এর অর্থ হলো আপনার ফোনে সেভ করা নাম্বার ছাড়া আর কেউ কল করতে পারবে না। শুধু আপনার সেভ করা কন্টাক্ট নাম্বার গুলোই আপনাকে কল করতে পারবে। তাই আপনি এটি সিলেক্ট করে নিতে পারেন

  • Block All Incoming Calls

এটি চালু করে দিলে আপনার ফোনের সকল ইনকামিং কল বন্ধ করে নিতে পারবেন। এমনকি সেভ করা বা আনসেভ করা নাম্বার কোনটা থেকেই কল আসবে না।

এবার নিচে আরেকটি অপশন আছে দেখুন। এটি হলো "Message Block Rules"। এই সেটিংসটি করলে আপনার ফোনে সেভ করা নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার থেকে কোন মেসেজ আসবে না। এখন আপনার প্রয়োজন অনুযায়ী call settings টি চালু করে নিন আর আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করে রাখুন। এসব সেটিংস যদি আপনার ফোনে না থাকে তাহলে বিকল্প হিসেবে কল ব্লকার অ্যাপ ব্যবহার করতে পারেন।

আমার এই পোস্টটি এই পর্যন্ত। আপনার যদি আমার এই টিপসটি ভালো লাগে তাহলে পোস্টটি পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এই বিষটি জানতে পারে। এছাড়াও কোন সমস্যা থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ